প্রফেসর ডা. এ কে এম মূসা
সময়মতো উচ্চ রক্তচাপ নির্ণয় এবং চিকিৎসা না হলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। অনেক প্রাপ্তবয়স্ক মানুষ এ রোগে ভুগলেও তাঁরা তা বুঝতে পারেন না। বিশ্বব্যাপী প্রতি তিনজনে একজন উচ্চ রক্তচাপে ভোগেন। কিন্তু কোনো লক্ষণ থাকে না এ রোগের।
ধারাবাহিকভাবে রক্তচাপ যদি ১৪০ ও ৯০ মিলিমিটার পারদের বেশি থাকে, তখন তাকে হাই ব্লাডপ্রেশার বলে ধরে নেওয়া হয়।
কেন হয় উচ্চ রক্তচাপ
হৃৎপিণ্ডের সমস্যা
রক্তচাপের বিপরীতে হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে থাকলে তার দেয়ালগুলো অস্বাভাবিকভাবে পুরু হয়ে নিজস্ব রক্ত চলাচল বাধাগ্রস্ত করে। করোনারি রক্তনালিতে ব্লক দেখা দেয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমে হার্ট ফেইলিউর হয়। শরীর ফুলে যায়, বুকে পানি জমে, চলাফেরার সময় শ্বাসকষ্ট হয় এবং ঘুমানোর সময় কাশি ও শ্বাসকষ্ট হয়।
কিডনির সমস্যা
অনিয়ন্ত্রিত রক্তচাপে ধীরে ধীরে কিডনির কার্যকারিতা কমে যাবে। কিডনি ফেইলিউর হলে ডায়ালাইসিস করতে হবে। ব্যয়বহুল চিকিৎসার মাধ্যমে কিডনি বদল করতে হবে এবং স্বাভাবিক জীবন যাপন বাধাগ্রস্ত হবে।
সাধারণত ১৩০/৮০ আদর্শ রক্তচাপ। কিডনি বা হার্টের রোগের ক্ষেত্রে ১২০/৭৫ আদর্শ রক্তচাপ। প্রেশার চেক করুন ও প্রয়োজনীয় পরামর্শ নিন। জীবনযাপনে পরিবর্তন, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসক নির্ধারিত ওষুধ সেবন করলে ভালো থাকবেন।
মস্তিষ্কে সমস্যা
অতিরিক্ত রক্তচাপ পক্ষাঘাতগ্রস্ত বা স্ট্রোকে ঝুঁকি বাড়ায়। মস্তিষ্কের রক্তনালি ব্লক কিংবা রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হলে মৃত্যু অথবা চিরস্থায়ী পঙ্গুত্ব বরণ করতে হবে।
চোখের সমস্যা
রেটিনায় রক্তনালি পরিবর্তিত হয়ে রেটিনোপ্যাথি হলে দৃষ্টিশক্তি কমে যাবে কিংবা অন্ধ হওয়ার ঝুঁকি বাড়বে।
প্রান্তিক রক্তনালিতে সমস্যা
প্রান্তিক রক্তনালি চিকন হওয়ার কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়ে পায়ে গ্যাংগ্রিন তৈরি হতে পারে।
মহাধমনিতে সমস্যা
বুক ও পেটের মহাধমনি অত্যধিক প্রসারিত হয়ে এনিউরিজম হতে পারে। এ কারণে মহাধমনি ফেটে গিয়ে মুহূর্তের মধ্যে মৃত্যু হতে পারে।
করণীয়
চিকিৎসকের চেম্বার এবং বাসায় পরপর কয়েক দিন রক্তচাপ মেপে যদি ১৪০/৯০-এর বেশি পাওয়া যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। ইউরিন আর/ই, সেরাম ইউরিয়া, ক্রিয়েটিনিন, সুগার প্রোফাইল টেস্ট করতে হবে।
ফলোআপ
বয়স ৩৫ থেকে ৪০ হলে ৩ থেকে ৬ মাস পরপর ব্লাড সুগার, সেরাম ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল টেস্ট করুন এবং প্রয়োজনে ইসিজি পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিন ।
উচ্চ রক্তচাপে যা করতে হবে
পরামর্শ দিয়েছেন: অধ্যাপক, মেডিসিন বিভাগ, ইব্রাহিম মেডিকেল কলেজ, শাহবাগ, চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা
হটলাইন: ১০৬৭২
সময়মতো উচ্চ রক্তচাপ নির্ণয় এবং চিকিৎসা না হলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। অনেক প্রাপ্তবয়স্ক মানুষ এ রোগে ভুগলেও তাঁরা তা বুঝতে পারেন না। বিশ্বব্যাপী প্রতি তিনজনে একজন উচ্চ রক্তচাপে ভোগেন। কিন্তু কোনো লক্ষণ থাকে না এ রোগের।
ধারাবাহিকভাবে রক্তচাপ যদি ১৪০ ও ৯০ মিলিমিটার পারদের বেশি থাকে, তখন তাকে হাই ব্লাডপ্রেশার বলে ধরে নেওয়া হয়।
কেন হয় উচ্চ রক্তচাপ
হৃৎপিণ্ডের সমস্যা
