বিশেষ প্রতিনিধি, ঢাকা
রোগীদের ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, এই কার্যক্রম শুরু হওয়ায় সেবা পেতে সকালে এসে রোগীদের লাইনে দাঁড়াতে হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (বিএসএমএমইউ ডট ইডিইউ ডট বিডি) গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসকের পরামর্শ পাবেন। একযোগে ৪৩টি বিভাগে এই সেবা চালু হয়েছে। আপাতত প্রতিদিন ১ হাজার ৬৫০ রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে।
অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়গুলো হলো—সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট; সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ২৯ মিনিট; সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ২৯ মিনিট এবং বেলা ১২টা ৩০ মিনিট থেকে ১টা ২৯ মিনিট।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় দৈনিক রোগী বেড়েছে ১ হাজারের বেশি। মেট্রোরেল চালু আরও দুই হাজার রোগী বাড়বে। যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, রোগীদের চাপ ততই বাড়বে। এ জন্য আমাদের দক্ষ ও প্রচুর জনবল দরকার।’
উপাচার্য এ সময় জানান, দেশে প্রথমবারের মতো এক কিশোরের শরীরে তার মায়ের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিট। এতে নেতৃত্ব দিয়েছেন ইউরোলজি বিভাগের অধ্যাপক রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। কিডনি দাতা মায়ের বয়স ৪৫ বছর এবং সন্তানের বয়স ১৭ বছর। বর্তমানে দু’জনেই সুস্থ আছেন।
একই দিনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য রাজধানীর পরিবাগে শেখ জামাল ইন্টারন্যাশনাল ডক্টরস হলের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
রোগীদের ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, এই কার্যক্রম শুরু হওয়ায় সেবা পেতে সকালে এসে রোগীদের লাইনে দাঁড়াতে হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (বিএসএমএমইউ ডট ইডিইউ ডট বিডি) গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসকের পরামর্শ পাবেন। একযোগে ৪৩টি বিভাগে এই সেবা চালু হয়েছে। আপাতত প্রতিদিন ১ হাজার ৬৫০ রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে।
অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়গুলো হলো—সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট; সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ২৯ মিনিট; সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ২৯ মিনিট এবং বেলা ১২টা ৩০ মিনিট থেকে ১টা ২৯ মিনিট।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় দৈনিক রোগী বেড়েছে ১ হাজারের বেশি। মেট্রোরেল চালু আরও দুই হাজার রোগী বাড়বে। যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, রোগীদের চাপ ততই বাড়বে। এ জন্য আমাদের দক্ষ ও প্রচুর জনবল দরকার।’
উপাচার্য এ সময় জানান, দেশে প্রথমবারের মতো এক কিশোরের শরীরে তার মায়ের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিট। এতে নেতৃত্ব দিয়েছেন ইউরোলজি বিভাগের অধ্যাপক রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। কিডনি দাতা মায়ের বয়স ৪৫ বছর এবং সন্তানের বয়স ১৭ বছর। বর্তমানে দু’জনেই সুস্থ আছেন।
একই দিনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য রাজধানীর পরিবাগে শেখ জামাল ইন্টারন্যাশনাল ডক্টরস হলের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং করার এই অভ্যাসটিকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’। এটি দিয়ে মূলত মানুষের নেতিবাচক খবর খোঁজা এবং পড়ে দেখার একটি প্রবণতাকে বোঝানো হয়। ফলে ডুমস্ক্রলিং মানুষের মন খারাপের কারণ হতে পারে। কিন্তু ঠিক কীভাবে এটি মানুষের মন খারাপের কারণ হয়, সেই বিষয়টি উদ্ঘাটন করেছেন বিজ
৮ ঘণ্টা আগেসুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
৪ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৫ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৫ দিন আগে