ডা. মেহ্রান হোসেন
‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’ নামে একধরনের অ্যালার্জি আছে। এর কারণে বৃষ্টির পানি হাতে-পায়ে লাগলে লাল দানা উঠে চুলকানি শুরু হয়। অনেকক্ষণ চুলকানোর পর ঠিক হয়। গোসল করলে, কাপড় বা থালা-বাটি ধুলেও চুলকানি শুরু হয়। মোটকথা, গায়ে পানি পড়লেই চুলকানি হবে। এ ধরনের চুলকানির সঙ্গে পানির তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। লাল দানাগুলোর আকার হতে পারে ১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত। শরীরের ওপরের অংশে এগুলো বেশি পরিমাণে ওঠে। বিশেষ করে গলায়, ঘাড়ে ও হাতে। এ সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা নেহাত কম নয়।
এ ধরনের রোগীরা গোসলের আগে অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ খেতে পারেন। আর হঠাৎ বৃষ্টিতে ভিজলে বাসায় ফিরে অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। শরীরে দানা উঠলে মমেটাসন, হাইড্রোকর্টিসন ক্রিমও ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো মুখে লাগানো যাবে না।
পানির সংস্পর্শে এলে ত্বকে একধরনের প্রতিক্রিয়া থেকে অ্যালার্জি হতে পারে। পারিবারিক ইতিহাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রোগটি ছোঁয়াচেও নয়। যাঁদের ত্বক বেশি সংবেদনশীল, তাঁরাই এতে আক্রান্ত হন।
এখনো ‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’র স্থায়ী চিকিৎসা পদ্ধতি বের হয়নি। উপশমের জন্যই চিকিৎসা দেওয়া হয়। পানি এড়িয়ে চলা ছাড়া এর প্রতিরোধ সম্ভব নয়।
পানির সংস্পর্শ এড়াতে যা করতে পারেন
অনেক সময় শীতকালে পানির তাপমাত্রা কম হলেও হাতে লাল লাল দানা ওঠে। সকালে ও রাতে পানি ধরলেই চুলকানি শুরু হয়। এর সঙ্গে ‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’র সম্পর্ক নেই। এটা একধরনের ঠান্ডাজনিত অ্যালার্জি। এর কোনো স্থায়ী সমাধান নেই। পুরুষের তুলনায় নারীদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। এটা যেকোনো বয়সের মানুষের হতে পারে। তবে বয়সের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যায়। এ ধরনের অ্যালার্জিতে যতটা সম্ভব শরীর গরম রাখার চেষ্টা করতে হবে।
লেখক: চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ইউএস-বাংলা মেডিকেল কলেজ
‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’ নামে একধরনের অ্যালার্জি আছে। এর কারণে বৃষ্টির পানি হাতে-পায়ে লাগলে লাল দানা উঠে চুলকানি শুরু হয়। অনেকক্ষণ চুলকানোর পর ঠিক হয়। গোসল করলে, কাপড় বা থালা-বাটি ধুলেও চুলকানি শুরু হয়। মোটকথা, গায়ে পানি পড়লেই চুলকানি হবে। এ ধরনের চুলকানির সঙ্গে পানির তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। লাল দানাগুলোর আকার হতে পারে ১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত। শরীরের ওপরের অংশে এগুলো বেশি পরিমাণে ওঠে। বিশেষ করে গলায়, ঘাড়ে ও হাতে। এ সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা নেহাত কম নয়।
এ ধরনের রোগীরা গোসলের আগে অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ খেতে পারেন। আর হঠাৎ বৃষ্টিতে ভিজলে বাসায় ফিরে অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। শরীরে দানা উঠলে মমেটাসন, হাইড্রোকর্টিসন ক্রিমও ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো মুখে লাগানো যাবে না।
পানির সংস্পর্শে এলে ত্বকে একধরনের প্রতিক্রিয়া থেকে অ্যালার্জি হতে পারে। পারিবারিক ইতিহাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রোগটি ছোঁয়াচেও নয়। যাঁদের ত্বক বেশি সংবেদনশীল, তাঁরাই এতে আক্রান্ত হন।
এখনো ‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’র স্থায়ী চিকিৎসা পদ্ধতি বের হয়নি। উপশমের জন্যই চিকিৎসা দেওয়া হয়। পানি এড়িয়ে চলা ছাড়া এর প্রতিরোধ সম্ভব নয়।
পানির সংস্পর্শ এড়াতে যা করতে পারেন
অনেক সময় শীতকালে পানির তাপমাত্রা কম হলেও হাতে লাল লাল দানা ওঠে। সকালে ও রাতে পানি ধরলেই চুলকানি শুরু হয়। এর সঙ্গে ‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’র সম্পর্ক নেই। এটা একধরনের ঠান্ডাজনিত অ্যালার্জি। এর কোনো স্থায়ী সমাধান নেই। পুরুষের তুলনায় নারীদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। এটা যেকোনো বয়সের মানুষের হতে পারে। তবে বয়সের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যায়। এ ধরনের অ্যালার্জিতে যতটা সম্ভব শরীর গরম রাখার চেষ্টা করতে হবে।
লেখক: চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ইউএস-বাংলা মেডিকেল কলেজ
ব্যথা উপশম এবং প্রদাহ কমানোর জন্য প্রাকৃতিক প্রতিকারের কথা বলতে গেলে অ্যাসপিরিনের মতো ওভার-দ্য-কাউন্টার ওষুধের তুলনায় লবঙ্গ কম নয়। এটি কার্যকর বিকল্প হতে পারে বলে অনেকে মত দিচ্ছেন এখন। লবঙ্গ একটি ছোট্ট, কিন্তু শক্তিশালী মসলা। এটি শত শত বছর ধরে বিশ্বব্যাপী রান্নার কাজে...
১৭ ঘণ্টা আগে৩-৪ মাস আগে থেকে আমার মাসিক চলাকালীন স্তনের পাশে প্রচণ্ড ব্যথা হয়। আমার বয়স ৩৩ বছর। এর আগে কখনো এমন সমস্যা হয়নি। আমার একটি সন্তান আছে। তার বয়স ৭ বছর। অর্থাৎ আমার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের বিষয় নেই এখন। হঠাৎ করে ব্যথা হওয়ায় কী করব বুঝতে পারছি না...
১৭ ঘণ্টা আগেকাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার...
১৭ ঘণ্টা আগেঅনেকের ধারণা, শুধু গরমকালে পানিশূন্যতা হয়। কিন্তু বাস্তবতা হলো, শীতকালেও ডিহাইড্রেশন বা শরীরে পানির অভাব হতে পারে। শীতের শুরুতে আমরা নানা শারীরিক সমস্যার মুখোমুখি হই, যেমন ত্বক বা চুলের সমস্যা এবং বিভিন্ন স্বাস্থ্যজনিত জটিলতা। এর মধ্যে অন্যতম পানিশূন্যতা, যা শীতকালে কম গুরুত্ব দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে