ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময় ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘মনে মনে মহাজন এইডাই কয়।’
‘মো. শরিফুল ইসলাম শুভ (Md Shariful Islam Shuvo)’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে থেকে ২৫ ডিসেম্বর রাত ৯টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটিতে আজকে বিকেল ৪টা পর্যন্ত ৫৪টি রিঅ্যাকশন পড়েছে। একই ক্যাপশনে ‘ইমরান খান আইএমকে (Imran Khan Imk)’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৪ নভেম্বর রাত ১১টার দিকে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে ভাইরাল। এটি ফেসবুকে ১৩ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এই পোস্টে এ পর্যন্ত ২৩ হাজার রিঅ্যাকশন পড়েছে। পোস্টটি ১ হাজার ১০০ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং ১ হাজার ১০০ কমেন্ট পড়েছে। এসব কমেন্টে কেউ কেউ ভিডিওটিকে এডিট বলে দাবি করছেন। আবার কেউ কেউ এটিকে ড. মুহাম্মদ ইউনূসেরই ভিডিও মনে করে কমেন্ট করেছেন। নিপুল বিশ্বাস (Nipul Biswas) নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্টে লেখা আছে, ‘আসলে সে গায়ক হবার কথা ছিল। কিন্তু সে কীভাবে নোবেল পুরস্কার পায়।’
দাবির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তাতে দেখা যায়, গত ৩ নভেম্বর সালমান মিউজিক (Salman Muzik) নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়।
পর্যবেক্ষণে দেখা যায়, এটি একটি লোকসংগীত। গানটির কণ্ঠশিল্পী এবং মডেল হচ্ছেন হুমায়ুন সরকার। তবে সম্পূর্ণ ভিডিওতে কোথাও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখা যায়নি।
পরের ড. মুহাম্মদ ইউনূস গান গাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটিতে ‘FAKEME APP’ নামের লোগো লক্ষ করা যায়।
অনুসন্ধানে Fakeme App-এর বিষয়ে জানা যায়, এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন সফটওয়্যার। যার সাহায্যে সহজেই যে কারও চেহারা বা মুখমণ্ডলের জায়গায় অন্য কারও মুখমণ্ডল অদলবদল করা যায়।
অর্থাৎ, ‘ফেকমি অ্যাপে’র সাহায্যেই কণ্ঠশিল্পী হুমায়ুন সরকারের গানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের মুখমণ্ডল অদলবদল করে ভিডিওটি তৈরি করা হয়।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূস গান গাওয়ার ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা, যা আসল নয়।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময় ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘মনে মনে মহাজন এইডাই কয়।’
‘মো. শরিফুল ইসলাম শুভ (Md Shariful Islam Shuvo)’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে থেকে ২৫ ডিসেম্বর রাত ৯টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটিতে আজকে বিকেল ৪টা পর্যন্ত ৫৪টি রিঅ্যাকশন পড়েছে। একই ক্যাপশনে ‘ইমরান খান আইএমকে (Imran Khan Imk)’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৪ নভেম্বর রাত ১১টার দিকে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে ভাইরাল। এটি ফেসবুকে ১৩ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এই পোস্টে এ পর্যন্ত ২৩ হাজার রিঅ্যাকশন পড়েছে। পোস্টটি ১ হাজার ১০০ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং ১ হাজার ১০০ কমেন্ট পড়েছে। এসব কমেন্টে কেউ কেউ ভিডিওটিকে এডিট বলে দাবি করছেন। আবার কেউ কেউ এটিকে ড. মুহাম্মদ ইউনূসেরই ভিডিও মনে করে কমেন্ট করেছেন। নিপুল বিশ্বাস (Nipul Biswas) নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্টে লেখা আছে, ‘আসলে সে গায়ক হবার কথা ছিল। কিন্তু সে কীভাবে নোবেল পুরস্কার পায়।’
দাবির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিও থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তাতে দেখা যায়, গত ৩ নভেম্বর সালমান মিউজিক (Salman Muzik) নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়।
পর্যবেক্ষণে দেখা যায়, এটি একটি লোকসংগীত। গানটির কণ্ঠশিল্পী এবং মডেল হচ্ছেন হুমায়ুন সরকার। তবে সম্পূর্ণ ভিডিওতে কোথাও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখা যায়নি।
পরের ড. মুহাম্মদ ইউনূস গান গাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটিতে ‘FAKEME APP’ নামের লোগো লক্ষ করা যায়।
অনুসন্ধানে Fakeme App-এর বিষয়ে জানা যায়, এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন সফটওয়্যার। যার সাহায্যে সহজেই যে কারও চেহারা বা মুখমণ্ডলের জায়গায় অন্য কারও মুখমণ্ডল অদলবদল করা যায়।
অর্থাৎ, ‘ফেকমি অ্যাপে’র সাহায্যেই কণ্ঠশিল্পী হুমায়ুন সরকারের গানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের মুখমণ্ডল অদলবদল করে ভিডিওটি তৈরি করা হয়।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূস গান গাওয়ার ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা, যা আসল নয়।
ফিলিস্তিনের গাজা উপাত্যকায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় নিঃস্ব বাস্তুচ্যুতদের জীবন আরও কঠিন করে তুলেছে বৈরী আবহাওয়া। একে তো অনেক শীত, তার ওপর প্রবল বৃষ্টি। বৃষ্টির পানির কারণে গাজা উপাত্যকায় হাসপাতালসহ বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। বন্যা গাজাবাসীর কষ্ট দ্বিগুন করেছে।
৫ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সিলেটি ভাষায় গান গাওয়ার দাবি করা হলেও ফ্যাক্টচেক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, এটি সিলেটি ভাষার গান নয়। ভিডিওটি ফার্সি ভাষায় গাওয়া এবং এটি ইরানের "Tootiya Shop" নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। ভিডিওটি ইরানের হরমোজগান প্রদেশ
৯ ঘণ্টা আগেশীতকালে অন্যতম একটি রোগ হচ্ছে চোখ ওঠা। চিকিৎসা বিজ্ঞানে এই রোগের নাম কনজাংটিভাইটিস। এটি ভাইরাসজনিত একটি ছোঁয়াচে রোগ। এই রোগটি রেড/পিংক আই নামেও পরিচিত। এটিযে শুধু শীতকালে ছড়ায় এমন নয়। কনজাংটিভাইটিস বছরের যেকোনো সময়েই ছড়াতে পারে।
১২ ঘণ্টা আগেগত বছরের শুরুতে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের মধ্যদিয়ে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন ক্রিকেটার শোয়েব মালিক। এই বিয়ের পরেই নানা জল্পনা-কল্পনার পর নেটিজেনরা নিশ্চিত হয় যে সানিয়া মির্জারর সঙ্গে শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। তা ছাড়া সানিয়া মির্জার বাবাও তখন শোয়েব মালিকের সঙ্গে তাঁর
১ দিন আগে