ফ্যাক্টচেক ডেস্ক
দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকায় সিলযুক্ত কিছু ব্যালট পেপারের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পূর্বেই রাতের বেলা ব্যালটে সিল মারা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, সিলযুক্ত ব্যালট পেপারের ছবিগুলো সাম্প্রতিক অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো যাচাই করে দেখা যায়, ব্যালট পেপারগুলোতে ধানের শীষ প্রতীক রয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে থাকে।
এই অসংগতি থেকে রিভার্স ইমেজ অনুসন্ধানে বার্তা সংস্থা ডয়েচে ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ২০১৮ সালের ৩০ জুলাই এ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। তবে প্রতিবেদনে ছবিটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। একই বছরের ১৬ নভেম্বর বার্তা সংস্থাটিতে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনেও ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরে ছবিটি কোন নির্বাচনের তা নিয়ে অনুসন্ধানে ব্যালটে থাকা প্রতীকগুলোর সূত্রে দেখা যায়, গত ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে সিপিবিকে দেওয়া কাস্তে প্রতীক, ইসলামী ঐক্যজোটের প্রতীক মিনার, স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রতীক টেবিল ঘড়ি, আওয়ামী লীগের প্রতীক নৌকা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ও বিএনপি ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচন করে। এই প্রতীকগুলো ব্যালট পেপারটিতেও দৃশ্যমান। অর্থাৎ সিলযুক্ত ব্যালট পেপারটি চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহনের নয়। এটি ২০১৮ সালের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের।
একই দাবিতে ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধানে সেটি কোন সময় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে ভিডিওটিতে থাকা ব্যালট পেপারটি যাচাই করে দেখা যায়, এখানেও ধানের শীষ প্রতীক রয়েছে। ব্যালটটিতে ধানের শীষ ছাড়াও মই, হাতপাখা প্রতীক দেখা যায়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের মধ্যে ধানের শীষসহ ব্যালট পেপারটিতে দৃশ্যমান মই, হাতপাখা প্রতীক দেখা যায়নি।
৩০০ আসনের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন দেখতে ক্লিক করুন এখানে।
এসব বিশ্লেষণ থেকে স্পষ্ট, ব্যালট পেপারে সিল মারার ভাইরাল ভিডিওটিও চলমান নির্বাচনের নয়।
প্রসঙ্গত, চলমান নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিল মারার অভিযোগ ও ভোটকেন্দ্র দখল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা।
এমন কিছু প্রতিবেদন দেখুন:
দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকায় সিলযুক্ত কিছু ব্যালট পেপারের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পূর্বেই রাতের বেলা ব্যালটে সিল মারা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, সিলযুক্ত ব্যালট পেপারের ছবিগুলো সাম্প্রতিক অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো যাচাই করে দেখা যায়, ব্যালট পেপারগুলোতে ধানের শীষ প্রতীক রয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে থাকে।
এই অসংগতি থেকে রিভার্স ইমেজ অনুসন্ধানে বার্তা সংস্থা ডয়েচে ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ২০১৮ সালের ৩০ জুলাই এ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। তবে প্রতিবেদনে ছবিটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। একই বছরের ১৬ নভেম্বর বার্তা সংস্থাটিতে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনেও ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরে ছবিটি কোন নির্বাচনের তা নিয়ে অনুসন্ধানে ব্যালটে থাকা প্রতীকগুলোর সূত্রে দেখা যায়, গত ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে সিপিবিকে দেওয়া কাস্তে প্রতীক, ইসলামী ঐক্যজোটের প্রতীক মিনার, স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রতীক টেবিল ঘড়ি, আওয়ামী লীগের প্রতীক নৌকা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ও বিএনপি ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচন করে। এই প্রতীকগুলো ব্যালট পেপারটিতেও দৃশ্যমান। অর্থাৎ সিলযুক্ত ব্যালট পেপারটি চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহনের নয়। এটি ২০১৮ সালের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের।
একই দাবিতে ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধানে সেটি কোন সময় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে ভিডিওটিতে থাকা ব্যালট পেপারটি যাচাই করে দেখা যায়, এখানেও ধানের শীষ প্রতীক রয়েছে। ব্যালটটিতে ধানের শীষ ছাড়াও মই, হাতপাখা প্রতীক দেখা যায়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের মধ্যে ধানের শীষসহ ব্যালট পেপারটিতে দৃশ্যমান মই, হাতপাখা প্রতীক দেখা যায়নি।
৩০০ আসনের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন দেখতে ক্লিক করুন এখানে।
এসব বিশ্লেষণ থেকে স্পষ্ট, ব্যালট পেপারে সিল মারার ভাইরাল ভিডিওটিও চলমান নির্বাচনের নয়।
প্রসঙ্গত, চলমান নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিল মারার অভিযোগ ও ভোটকেন্দ্র দখল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা।
এমন কিছু প্রতিবেদন দেখুন:
ফ্যাক্টচেক, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভাইরাল, ভুয়া পোস্ট, সংঘর্ষ, রাজধানী, সেনাবাহিনী, বিক্ষোভ, রিকশা
৮ ঘণ্টা আগেদীপ্তির বক্তব্য দাবিতে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দীপ্তি চৌধুরীর ছবিযুক্ত ফটোকার্ডটিতে লেখা, ‘আমার নানীর ফুফাতো বোনের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন।’
১১ ঘণ্টা আগেআজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
১ দিন আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
২ দিন আগে