‘সুখী পরিবার স্বাস্থ্যকেন্দ্রে’ ৭৫০ জনবল নিয়োগের ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া 

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৯: ৩০
Thumbnail image

সুখী পরিবার স্বাস্থ্যকেন্দ্র নামে কথিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় ৭৫০ জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। গত ১৯ ও ২৬ এপ্রিল একই নামের একটি ফেসবুক পেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। বিজ্ঞপ্তিটিতে জাতীয় দৈনিক মানবজমিন (১৭ এপ্রিল, ১৫ নম্বর পৃষ্ঠা) ও চাকরির ডাক (১৮ এপ্রিল, দ্বিতীয় পৃষ্ঠা) নামে একটি পত্রিকাকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। 

নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দাবি করা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত স্মারক নম্বর-সুঃ/পঃ/স্বাঃ/কেঃ/ ৩৬৮৭৫৪, রেজিঃ নম্বর-৩৮৯৩৫৫ দেশের প্রত্যেক শহর ও গ্রাম পর্যায়ে মা ও শিশু সেবা, জরুরি ভিত্তিতে কোভিড-১৯-এর স্বাস্থ্যবিধি উপকরণ কার্যক্রম পরিচালনা, কমিউনিটি স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা, পুষ্টি, প্রতিবন্ধী ও পথ শিশু পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পুরুষ ও নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।’ 

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ইউনিট অফিসার, অফিস সহকারী ও সেবক/সেবিকা পদে যথাক্রমে ১৩০,১৮০, ২৩০ এবং ২১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ মে (শুক্রবার) ইমেইল যোগে আবেদন করতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিটির সত্যতা যাচাইয়ে এতে সূত্র হিসেবে উল্লেখিত পত্রিকা দুটি খুঁজে দেখা হয়। মানবজমিনের ১৭ এপ্রিল প্রকাশিত পত্রিকার ইপেপার খুঁজে ওদিনের ১৫ নম্বর পৃষ্ঠায় এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। একইভাবে খুঁজে দেখা যায়, চাকরির ডাক পত্রিকাটি একটি সাপ্তাহিক পত্রিকা। ১৮ এপ্রিল পত্রিকাটির কোনো সংখ্যা প্রকাশিত হয়নি। বরং সাপ্তাহিক পত্রিকাটির সংস্করণ প্রকাশিত হয় ১৯ এপ্রিল (শুক্রবার)। এই সংস্করণের দ্বিতীয় পৃষ্ঠায় খুঁজে সুখী পরিবার স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগের কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ব্যবহৃত সূত্র দুটিই বানোয়াট। 

১৭ এপ্রিলের দৈনিক মানবজমিন ও ১৯ এপ্রিলের চাকরির ডাকে ‘সুখী পরিবার স্বাস্থ্যকেন্দ্রে’র নিয়োগের বিজ্ঞপ্তি নেই। ছবি: আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ কোলাজ এ ছাড়া পেজটিতে একই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সালেও কেবল পদের নামে পরিবর্তন করে হুবহু প্রচার করতে দেখা গেছে। ২০২৩ সালের ২৩ অক্টোবরে পেজটিতে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। 

পরে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচারকারী কথিত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুখী পরিবার স্বাস্থ্য কেন্দ্র’ এর পরিচয় যাচাই করে দেখা হয়। যাচাইয়ে দেখা যায়, ২০২২ সালের ১৮ ডিসেম্বর চালু করা হয়েছে। পেজটির পরিচয়ে দেওয়া ঠিকানার সঙ্গে (বাড়ি-৩২০, রোড-০৫, ঢাকা ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, বারিধারা, ঢাকা-১২০৬) ভাইরাল নিয়োগ বিজ্ঞপ্তিটির ঠিকানার (প্রধান কার্যালয়: বাড়ি-২৭০, রোড-৩১, মহাখালী ডিওএইচএস, ঢাকা-১২০৬) মিল নেই। 

একই বিজ্ঞপ্তি পদের নাম পরিবর্তন করে ২০২৩ সালেও ফেসবুকে প্রচার করা হয়েছিল। ছবি: ফেসবুক পেজটির পরিচয়ে hfhcent.org নামে একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে। ওয়েবসাইটটির ‘অ্যাবাউট আস’ বিভাগ থেকেও প্রতিষ্ঠানটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এখানে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি ১৫ টির বেশি অ্যাওয়ার্ড জিতেছে। এ ছাড়া ওয়েবসাইটটির ডোমেইন নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এই ডোমেইন নিবন্ধন করা হয়েছে ২০২২ সালের ১৯ ডিসেম্বর। ডোমেইনটি নিবন্ধনের স্থান দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে। এসব তথ্যের বাইরে প্রতিষ্ঠানটি সম্পর্কে নির্ভরযোগ্য আর কোনো তথ্য পাওয়া যায়নি। 

উপরিউক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে এটি স্পষ্ট, সুখী পরিবার স্বাস্থ্যকেন্দ্র নামে কথিত বেসরকারি উন্নয়ন সংস্থায় ৭৫০ জনবল নিয়োগের ভাইরাল বিজ্ঞপ্তিটি ইন্টারনেটে প্রতারণার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত