এই ভিডিও কি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের আনন্দ মিছিলের

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১৫: ৫০
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২১: ২৮

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের নিয়ে খোলা বাসসহ গাড়িবহর নিয়ে উল্লাস করার ভিডিও প্রচার করা হচ্ছে। ওই ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ট্রেলিয়া টিমকে নিজ দেশে বীরের মতো বরণ করে নিল। 

টিকটকে এ দাবিতে ভাইরাল এক ভিডিও রোববার (২৬  নভেম্বর) বেলা সাড়ে ১২টা পর্যন্ত ২৮ হাজার বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ৩ হাজারের বেশি। এছাড়া একই ভিডিও অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে যাচ্ছে এমন ক্যাপশনেও প্রচার হতে দেখা যায়। টিকটকে এ দাবিতে ভাইরাল এক ভিডিও ৩ লাখ বারের বেশি দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ২০ হাজারের বেশি।  টিকটকে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফেসবুকে ভাইরাল হওয়া এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

অনুসন্ধানে দেখা যায়, খেলোয়াড়দের নিয়ে খোলা বাসসহ গাড়িবহর নিয়ে উল্লাস করার ভিডিওটি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের উপলক্ষে নয়।

রিভার্স ইমেজ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত এক ভিডিও খুঁজে পাওয়া যায়। 

ভিডিওর ডেসক্রিপশন থেকে জানা যায়, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম আরব ও আফ্রিকান টিম হিসেবে সেমিফাইনাল খেলে ইতিহাস লিখে মরক্কো ফুটবল টিম। পরে ২০ ডিসেম্বর দলটি দেশে ফিরলে দেশটির ফুটবল সমর্থকেরা তাদের খোলা বাসে করে সংবর্ধনা জানায়।  

এ ভিডিওর সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উপলক্ষে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। 

ভিডিওটি দেখুন এখানে। মরক্কো ফুটবল টিমকে নিয়ে উদ্‌যাপনের ভিডিওঅর্থাৎ ২০২২ সালে মরক্কো ফুটবল টিমকে সংবর্ধনার সময়ে ধারণ করা ভিডিওকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে গাড়িবহর নিয়ে উল্লাস করার দাবিতে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া দল বিশ্বকাপ জিতলেও তাদেরকে নিয়ে তেমন উদ্‌যাপনের কোনো তথ্য পাওয়া যায়নি।  

সিদ্ধান্ত 
২০২২ ফিফা কাতার বিশ্বকাপ ফুটবলে অসাধারণ পারফরম্যান্সে চতুর্থ স্থান অর্জন করে মরক্কো। দেশে ফেরার পরে তাদেরকে দেশটির ফুটবল সমর্থকেরা খোলা বাসে করে সংবর্ধনা জানায়। সে ঘটনার ধারণ করা ভিডিওকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উপলক্ষে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত