Ajker Patrika

পূর্ণ ডোজ টিকা নেওয়াদের মৃত্যুঝুঁকি ১৬ গুণ কম: গবেষণা 

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৬: ৫০
পূর্ণ ডোজ টিকা নেওয়াদের মৃত্যুঝুঁকি ১৬ গুণ কম: গবেষণা 

করোনার পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের মৃত্যুঝুঁকি ১৬ গুণ কম। অস্ট্রেলিয়া সরকারের একটি গবেষণায় এমনটি বলা হয়েছে। 

গবেষণাটি করেছে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার। গত সোমবার প্রকাশিত গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের শুরুতে করোনায় মারা যাওয়া ৪১২ জনের মধ্যে ১১ শতাংশ মানুষ ছিলেন, যাঁরা টিকার পূর্ণ ডোজ পেয়েছিলেন। আর তাঁদের বয়স ছিল গড়ে ৮২ বছর। এ ছাড়া ১৬ থেকে ৭ অক্টোবর পর্যন্ত শনাক্ত হওয়া ৬১ হাজার ৮০০ জন করোনা রোগীর মধ্যে ৬৩ শতাংশই করোনার টিকা নেননি। আর পূর্ণ ডোজ টিকা নেওয়াদের মধ্যে ৩ শতাংশকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করতে হয়েছে।

অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজার, মডার্না এবং অক্সফোর্ডের তৈরি টিকা প্রয়োগ করা হচ্ছে।

এই গবেষণা থেকে বোঝা যায়, ভ্যাকসিন করোনা আক্রান্তদের গুরুতর রোগ ও মৃত্যু থেকে সুরক্ষা দেয়। এর আগে টেক্সাসে একটি গবেষণায় দেখা গিয়েছিল, দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের মৃত্যুঝুঁকি ২০ গুণ কম।

নিউ সাউথ ওয়েলস রাজ্যে স্বাস্থ্য কর্মকর্তা কেরি চান্ট বলেন, দুই ডোজ ভ্যাকসিন তরুণদের গুরুতর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। যদিও এই বয়সের মধ্যে যাঁদের টিকা দেওয়া হয়নি, তাঁদের করোনায় ঝুঁকি বেশি ছিল এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন ছিল।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আশুলিয়ায় টেনেহিঁচড়ে সাব-রেজিস্ট্রারকে অফিস থেকে বের করে দিল ‘ছাত্র-জনতা’

টিকিটের কালোবাজারি ঠেকাতে না পারলে চুক্তি বাতিল, সহজ ডটকমকে রেল উপদেষ্টার হুঁশিয়ারি

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লালমনিরহাটে জেলা বিএনপির নেতা আটক

বাংলাদেশসহ ১৪ দেশের ভিসা স্থগিত করল সৌদি আরব

ট্রাম্পের শুল্কে বাংলাদেশের সর্বনাশ, ভারতসহ যাদের পৌষ মাস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত