ফ্যাক্টচেক ডেস্ক
ভারতীয় সেনাবাহিনীর জন্য নতুন সাঁজোয়া যান, দাবিতে একটি গাড়ির ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল পোস্টটিতে দাবি করা হচ্ছে, দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) নির্দেশনায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের সহায়তায় সাঁজোয়া যানটি তৈরি করা হয়েছে।
পোস্টটিতে সাঁজোয়া যানটির বর্ণনায় আরও দাবি করা হয়েছে, যানটিতে ১২ জন সৈন্যের ২১ দিনের জন্য পর্যাপ্ত অক্সিজেন, পানীয় জল, খাবার এবং গোলাবারুদ মজুতের ব্যবস্থা রয়েছে। চুক্তি অনুযায়ী, ফোর্ড গাড়িটি অন্য কোথাও তৈরি বা বিক্রি করতে পারবে না। তবে ভারতীয় সেনাবাহিনী বা সরকার গাড়িটি রপ্তানি করতে পারবে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী ফোর্বসে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই সময়েই বিদেশ থেকে সরঞ্জাম আমদানির ওপর অতিরিক্ত শুল্ক এবং অত্যধিক নির্মাণ ব্যয়ের কারণে ভারতে গাড়ি উৎপাদন বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করে ফোর্ড। ভারতে বর্তমানে কোম্পানিটির কার্যক্রম চালানোর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) ওয়েবসাইট এবং একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুঁজেও এ দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় কোনো সংবাদমাধ্যম সূত্রেও দাবিটির ব্যাপারে তথ্য মেলেনি।
পরে ভাইরাল ছবিটির উৎস অনুসন্ধানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে নির্মিত। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯৯ দশমিক ১ শতাংশ দেখিয়েছে।
এআই নির্মিত ছবি শনাক্তকারী আরেকটি ওয়েবসাইট হাগিং ফেস ছবিটি যাচাই করে জানায়, এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯৭ শতাংশ। এআই অর নটের যাচাইয়েও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে চিহ্নিত করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর জন্য নতুন সাঁজোয়া যান, দাবিতে একটি গাড়ির ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল পোস্টটিতে দাবি করা হচ্ছে, দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) নির্দেশনায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের সহায়তায় সাঁজোয়া যানটি তৈরি করা হয়েছে।
পোস্টটিতে সাঁজোয়া যানটির বর্ণনায় আরও দাবি করা হয়েছে, যানটিতে ১২ জন সৈন্যের ২১ দিনের জন্য পর্যাপ্ত অক্সিজেন, পানীয় জল, খাবার এবং গোলাবারুদ মজুতের ব্যবস্থা রয়েছে। চুক্তি অনুযায়ী, ফোর্ড গাড়িটি অন্য কোথাও তৈরি বা বিক্রি করতে পারবে না। তবে ভারতীয় সেনাবাহিনী বা সরকার গাড়িটি রপ্তানি করতে পারবে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী ফোর্বসে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই সময়েই বিদেশ থেকে সরঞ্জাম আমদানির ওপর অতিরিক্ত শুল্ক এবং অত্যধিক নির্মাণ ব্যয়ের কারণে ভারতে গাড়ি উৎপাদন বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করে ফোর্ড। ভারতে বর্তমানে কোম্পানিটির কার্যক্রম চালানোর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) ওয়েবসাইট এবং একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুঁজেও এ দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় কোনো সংবাদমাধ্যম সূত্রেও দাবিটির ব্যাপারে তথ্য মেলেনি।
পরে ভাইরাল ছবিটির উৎস অনুসন্ধানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে নির্মিত। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯৯ দশমিক ১ শতাংশ দেখিয়েছে।
এআই নির্মিত ছবি শনাক্তকারী আরেকটি ওয়েবসাইট হাগিং ফেস ছবিটি যাচাই করে জানায়, এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯৭ শতাংশ। এআই অর নটের যাচাইয়েও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে চিহ্নিত করা হয়েছে।
পরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
২১ ঘণ্টা আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
১ দিন আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১ দিন আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
৩ দিন আগে