আজকের পত্রিকা ডেস্ক
আমার আম্মার বয়স ৫৫ বছর, গৃহিণী। তিনি মাঝে মাঝে কানে ভোঁ ভোঁ, শোঁ শোঁ প্রভৃতি শব্দ অনুভব করেন। এ অবস্থায় কী করা উচিত, জানালে উপকৃত হব।
মো. মাহমুদ মোস্তফা
ধামইরহাট, নওগাঁ
যে লক্ষণের কথা বলছেন তার নাম টিনিটাস। এ বয়সে বিভিন্ন কারণে টিনিটাস হতে পারে। কানে ময়লা জমে থাকা, মেনিয়ার্স ডিজিজ, উচ্চ রক্তচাপসহ আরও অনেক কারণ থাকতে পারে এর পেছনে। তাই চিকিৎসককে সরাসরি দেখিয়ে চিকিৎসা নেওয়াটাই নিরাপদ।
মুকিত ওসমান
আইএমও
নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আমার বয়স ৩০ বছর। গৃহিণী। আমার ওপরের মাড়ির একটি দাঁতের ওপর আরেকটি দাঁত গজিয়েছে। মাঝে মাঝে এই দাঁতে একটানা অনেক দিন ব্যথা হয়। প্রথম প্রথম ব্যথা হলে গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করার চেষ্টা করেছি। কিন্তু এতে ব্যথা আরও বেড়ে যায় এবং আশপাশের দাঁতে ছড়িয়ে পড়ে। কিন্তু ঠান্ডা পানিতে কোনো সমস্যা নেই দাঁতে। কী করতে পারি?
সুমাইয়া হক
পার্বতীপুর, দিনাজপুর
আপনার ওই দুটি দাঁতের মাঝে পকেট তৈরি হয়েছে, যাকে পেরিওডন্টাল পকেট বলে। এখানে খাবার জমে জমে ইনফেকশন হয়। আপনি একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এক্স-রে করিয়ে নিলে বোঝা যাবে পকেটের এক্সটেনশন কতখানি। ডেন্টাল সার্জন সেভাবে পরবর্তী চিকিৎসা দেবেন।
ডা. রাহুল মিত্র, চিফ কনসালট্যান্ট
ডা. রাহুল’স ডেন্টাল সলিউশন, মিরপুর-১০, ঢাকা
আমার বয়স ৩০। হাতের আঙুলে গুঁড়ি গুঁড়ি ওঠে। ভেতরে পানি থাকে এবং চুলকায়। ফেটে গিয়ে শুকিয়ে চামড়া শক্ত হয়ে যায়। গরুর মাংস খেলে বা বেশি পরিমাণে সাবান-পানি নাড়লেও হয়। এটা কি অ্যালার্জি থেকে হচ্ছে? নাকি হাতের চামড়া নরম দেখে হচ্ছে? সমাধান কী?
নাম প্রকাশে অনিচ্ছুক
বরগুনা
আপনার যে সমস্যা দেখা যাচ্ছে, তা হলো হাতের একজিমা। যাকে বলা হয় পমফোলিক্স। এটি মাঝে মাঝে হয়। বছরে কয়েকবার হয়ে থাকে। সাধারণত এটি এমনি এমনি ভালো হয়ে যায়। অতিরিক্ত সাবান-পানি, স্ট্রেস, ঘামে পমফোলিক্স হতে পারে। যদি খুব বেশি চুলকায়, তাহলে অ্যান্টি-হিস্টামিন খাওয়া যেতে পারে। এ ছাড়া হাত ময়েশ্চারাইজ রাখতে হবে। ইমোলিয়েন্ট ব্যবহার করতে পারেন। ডিটারজেন্ট বা ক্ষারযুক্ত সাবান-পানি দিয়ে হাত ধোয়া থেকে বিরত থাকুন। ময়েশ্চারযুক্ত মাইল্ড ক্লিনজার বা হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে। আর এটি যদি আপনাকে বেশি ভোগায়, তাহলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে হবে।
পমফোলিক্স ছোঁয়াচে নয়। তবে কখনো ভুল করে এগুলো খুঁচিয়ে গলানোর চেষ্টা করবেন না।
ডা. তাওহীদা রহমান ইরিন
চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল বাংলাদেশ
আমার আম্মার বয়স ৫৫ বছর, গৃহিণী। তিনি মাঝে মাঝে কানে ভোঁ ভোঁ, শোঁ শোঁ প্রভৃতি শব্দ অনুভব করেন। এ অবস্থায় কী করা উচিত, জানালে উপকৃত হব।
মো. মাহমুদ মোস্তফা
ধামইরহাট, নওগাঁ
যে লক্ষণের কথা বলছেন তার নাম টিনিটাস। এ বয়সে বিভিন্ন কারণে টিনিটাস হতে পারে। কানে ময়লা জমে থাকা, মেনিয়ার্স ডিজিজ, উচ্চ রক্তচাপসহ আরও অনেক কারণ থাকতে পারে এর পেছনে। তাই চিকিৎসককে সরাসরি দেখিয়ে চিকিৎসা নেওয়াটাই নিরাপদ।
মুকিত ওসমান
আইএমও
নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আমার বয়স ৩০ বছর। গৃহিণী। আমার ওপরের মাড়ির একটি দাঁতের ওপর আরেকটি দাঁত গজিয়েছে। মাঝে মাঝে এই দাঁতে একটানা অনেক দিন ব্যথা হয়। প্রথম প্রথম ব্যথা হলে গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করার চেষ্টা করেছি। কিন্তু এতে ব্যথা আরও বেড়ে যায় এবং আশপাশের দাঁতে ছড়িয়ে পড়ে। কিন্তু ঠান্ডা পানিতে কোনো সমস্যা নেই দাঁতে। কী করতে পারি?
