ফ্যাক্টচেক ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে ৫ জানুয়ারি (শুক্রবার) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের দিকে আসছিল। এই আগুনের ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, জ্বলন্ত ট্রেনের জানালা দিয়ে দুই হাত ও মাথা বের করে রাখা এক ব্যক্তিকে কিছু লোক টেনে বের করার চেষ্টা করছেন।
ভিডিওতে দাবি করা হয়, ‘বৌ-বাচ্চাকে বাঁচাতে না পেরে নিজ ইচ্ছায় জ্বলন্ত ট্রেন থেকে বের হননি এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা অনেক চেষ্টা করছেন যখন তার শরীরের অর্ধেক পুড়ে গিয়েছিল, সে বলেছে আমার বউ-বাচ্চা মারা গেছে, আমি কাদের নিয়ে বাঁচব, আমি আর বের হব না।’
তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ট্রেনে আগুনের ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে প্রশাসন। একজন নারীর পরিচয় পাওয়া গেলেও লাশ শনাক্ত করা যায়নি। সবগুলো লাশের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের দাবির সত্যতা পাওয়া যায়নি। যদিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এক দম্পতির ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, এই দম্পতিই বেনাপোল এক্সপ্রেসে আগুনে পুড়ে মারা গেছেন। টিকটকে এমন দাবিতে ভাইরাল একটি পোস্ট আজ সোমবার (৮ জানুয়ারি) বেলা ১টা পর্যন্ত প্রায় সাড়ে ৭৭ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে রিয়েক্ট পড়েছে ৫ হাজারের বেশি।একই ছবি ফেসবুকেও ভাইরাল হতে দেখা যায়। ফেসবুকে ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল হওয়া এই দম্পতির ছবি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রীই ছিলেন না। তাঁরা এখনো জীবিত।
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানের মাধ্যমে চঞ্চল বর্মণ নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ২১ অক্টোবর দেওয়া একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘রূপম বাবুর বছরের প্রথম পূজায় ঘুরাঘুরি।’গতকাল ৭ জানুয়ারি দেওয়া এক পোস্টে চঞ্চল বর্মণ লেখেন, ‘ঈশ্বরের কৃপায় ভালো আছি, গুজবে কেউ কান দিবেন না।’
চঞ্চল বর্মণ ৬ জানুয়ারি (শনিবার) আরেকটি পোস্টে বলেন, ‘আমার এই ছবি নিয়ে বিভিন্ন গ্রুপে কেউ ভুয়া নিউজ ছড়াছে...দয়া করে কেউ বিশ্বাস করবেন না।’স্পষ্টত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির ওই দম্পতি ৫ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে ৫ জানুয়ারি (শুক্রবার) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের দিকে আসছিল। এই আগুনের ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, জ্বলন্ত ট্রেনের জানালা দিয়ে দুই হাত ও মাথা বের করে রাখা এক ব্যক্তিকে কিছু লোক টেনে বের করার চেষ্টা করছেন।
ভিডিওতে দাবি করা হয়, ‘বৌ-বাচ্চাকে বাঁচাতে না পেরে নিজ ইচ্ছায় জ্বলন্ত ট্রেন থেকে বের হননি এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা অনেক চেষ্টা করছেন যখন তার শরীরের অর্ধেক পুড়ে গিয়েছিল, সে বলেছে আমার বউ-বাচ্চা মারা গেছে, আমি কাদের নিয়ে বাঁচব, আমি আর বের হব না।’
তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ট্রেনে আগুনের ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে প্রশাসন। একজন নারীর পরিচয় পাওয়া গেলেও লাশ শনাক্ত করা যায়নি। সবগুলো লাশের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের দাবির সত্যতা পাওয়া যায়নি। যদিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এক দম্পতির ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, এই দম্পতিই বেনাপোল এক্সপ্রেসে আগুনে পুড়ে মারা গেছেন। টিকটকে এমন দাবিতে ভাইরাল একটি পোস্ট আজ সোমবার (৮ জানুয়ারি) বেলা ১টা পর্যন্ত প্রায় সাড়ে ৭৭ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে রিয়েক্ট পড়েছে ৫ হাজারের বেশি।একই ছবি ফেসবুকেও ভাইরাল হতে দেখা যায়। ফেসবুকে ভাইরাল কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল হওয়া এই দম্পতির ছবি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রীই ছিলেন না। তাঁরা এখনো জীবিত।
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানের মাধ্যমে চঞ্চল বর্মণ নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ২১ অক্টোবর দেওয়া একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘রূপম বাবুর বছরের প্রথম পূজায় ঘুরাঘুরি।’গতকাল ৭ জানুয়ারি দেওয়া এক পোস্টে চঞ্চল বর্মণ লেখেন, ‘ঈশ্বরের কৃপায় ভালো আছি, গুজবে কেউ কান দিবেন না।’
চঞ্চল বর্মণ ৬ জানুয়ারি (শনিবার) আরেকটি পোস্টে বলেন, ‘আমার এই ছবি নিয়ে বিভিন্ন গ্রুপে কেউ ভুয়া নিউজ ছড়াছে...দয়া করে কেউ বিশ্বাস করবেন না।’স্পষ্টত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির ওই দম্পতি ৫ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন না।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
২ ঘণ্টা আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
৬ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগে