ফ্যাক্টচেক ডেস্ক
বাংলাদেশের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি বিমানবন্দরটি নিয়ে ফেসবুকে একটি তথ্য ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, ‘বিমানবন্দরটি এশিয়ার নিকৃষ্টতম বিমানবন্দরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে।’ এম রহমান মাসুম (M Rahman Masum) নামের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন তথ্য সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায়। গত বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় পেজটিতে তথ্যটি পোস্ট করা হয়। পোস্টে বিস্তারিত কোনো তথ্য এবং প্রাসঙ্গিক কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড অনুসন্ধানেও দেশীয় কোনো সংবাদমাধ্যমেও হযরত শাহজালাল বিমানবন্দর এশিয়ার নিকৃষ্টতম বিমানবন্দরের তালিকায় সপ্তম স্থানে থাকার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফিলিপাইনের সংবাদমাধ্যম র্যাপলারের ওয়েবসাইটে গত ২৪ ফেব্রুয়ারি এশিয়ার সবচেয়ে খারাপ বিমানবন্দরের তালিকা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
এতে ব্যবসায় বিনিয়োগ ও ঋণ পরিস্থিতি নিয়ে তথ্য প্রদানকারী যুক্তরাজ্যের প্রতিষ্ঠান বিজনেস ফাইন্যান্সিংয়ের বরাত দিয়ে বলা হয়, বিজনেস ট্রাভেলার্স বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীদের কাছে এশিয়ার সবচেয়ে খারাপ বিমানবন্দরের তালিকায় চতুর্থ স্থানে ফিলিপাইনের নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, কাজাখাস্তানের আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর।
যুক্তরাজ্যভিত্তিক বেসামরিক বিমান চলাচল খাতের পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীদের পর্যালোচনা থেকে পাওয়া গড় রেটিংয়ের ভিত্তিতে বিশ্বব্যাপী এবং নির্দিষ্ট অঞ্চলের বিমানবন্দরগুলো নিয়ে তালিকাটি তৈরি করেছে বিজনেস ফ্যাইন্যান্সিং। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট খুঁজে এশিয়ার সবচেয়ে খারাপ ১০ বিমানবন্দরের পূর্ণাঙ্গ তালিকাটি পাওয়া যায়। তাতেও ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের নাম পাওয়া যায়নি।
পরে স্কাইট্র্যাক্সের ওয়েবসাইটে হযরত শাহজালাল বিমানবন্দর নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এখানে বিমানবন্দরটিকে ‘দুই তারকা’ রেটিং করা হয়েছে।
‘দুই তারকা’র ব্যাখ্যায় স্কাইট্র্যাক্স জানিয়েছে, কোনো বিমানবন্দরের সুবিধা, মান যখন খারাপ হয় এবং বিমানবন্দরের সাধারণ যাত্রীদের প্রত্যাশার উপযুক্ত না হয়, তখন এই রেটিং ব্যবহার করা হয়। এই রেটিংয়ের অর্থ, ওই বিমানবন্দরের পরিষেবা দুর্বল, অসঙ্গতিপূর্ণ এবং গ্রাহকবান্ধব নয়। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের আরেক বিমানবন্দর হযরত শাহ আমানতকেও ‘দুই তারকা’ রেটিং করা হয়েছে।
এর বাইরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর সাম্প্রতিক সময়ে এশিয়ার ‘নিকৃষ্টতম’ বিমানবন্দরের তালিকায় সপ্তম অবস্থানে থাকার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ কোনো নির্ভরযোগ্য সূত্র এবং তালিকা উল্লেখ ছাড়াই হযরত শাহজালাল বিমানবন্দর এশিয়ার ‘নিকৃষ্টতম’ বিমানবন্দরের তালিকায় সপ্তম অবস্থানে থাকার দাবিটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
বাংলাদেশের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি বিমানবন্দরটি নিয়ে ফেসবুকে একটি তথ্য ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, ‘বিমানবন্দরটি এশিয়ার নিকৃষ্টতম বিমানবন্দরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে।’ এম রহমান মাসুম (M Rahman Masum) নামের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন তথ্য সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায়। গত বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় পেজটিতে তথ্যটি পোস্ট করা হয়। পোস্টে বিস্তারিত কোনো তথ্য এবং প্রাসঙ্গিক কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড অনুসন্ধানেও দেশীয় কোনো সংবাদমাধ্যমেও হযরত শাহজালাল বিমানবন্দর এশিয়ার নিকৃষ্টতম বিমানবন্দরের তালিকায় সপ্তম স্থানে থাকার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফিলিপাইনের সংবাদমাধ্যম র্যাপলারের ওয়েবসাইটে গত ২৪ ফেব্রুয়ারি এশিয়ার সবচেয়ে খারাপ বিমানবন্দরের তালিকা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
এতে ব্যবসায় বিনিয়োগ ও ঋণ পরিস্থিতি নিয়ে তথ্য প্রদানকারী যুক্তরাজ্যের প্রতিষ্ঠান বিজনেস ফাইন্যান্সিংয়ের বরাত দিয়ে বলা হয়, বিজনেস ট্রাভেলার্স বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীদের কাছে এশিয়ার সবচেয়ে খারাপ বিমানবন্দরের তালিকায় চতুর্থ স্থানে ফিলিপাইনের নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, কাজাখাস্তানের আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর।
যুক্তরাজ্যভিত্তিক বেসামরিক বিমান চলাচল খাতের পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীদের পর্যালোচনা থেকে পাওয়া গড় রেটিংয়ের ভিত্তিতে বিশ্বব্যাপী এবং নির্দিষ্ট অঞ্চলের বিমানবন্দরগুলো নিয়ে তালিকাটি তৈরি করেছে বিজনেস ফ্যাইন্যান্সিং। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট খুঁজে এশিয়ার সবচেয়ে খারাপ ১০ বিমানবন্দরের পূর্ণাঙ্গ তালিকাটি পাওয়া যায়। তাতেও ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের নাম পাওয়া যায়নি।
পরে স্কাইট্র্যাক্সের ওয়েবসাইটে হযরত শাহজালাল বিমানবন্দর নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এখানে বিমানবন্দরটিকে ‘দুই তারকা’ রেটিং করা হয়েছে।
‘দুই তারকা’র ব্যাখ্যায় স্কাইট্র্যাক্স জানিয়েছে, কোনো বিমানবন্দরের সুবিধা, মান যখন খারাপ হয় এবং বিমানবন্দরের সাধারণ যাত্রীদের প্রত্যাশার উপযুক্ত না হয়, তখন এই রেটিং ব্যবহার করা হয়। এই রেটিংয়ের অর্থ, ওই বিমানবন্দরের পরিষেবা দুর্বল, অসঙ্গতিপূর্ণ এবং গ্রাহকবান্ধব নয়। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের আরেক বিমানবন্দর হযরত শাহ আমানতকেও ‘দুই তারকা’ রেটিং করা হয়েছে।
এর বাইরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর সাম্প্রতিক সময়ে এশিয়ার ‘নিকৃষ্টতম’ বিমানবন্দরের তালিকায় সপ্তম অবস্থানে থাকার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ কোনো নির্ভরযোগ্য সূত্র এবং তালিকা উল্লেখ ছাড়াই হযরত শাহজালাল বিমানবন্দর এশিয়ার ‘নিকৃষ্টতম’ বিমানবন্দরের তালিকায় সপ্তম অবস্থানে থাকার দাবিটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
১০ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
১ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২ দিন আগে