অনলাইন ডেস্ক
করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের মৃত্যুঝুঁকি ১৬ গুণ কম। অস্ট্রেলিয়া সরকারের একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।
গবেষণাটি করেছে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার। গত সোমবার প্রকাশিত গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শুরুতে করোনায় মারা যাওয়া ৪১২ জনের মধ্যে ১১ শতাংশ মানুষ ছিলেন, যাঁরা টিকার পূর্ণ ডোজ পেয়েছিলেন। আর তাঁদের বয়স ছিল গড়ে ৮২ বছর। এ ছাড়া ১৬ থেকে ৭ অক্টোবর পর্যন্ত শনাক্ত হওয়া ৬১ হাজার ৮০০ জন করোনা রোগীর মধ্যে ৬৩ শতাংশই করোনার টিকা নেননি। আর পূর্ণ ডোজ টিকা নেওয়াদের মধ্যে ৩ শতাংশকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করতে হয়েছে।
অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজার, মডার্না এবং অক্সফোর্ডের তৈরি টিকা প্রয়োগ করা হচ্ছে।
এই গবেষণা থেকে বোঝা যায়, ভ্যাকসিন করোনা আক্রান্তদের গুরুতর রোগ ও মৃত্যু থেকে সুরক্ষা দেয়। এর আগে টেক্সাসে একটি গবেষণায় দেখা গিয়েছিল, দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের মৃত্যুঝুঁকি ২০ গুণ কম।
নিউ সাউথ ওয়েলস রাজ্যে স্বাস্থ্য কর্মকর্তা কেরি চান্ট বলেন, দুই ডোজ ভ্যাকসিন তরুণদের গুরুতর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। যদিও এই বয়সের মধ্যে যাঁদের টিকা দেওয়া হয়নি, তাঁদের করোনায় ঝুঁকি বেশি ছিল এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন ছিল।
করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের মৃত্যুঝুঁকি ১৬ গুণ কম। অস্ট্রেলিয়া সরকারের একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।
গবেষণাটি করেছে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার। গত সোমবার প্রকাশিত গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শুরুতে করোনায় মারা যাওয়া ৪১২ জনের মধ্যে ১১ শতাংশ মানুষ ছিলেন, যাঁরা টিকার পূর্ণ ডোজ পেয়েছিলেন। আর তাঁদের বয়স ছিল গড়ে ৮২ বছর। এ ছাড়া ১৬ থেকে ৭ অক্টোবর পর্যন্ত শনাক্ত হওয়া ৬১ হাজার ৮০০ জন করোনা রোগীর মধ্যে ৬৩ শতাংশই করোনার টিকা নেননি। আর পূর্ণ ডোজ টিকা নেওয়াদের মধ্যে ৩ শতাংশকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করতে হয়েছে।
অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজার, মডার্না এবং অক্সফোর্ডের তৈরি টিকা প্রয়োগ করা হচ্ছে।
এই গবেষণা থেকে বোঝা যায়, ভ্যাকসিন করোনা আক্রান্তদের গুরুতর রোগ ও মৃত্যু থেকে সুরক্ষা দেয়। এর আগে টেক্সাসে একটি গবেষণায় দেখা গিয়েছিল, দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের মৃত্যুঝুঁকি ২০ গুণ কম।
নিউ সাউথ ওয়েলস রাজ্যে স্বাস্থ্য কর্মকর্তা কেরি চান্ট বলেন, দুই ডোজ ভ্যাকসিন তরুণদের গুরুতর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। যদিও এই বয়সের মধ্যে যাঁদের টিকা দেওয়া হয়নি, তাঁদের করোনায় ঝুঁকি বেশি ছিল এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন ছিল।
দেশে মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ ডিমেনশিয়ায় আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশ নারী। এই রোগটি ধারাবাহিকভাবে বেড়েই চলছে। অথচ তা নিয়ে তেমন উদ্যোগ চোখে পড়ছে না। সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে না পারলে রোগটির বিস্তার আরও ভয়াবহ হতে পারে।
১৫ ঘণ্টা আগেরোগে-শোকে মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু ওষুধ খেতে হয়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যেখানে সাধারণ মানুষের তিনবেলা আহারের জোগান দেওয়াই কষ্টকর, সেখানে জীবন রক্ষার জন্য দ্বিগুণ-তিনগুণ দামে ওধুষ কিনতে গিয়ে জীবন আরও ওষ্ঠাগত। দেশে এখন নিম্নআয়ের ৪০ শতাংশ মানুষের মোট আয়ের ২০ শতাংশ খরচ হচ্ছে ওষুধ কিনতেই।
২ দিন আগেদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা না থাকায় ও ডাক্তারের ওপর আস্থা না থাকায় বিদেশে চিকিৎসা নিতে প্রতিবছর দেশের মানুষ ৪ বিলিয়ন ডলার খরচ করছে। স্বাস্থ্যেসেবার উন্নয়ন না হলে এর পরিমাণ দিন দিন আরও বাড়বে।
২ দিন আগেআমাদের দেশে শীত উপভোগ্য মৌসুম। কিন্তু অনেকের ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা, অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আবার শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে, তাদের এই মৌসুমে কষ্ট বেড়ে যায়।
৩ দিন আগে