সুমাইয়া হক
পার্বতীপুর, দিনাজপুর
আপনার ওই দুটি দাঁতের মাঝে পকেট তৈরি হয়েছে, যাকে পেরিওডন্টাল পকেট বলে। এখানে খাবার জমে জমে ইনফেকশন হয়। আপনি একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এক্স-রে করিয়ে নিলে বোঝা যাবে পকেটের এক্সটেনশন কতখানি। ডেন্টাল সার্জন সেভাবে পরবর্তী চিকিৎসা দেবেন।
ডা. রাহুল মিত্র, চিফ কনসালট্যান্ট
ডা. রাহুল’স ডেন্টাল সলিউশন, মিরপুর-১০, ঢাকা
আমার বয়স ৩০। হাতের আঙুলে গুঁড়ি গুঁড়ি ওঠে। ভেতরে পানি থাকে এবং চুলকায়। ফেটে গিয়ে শুকিয়ে চামড়া শক্ত হয়ে যায়। গরুর মাংস খেলে বা বেশি পরিমাণে সাবান-পানি নাড়লেও হয়। এটা কি অ্যালার্জি থেকে হচ্ছে? নাকি হাতের চামড়া নরম দেখে হচ্ছে? সমাধান কী?
নাম প্রকাশে অনিচ্ছুক
বরগুনা
আপনার যে সমস্যা দেখা যাচ্ছে, তা হলো হাতের একজিমা। যাকে বলা হয় পমফোলিক্স। এটি মাঝে মাঝে হয়। বছরে কয়েকবার হয়ে থাকে। সাধারণত এটি এমনি এমনি ভালো হয়ে যায়। অতিরিক্ত সাবান-পানি, স্ট্রেস, ঘামে পমফোলিক্স হতে পারে। যদি খুব বেশি চুলকায়, তাহলে অ্যান্টি-হিস্টামিন খাওয়া যেতে পারে। এ ছাড়া হাত ময়েশ্চারাইজ রাখতে হবে। ইমোলিয়েন্ট ব্যবহার করতে পারেন। ডিটারজেন্ট বা ক্ষারযুক্ত সাবান-পানি দিয়ে হাত ধোয়া থেকে বিরত থাকুন। ময়েশ্চারযুক্ত মাইল্ড ক্লিনজার বা হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে। আর এটি যদি আপনাকে বেশি ভোগায়, তাহলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে হবে।
পমফোলিক্স ছোঁয়াচে নয়। তবে কখনো ভুল করে এগুলো খুঁচিয়ে গলানোর চেষ্টা করবেন না।
ডা. তাওহীদা রহমান ইরিন
চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল বাংলাদেশ
রোগে-শোকে মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু ওষুধ খেতে হয়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যেখানে সাধারণ মানুষের তিনবেলা আহারের জোগান দেওয়াই কষ্টকর, সেখানে জীবন রক্ষার জন্য দ্বিগুণ-তিনগুণ দামে ওধুষ কিনতে গিয়ে জীবন আরও ওষ্ঠাগত। দেশে এখন নিম্নআয়ের ৪০ শতাংশ মানুষের মোট আয়ের ২০ শতাংশ খরচ হচ্ছে ওষুধ কিনতেই।
১৬ ঘণ্টা আগেদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা না থাকায় ও ডাক্তারের ওপর আস্থা না থাকায় বিদেশে চিকিৎসা নিতে প্রতিবছর দেশের মানুষ ৪ বিলিয়ন ডলার খরচ করছে। স্বাস্থ্যেসেবার উন্নয়ন না হলে এর পরিমাণ দিন দিন আরও বাড়বে।
১৭ ঘণ্টা আগেআমাদের দেশে শীত উপভোগ্য মৌসুম। কিন্তু অনেকের ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা, অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আবার শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে, তাদের এই মৌসুমে কষ্ট বেড়ে যায়।
১ দিন আগেত্বক অভ্যন্তরীণ অঙ্গের সংক্রমণ এবং যেকোনো ক্ষতি থেকে সুরক্ষা দেয়। তাই এর যত্নে বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। শীতকালে ত্বক শুষ্ক ও টানটান হলে দুশ্চিন্তা করবেন না। চুলকানি হলেও চিন্তার কোনো কারণ নেই। শীতের শুষ্ক আবহাওয়া ত্বকের প্রতিরক্ষামূলক তেল কমিয়ে দেয়।
১ দিন আগে