ফ্যাক্টচেক ডেস্ক
আয়মান সাদিক-মুনজেরিন শহিদ বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় জুটি। গত বছরের ১৫ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়। সম্প্রতি তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, আয়মানের কোলে একটি শিশু, পাশে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন মুনজেরিন শহিদ।
তাঁদের এই ছবি শেয়ার করে ‘Champa Khan’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত বুধবার (১৭ এপ্রিল) এমন একটি ছবি ‘বিদ্যাসাগর কি দুনিয়ায় এসে গেছে তাহলে’ ক্যাপশনে পোস্ট করা হয়। পোস্টটিতে আজ শনিবার (২০ এপ্রিল) বেলা ২টা পর্যন্ত ৫২ হাজার রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট হয়েছে দুই হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের আয়মান সাদিকের কোলে থাকা শিশুটি আয়মান-মুনজেরিন দম্পতির দাবিতে কমেন্ট করতে দেখা গেছে।
ভাইরাল ছবিটি সম্পর্কে অনুসন্ধানে আয়মান সাদিকের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে ১২ এপ্রিল একটি ছবি পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে আয়মান সাদিক লিখেছেন, ‘পুরানো বন্ধুদের সঙ্গে ঈদ।’
ওই ছবিতে আয়মান সাদিক ও মুনজেরিন শহিদের পরিহিত পোশাকের সঙ্গে ভাইরাল ছবিটির পোশাকের মিল পাওয়া যায়। ছবিতে তাঁদের কোলে কোনো শিশু ছিল না। ভাইরাল ছবিতে থাকা শিশুটিকে এখানে ভিন্ন আরেক নারীর কোলে দেখা যায়। ওই নারী সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের স্ত্রী ফাতেমা তুজ জোহরা।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ১ এপ্রিল সৌমিক-ফাতেমা দম্পতির একটি কন্যাসন্তান হয়।
পরে আয়মান সাদিকের কোলে থাকা শিশুটির পরিচয় সম্পর্কে জানতে আয়মান সাদিকের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
তিনি বলেন, কোলে থাকা শিশুটি তাঁর বন্ধু সৌমিকের মেয়ে। ছবিটি ঈদের পরদিন তোলা হয়েছিল।
অর্থাৎ এটি স্পষ্ট, আয়মান সাদিক-মুনজেরিন শহিদ দম্পতির কোলে থাকা শিশুটি তাঁদের নয়। এটি আয়মান সাদিকের বন্ধু ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের মেয়ে।
আয়মান সাদিক-মুনজেরিন শহিদ বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় জুটি। গত বছরের ১৫ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়। সম্প্রতি তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, আয়মানের কোলে একটি শিশু, পাশে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন মুনজেরিন শহিদ।
তাঁদের এই ছবি শেয়ার করে ‘Champa Khan’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত বুধবার (১৭ এপ্রিল) এমন একটি ছবি ‘বিদ্যাসাগর কি দুনিয়ায় এসে গেছে তাহলে’ ক্যাপশনে পোস্ট করা হয়। পোস্টটিতে আজ শনিবার (২০ এপ্রিল) বেলা ২টা পর্যন্ত ৫২ হাজার রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট হয়েছে দুই হাজারের বেশি। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের আয়মান সাদিকের কোলে থাকা শিশুটি আয়মান-মুনজেরিন দম্পতির দাবিতে কমেন্ট করতে দেখা গেছে।
ভাইরাল ছবিটি সম্পর্কে অনুসন্ধানে আয়মান সাদিকের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে ১২ এপ্রিল একটি ছবি পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে আয়মান সাদিক লিখেছেন, ‘পুরানো বন্ধুদের সঙ্গে ঈদ।’
ওই ছবিতে আয়মান সাদিক ও মুনজেরিন শহিদের পরিহিত পোশাকের সঙ্গে ভাইরাল ছবিটির পোশাকের মিল পাওয়া যায়। ছবিতে তাঁদের কোলে কোনো শিশু ছিল না। ভাইরাল ছবিতে থাকা শিশুটিকে এখানে ভিন্ন আরেক নারীর কোলে দেখা যায়। ওই নারী সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের স্ত্রী ফাতেমা তুজ জোহরা।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ১ এপ্রিল সৌমিক-ফাতেমা দম্পতির একটি কন্যাসন্তান হয়।
পরে আয়মান সাদিকের কোলে থাকা শিশুটির পরিচয় সম্পর্কে জানতে আয়মান সাদিকের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
তিনি বলেন, কোলে থাকা শিশুটি তাঁর বন্ধু সৌমিকের মেয়ে। ছবিটি ঈদের পরদিন তোলা হয়েছিল।
অর্থাৎ এটি স্পষ্ট, আয়মান সাদিক-মুনজেরিন শহিদ দম্পতির কোলে থাকা শিশুটি তাঁদের নয়। এটি আয়মান সাদিকের বন্ধু ইউটিউবার ও অভিনেতা সৌমিক আহমেদের মেয়ে।
দেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’
৩ ঘণ্টা আগেপরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
১ দিন আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
১ দিন আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
২ দিন আগে