রক্তচাপের বিপরীতে হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে থাকলে তার দেয়ালগুলো অস্বাভাবিকভাবে পুরু হয়ে নিজস্ব রক্ত চলাচল বাধাগ্রস্ত করে। করোনারি রক্তনালিতে ব্লক দেখা দেয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা কমে হার্ট ফেইলিউর হয়। শরীর ফুলে যায়, বুকে পানি জমে, চলাফেরার সময় শ্বাসকষ্ট হয় এবং ঘুমানোর সময় কাশি ও শ্বাসকষ্ট হয়।
কিডনির সমস্যা
অনিয়ন্ত্রিত রক্তচাপে ধীরে ধীরে কিডনির কার্যকারিতা কমে যাবে। কিডনি ফেইলিউর হলে ডায়ালাইসিস করতে হবে। ব্যয়বহুল চিকিৎসার মাধ্যমে কিডনি বদল করতে হবে এবং স্বাভাবিক জীবন যাপন বাধাগ্রস্ত হবে।
সাধারণত ১৩০/৮০ আদর্শ রক্তচাপ। কিডনি বা হার্টের রোগের ক্ষেত্রে ১২০/৭৫ আদর্শ রক্তচাপ। প্রেশার চেক করুন ও প্রয়োজনীয় পরামর্শ নিন। জীবনযাপনে পরিবর্তন, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসক নির্ধারিত ওষুধ সেবন করলে ভালো থাকবেন।
মস্তিষ্কে সমস্যা
অতিরিক্ত রক্তচাপ পক্ষাঘাতগ্রস্ত বা স্ট্রোকে ঝুঁকি বাড়ায়। মস্তিষ্কের রক্তনালি ব্লক কিংবা রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হলে মৃত্যু অথবা চিরস্থায়ী পঙ্গুত্ব বরণ করতে হবে।
চোখের সমস্যা
রেটিনায় রক্তনালি পরিবর্তিত হয়ে রেটিনোপ্যাথি হলে দৃষ্টিশক্তি কমে যাবে কিংবা অন্ধ হওয়ার ঝুঁকি বাড়বে।
প্রান্তিক রক্তনালিতে সমস্যা
প্রান্তিক রক্তনালি চিকন হওয়ার কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়ে পায়ে গ্যাংগ্রিন তৈরি হতে পারে।
মহাধমনিতে সমস্যা
বুক ও পেটের মহাধমনি অত্যধিক প্রসারিত হয়ে এনিউরিজম হতে পারে। এ কারণে মহাধমনি ফেটে গিয়ে মুহূর্তের মধ্যে মৃত্যু হতে পারে।
করণীয়
চিকিৎসকের চেম্বার এবং বাসায় পরপর কয়েক দিন রক্তচাপ মেপে যদি ১৪০/৯০-এর বেশি পাওয়া যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। ইউরিন আর/ই, সেরাম ইউরিয়া, ক্রিয়েটিনিন, সুগার প্রোফাইল টেস্ট করতে হবে।
ফলোআপ
বয়স ৩৫ থেকে ৪০ হলে ৩ থেকে ৬ মাস পরপর ব্লাড সুগার, সেরাম ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল টেস্ট করুন এবং প্রয়োজনে ইসিজি পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিন ।
উচ্চ রক্তচাপে যা করতে হবে
পরামর্শ দিয়েছেন: অধ্যাপক, মেডিসিন বিভাগ, ইব্রাহিম মেডিকেল কলেজ, শাহবাগ, চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা
হটলাইন: ১০৬৭২
ব্যথা উপশম এবং প্রদাহ কমানোর জন্য প্রাকৃতিক প্রতিকারের কথা বলতে গেলে অ্যাসপিরিনের মতো ওভার-দ্য-কাউন্টার ওষুধের তুলনায় লবঙ্গ কম নয়। এটি কার্যকর বিকল্প হতে পারে বলে অনেকে মত দিচ্ছেন এখন। লবঙ্গ একটি ছোট্ট, কিন্তু শক্তিশালী মসলা। এটি শত শত বছর ধরে বিশ্বব্যাপী রান্নার কাজে...
১ দিন আগে৩-৪ মাস আগে থেকে আমার মাসিক চলাকালীন স্তনের পাশে প্রচণ্ড ব্যথা হয়। আমার বয়স ৩৩ বছর। এর আগে কখনো এমন সমস্যা হয়নি। আমার একটি সন্তান আছে। তার বয়স ৭ বছর। অর্থাৎ আমার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের বিষয় নেই এখন। হঠাৎ করে ব্যথা হওয়ায় কী করব বুঝতে পারছি না...
১ দিন আগেকাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার...
১ দিন আগেঅনেকের ধারণা, শুধু গরমকালে পানিশূন্যতা হয়। কিন্তু বাস্তবতা হলো, শীতকালেও ডিহাইড্রেশন বা শরীরে পানির অভাব হতে পারে। শীতের শুরুতে আমরা নানা শারীরিক সমস্যার মুখোমুখি হই, যেমন ত্বক বা চুলের সমস্যা এবং বিভিন্ন স্বাস্থ্যজনিত জটিলতা। এর মধ্যে অন্যতম পানিশূন্যতা, যা শীতকালে কম গুরুত্ব দেওয়া হয়।
১ দিন আগে