ফ্যাক্টচেক ডেস্ক
মেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। সে ধারাবাহিকতায় এবারও আয়োজন হয় এ শো। বিচিত্র, জমকালো সব পোশাকে এবারও হাজির হন জনপ্রিয় তারকারা। তাঁদের অংশগ্রহণের এসব ছবি উঠে এসেছে সংবাদমাধ্যমেও। এসব ছবির ভিড়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে উঠে এসেছে জনপ্রিয় মার্কিন সংগীত শিল্পী ও অভিনেত্রী লেডি গাগা ও কেটি পেরির ছবিও।
দেশীয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা ২৪ মেট গালায় উপস্থিত অন্য তারকাদের সঙ্গে তাঁদের ছবি দুটিসহ গত ৭ মে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে লেডি গাগার ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘সুপারস্টার লেডি গাগা মানেই যেন ভিন্ন কিছু। এবার তিনি হাজির আস্ত এক সাদা প্যাঁচ খেলানো পিলার হয়ে। ভাঁজে ভাঁজে আবার বাহারি ফুল ছিটিয়ে দিয়েছিলেন।’ আবার কেটি পেরির ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিখ্যাত সংগীতশিল্পী কেটি পেরির পোশাক যেন আস্ত টেলিভিশনের শো রুম!’
এই দুই তারকা কি এবারের মেট গালায় ছিলেন?
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত নারীদের পাক্ষিক বিনোদন ও ফ্যাশন ম্যাগাজিন কসমোপলিটনে গত বৃহস্পতিবার (৯ মে) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা থেকে যায়, এ বছরের মেট গালাতে উপস্থিত ছিলেন না লেডি গাগা।
নিউইয়র্ক টাইমসের গত মঙ্গলবার (৭ মে) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সংগীতশিল্পী কেটি পেরিও ছিলেন না এবারের মেট গালাতে। এ ছাড়া কেটি পেরি নিজেও একইদিনে তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেট গালাতে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহলে তাদের ছবিগুলো এলো কীভাবে?
রিভার্স ইমেজ অনুসন্ধানে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্যাশন ও জীবনধারা সম্পর্কিত সংবাদমাধ্যম ‘buro 247 me’–এর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেটি পেরির ভাইরাল ছবিটি পাওয়া যায়। ছবিটি গত সোমবার (৬ মে) পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে সংবাদমাধ্যমটি জানায়, রিক ডিক (Rickdick) নামে একজন ডিজিটাল আর্টিস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়তায় মেট গালার অনুষ্ঠান কেমন হতে পারে, তা কল্পনা করে ফুটিয়ে তুলেছেন।
এই পোস্টের সূত্রে রিক ডিকের (Rickdick) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাওয়া যায়। অ্যাকাউন্টটিতে গত ২ মে কেটি পেরি ও লেডি গাগার ছবিগুলো পোস্ট করা হয়। কেটি পেরির ছবিটিতে পোশাকের ওপর টেলিভিশন পর্দায় কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। পর্দায় নয়েজের (ঝিরঝির করা) ওপর লেখা ‘নো সিগন্যাল’। একই অ্যাকাউন্টে মেট গালা ২০২৪–এ না থাকা বার্বাডোজ বংশোদ্ভূত সংগীতশিল্পী রিয়ান্নার একটি ছবি পাওয়া যায়, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি যাচাইকারী একাধিক ওয়েবসাইটের বিশ্লেষণেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। সে ধারাবাহিকতায় এবারও আয়োজন হয় এ শো। বিচিত্র, জমকালো সব পোশাকে এবারও হাজির হন জনপ্রিয় তারকারা। তাঁদের অংশগ্রহণের এসব ছবি উঠে এসেছে সংবাদমাধ্যমেও। এসব ছবির ভিড়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে উঠে এসেছে জনপ্রিয় মার্কিন সংগীত শিল্পী ও অভিনেত্রী লেডি গাগা ও কেটি পেরির ছবিও।
দেশীয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা ২৪ মেট গালায় উপস্থিত অন্য তারকাদের সঙ্গে তাঁদের ছবি দুটিসহ গত ৭ মে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে লেডি গাগার ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘সুপারস্টার লেডি গাগা মানেই যেন ভিন্ন কিছু। এবার তিনি হাজির আস্ত এক সাদা প্যাঁচ খেলানো পিলার হয়ে। ভাঁজে ভাঁজে আবার বাহারি ফুল ছিটিয়ে দিয়েছিলেন।’ আবার কেটি পেরির ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিখ্যাত সংগীতশিল্পী কেটি পেরির পোশাক যেন আস্ত টেলিভিশনের শো রুম!’
এই দুই তারকা কি এবারের মেট গালায় ছিলেন?
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত নারীদের পাক্ষিক বিনোদন ও ফ্যাশন ম্যাগাজিন কসমোপলিটনে গত বৃহস্পতিবার (৯ মে) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা থেকে যায়, এ বছরের মেট গালাতে উপস্থিত ছিলেন না লেডি গাগা।
নিউইয়র্ক টাইমসের গত মঙ্গলবার (৭ মে) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সংগীতশিল্পী কেটি পেরিও ছিলেন না এবারের মেট গালাতে। এ ছাড়া কেটি পেরি নিজেও একইদিনে তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেট গালাতে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহলে তাদের ছবিগুলো এলো কীভাবে?
রিভার্স ইমেজ অনুসন্ধানে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্যাশন ও জীবনধারা সম্পর্কিত সংবাদমাধ্যম ‘buro 247 me’–এর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেটি পেরির ভাইরাল ছবিটি পাওয়া যায়। ছবিটি গত সোমবার (৬ মে) পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে সংবাদমাধ্যমটি জানায়, রিক ডিক (Rickdick) নামে একজন ডিজিটাল আর্টিস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়তায় মেট গালার অনুষ্ঠান কেমন হতে পারে, তা কল্পনা করে ফুটিয়ে তুলেছেন।
এই পোস্টের সূত্রে রিক ডিকের (Rickdick) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাওয়া যায়। অ্যাকাউন্টটিতে গত ২ মে কেটি পেরি ও লেডি গাগার ছবিগুলো পোস্ট করা হয়। কেটি পেরির ছবিটিতে পোশাকের ওপর টেলিভিশন পর্দায় কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। পর্দায় নয়েজের (ঝিরঝির করা) ওপর লেখা ‘নো সিগন্যাল’। একই অ্যাকাউন্টে মেট গালা ২০২৪–এ না থাকা বার্বাডোজ বংশোদ্ভূত সংগীতশিল্পী রিয়ান্নার একটি ছবি পাওয়া যায়, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি যাচাইকারী একাধিক ওয়েবসাইটের বিশ্লেষণেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১৩ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১৯ ঘণ্টা আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
৩ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
৩ দিন আগে