যে বিজ্ঞপ্তি নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্বেগ, সেটিই ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৩: ৪১
Thumbnail image

হিন্দুদের ধর্মান্তরিত করলে অর্থ পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে একটি ইসলামি সংগঠন—এমন দাবিতে একটি টুইট ছড়িয়ে পড়েছে। চলতি মাসের শুরুর দিকে এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির ছবি শেয়ার করা হয়েছে।

ভারত থেকে পরিচালিত একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে করা টুইটটিতে ওই ইসলামি সংগঠনের বিজ্ঞপ্তি দাবিতে একটি ছবি শেয়ার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিন্দু ব্রাহ্মণ মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারলে ৩ লাখ টাকা, ভারতীয় বাঙালি মেয়ের ক্ষেত্রে ২ লাখ টাকা, নমঃশূদ্র মেয়েদের জন্য ৫০ হাজার টাকা এবং পুরো হিন্দু পরিবারকে ধর্মান্তরিত করাতে পারলে ৫ লাখ অর্থ পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নামে একটি সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে বলে পোস্টে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে তারিখ দেওয়া ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি। এতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক এবং সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীর স্বাক্ষরসহ প্রতিষ্ঠানটির সিলমোহর রয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য উল্লেখ করে ৭ এপ্রিল নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে উদ্বেগ জানায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটির শুরুতেই এক্সে প্রচারিত জমিয়তে আহলে হাদিসের কথিত বিজ্ঞপ্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই সংবাদ বিজ্ঞপ্তির ভিত্তিতে ৭ ও ৮ এপ্রিল সংবাদ প্রকাশ করেছে দৈনিক ভোরের কাগজ, কালবেলা, বায়ান্ন নিউজসহ বেশ কিছু নিউজ পোর্টাল

ভুয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ বিজ্ঞপ্তি। ছবি: পরিষদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেজমিয়তে আহলে হাদিস এমন কোনো বিজ্ঞপ্তি দিয়েছিল কি না তা নিয়ে অনুসন্ধানে সংগঠনটির ওয়েবসাইট ঘুরে ৪ এপ্রিল একটি বিজ্ঞপ্তি পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ‘বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে “কোরআন ও সহিহ্ হাদীসের দারস চালুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি” শিরোনামে ২০২২ সালের ০৬ ফেব্রুয়ারি (রেফারেন্স-বা/জ/আ/হা/৪৫/০২/২২/৯২) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিকে মন মতো এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম সাবেক টুইটার অর্থাৎ বর্তমান এক্স এবং ফেসবুক মাধ্যমে একটি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে চলেছে। দেশবাসীকে উক্ত ভুয়া বিজ্ঞপ্তির ব্যাপারে আমরা অবগত ও সতর্ক করছি।’

বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ২০২২ সালের বিজ্ঞপ্তি সম্পাদনা করে ভুয়া বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক কোলাজযাচাই করে দেখা যায়, জমিয়তে আহলে হাদিসের ২০২২ সালের বিজ্ঞপ্তির রেফারেন্স নম্বরের সঙ্গে ধর্মান্তরিত করার জন্য অর্থ পুরস্কারের দাবিতে কথিত বিজ্ঞপ্তিটির রেফারেন্স নম্বর ও তারিখের মিল রয়েছে। মূল বিজ্ঞপ্তিটি ছিল, ২০২২ সালের ৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংগঠনটির নির্বাহী পরিষদের চতুর্থ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে।

সিদ্ধান্তটি ছিল, ‘কোরআন ও সহিহ্ হাদিস শিক্ষার প্রসার: প্রত্যেক মুসলিম নাগরিকের জন্য আল কোরআন ও সহিহ্ সুন্নাহর শিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে জোর প্রচেষ্টা চালানো।’

এই বিজ্ঞপ্তি সম্পাদনা করেই ধর্মান্তরিত করার জন্য অর্থ পুরস্কারের দাবিতে কথিত বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে।

ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান অল্ট নিউজ ৩ এপ্রিল দাবিটি এক্সে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে একটি ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করে। দাবিটিকে তারা ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করেছে।

ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘এটি যে ভুয়া তথ্য আমার জানা ছিল না। আপনার থেকেই জানলাম। ভুয়া তথ্য হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই ভুয়া তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত