ফ্যাক্টচেক ডেস্ক
ভারতে চলছে বিশ্বকাপের শেষ চারের লড়াই। শেষ চারে খেলার স্বপ্ন নিয়ে ভারতে গেলেও ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে গত রোববার (১২ নভেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতায় বাংলাদেশি দর্শক–সমর্থকদের থেকে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের একটি বক্তব্য একটি সংবাদমাধ্যমের লোগো সংবলিত ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না।’
বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো ব্যবহার করে তৈরি ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচারিত ভাইরাল একটি পোস্টে দেখা যায়, পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬০ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৭০০ বার। আর এতে মন্তব্য পড়েছে ৭ হাজার ২০০।
এ ফটোকার্ডটি ছাড়াও স্পোর্টস২৪৭ নামের একটি ফেসবুক পেজেও আলোচিত বক্তব্যটি নাজমুল হাসান পাপনের দাবিতে ভাইরাল পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এর অধিকাংশই ‘হা হা’। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৮০০ বার। আর এতে মন্তব্য পড়েছে প্রায় ১১ হাজার।
পোস্ট দুইটির কমেন্ট বক্স ঘুরে দেখা যায়, অনেক ফেসবুক ব্যবহারকারী বক্তব্যটি নাজমুল হাসান পাপনের বলেই বিশ্বাস করেছেন।
এটি ছাড়াও একই দাবিতে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, নাজমুল হাসান পাপনের নামে প্রচারিত বক্তব্যটি বানোয়াট। তিনি এমন কোনো মন্তব্য করেননি।
ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে উল্লিখিত নাজমুল হাসান পাপনের বয়ান দাবি করা বক্তব্যটি ধরে কি–ওয়ার্ড অনুসন্ধানে বেশ কিছু ফেসবুক পোস্ট এবং একটি ইউটিউব ভিডিও ছাড়া কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টগুলোতে নাজমুল হাসান পাপনের এ বক্তব্যের বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
স্বাভাবিকভাবেই নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করলে দেশীয় গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু দেশীয় কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাপনের বিষয়ে সংবাদ অনুসন্ধানে সর্বশেষ গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার চলতি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার দায় নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে পদত্যাগের অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠান। বিসিবির পক্ষ থেকে এই আইনি নোটিশের প্রতিক্রিয়া সংক্রান্ত কোনো প্রতিবেদনও সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
অপরদিকে ইউটিউবের ভিডিওটিতে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড দেখা যায়। তবে সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইটেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। বরং গণমাধ্যমটি গত ১৩ নভেম্বর তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানায়, ‘আরটিভি’র নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল, আমাদের তৈরি নয়।’
সিদ্ধান্ত
‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না’— বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করেননি। একটি সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে ফটোকার্ড বানিয়ে বিসিবি সভাপতির নামে এই বানোয়াট বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।
ভারতে চলছে বিশ্বকাপের শেষ চারের লড়াই। শেষ চারে খেলার স্বপ্ন নিয়ে ভারতে গেলেও ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে গত রোববার (১২ নভেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতায় বাংলাদেশি দর্শক–সমর্থকদের থেকে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের একটি বক্তব্য একটি সংবাদমাধ্যমের লোগো সংবলিত ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না।’
বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো ব্যবহার করে তৈরি ফটোকার্ডের মাধ্যমে ফেসবুকে প্রচারিত ভাইরাল একটি পোস্টে দেখা যায়, পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬০ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৭০০ বার। আর এতে মন্তব্য পড়েছে ৭ হাজার ২০০।
এ ফটোকার্ডটি ছাড়াও স্পোর্টস২৪৭ নামের একটি ফেসবুক পেজেও আলোচিত বক্তব্যটি নাজমুল হাসান পাপনের দাবিতে ভাইরাল পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৭ হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এর অধিকাংশই ‘হা হা’। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৮০০ বার। আর এতে মন্তব্য পড়েছে প্রায় ১১ হাজার।
পোস্ট দুইটির কমেন্ট বক্স ঘুরে দেখা যায়, অনেক ফেসবুক ব্যবহারকারী বক্তব্যটি নাজমুল হাসান পাপনের বলেই বিশ্বাস করেছেন।
এটি ছাড়াও একই দাবিতে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, নাজমুল হাসান পাপনের নামে প্রচারিত বক্তব্যটি বানোয়াট। তিনি এমন কোনো মন্তব্য করেননি।
ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে উল্লিখিত নাজমুল হাসান পাপনের বয়ান দাবি করা বক্তব্যটি ধরে কি–ওয়ার্ড অনুসন্ধানে বেশ কিছু ফেসবুক পোস্ট এবং একটি ইউটিউব ভিডিও ছাড়া কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, পোস্টগুলোতে নাজমুল হাসান পাপনের এ বক্তব্যের বিপরীতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
স্বাভাবিকভাবেই নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করলে দেশীয় গণমাধ্যমে তা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার কথা। কিন্তু দেশীয় কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাপনের বিষয়ে সংবাদ অনুসন্ধানে সর্বশেষ গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার চলতি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার দায় নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে পদত্যাগের অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠান। বিসিবির পক্ষ থেকে এই আইনি নোটিশের প্রতিক্রিয়া সংক্রান্ত কোনো প্রতিবেদনও সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
অপরদিকে ইউটিউবের ভিডিওটিতে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড দেখা যায়। তবে সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইটেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। বরং গণমাধ্যমটি গত ১৩ নভেম্বর তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানায়, ‘আরটিভি’র নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল, আমাদের তৈরি নয়।’
সিদ্ধান্ত
‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না’— বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমন কোনো মন্তব্য করেননি। একটি সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে ফটোকার্ড বানিয়ে বিসিবি সভাপতির নামে এই বানোয়াট বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১৬ মিনিট আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
৪ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগে