ডা. মেহ্রান হোসেন
‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’ নামে একধরনের অ্যালার্জি আছে। এর কারণে বৃষ্টির পানি হাতে-পায়ে লাগলে লাল দানা উঠে চুলকানি শুরু হয়। অনেকক্ষণ চুলকানোর পর ঠিক হয়। গোসল করলে, কাপড় বা থালা-বাটি ধুলেও চুলকানি শুরু হয়। মোটকথা, গায়ে পানি পড়লেই চুলকানি হবে। এ ধরনের চুলকানির সঙ্গে পানির তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। লাল দানাগুলোর আকার হতে পারে ১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত। শরীরের ওপরের অংশে এগুলো বেশি পরিমাণে ওঠে। বিশেষ করে গলায়, ঘাড়ে ও হাতে। এ সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা নেহাত কম নয়।
এ ধরনের রোগীরা গোসলের আগে অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ খেতে পারেন। আর হঠাৎ বৃষ্টিতে ভিজলে বাসায় ফিরে অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। শরীরে দানা উঠলে মমেটাসন, হাইড্রোকর্টিসন ক্রিমও ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো মুখে লাগানো যাবে না।
পানির সংস্পর্শে এলে ত্বকে একধরনের প্রতিক্রিয়া থেকে অ্যালার্জি হতে পারে। পারিবারিক ইতিহাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রোগটি ছোঁয়াচেও নয়। যাঁদের ত্বক বেশি সংবেদনশীল, তাঁরাই এতে আক্রান্ত হন।
এখনো ‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’র স্থায়ী চিকিৎসা পদ্ধতি বের হয়নি। উপশমের জন্যই চিকিৎসা দেওয়া হয়। পানি এড়িয়ে চলা ছাড়া এর প্রতিরোধ সম্ভব নয়।
পানির সংস্পর্শ এড়াতে যা করতে পারেন
অনেক সময় শীতকালে পানির তাপমাত্রা কম হলেও হাতে লাল লাল দানা ওঠে। সকালে ও রাতে পানি ধরলেই চুলকানি শুরু হয়। এর সঙ্গে ‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’র সম্পর্ক নেই। এটা একধরনের ঠান্ডাজনিত অ্যালার্জি। এর কোনো স্থায়ী সমাধান নেই। পুরুষের তুলনায় নারীদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। এটা যেকোনো বয়সের মানুষের হতে পারে। তবে বয়সের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যায়। এ ধরনের অ্যালার্জিতে যতটা সম্ভব শরীর গরম রাখার চেষ্টা করতে হবে।
লেখক: চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ইউএস-বাংলা মেডিকেল কলেজ
‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’ নামে একধরনের অ্যালার্জি আছে। এর কারণে বৃষ্টির পানি হাতে-পায়ে লাগলে লাল দানা উঠে চুলকানি শুরু হয়। অনেকক্ষণ চুলকানোর পর ঠিক হয়। গোসল করলে, কাপড় বা থালা-বাটি ধুলেও চুলকানি শুরু হয়। মোটকথা, গায়ে পানি পড়লেই চুলকানি হবে। এ ধরনের চুলকানির সঙ্গে পানির তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। লাল দানাগুলোর আকার হতে পারে ১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত। শরীরের ওপরের অংশে এগুলো বেশি পরিমাণে ওঠে। বিশেষ করে গলায়, ঘাড়ে ও হাতে। এ সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা নেহাত কম নয়।
এ ধরনের রোগীরা গোসলের আগে অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ খেতে পারেন। আর হঠাৎ বৃষ্টিতে ভিজলে বাসায় ফিরে অ্যান্টিহিস্টামিনজাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। শরীরে দানা উঠলে মমেটাসন, হাইড্রোকর্টিসন ক্রিমও ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো মুখে লাগানো যাবে না।
পানির সংস্পর্শে এলে ত্বকে একধরনের প্রতিক্রিয়া থেকে অ্যালার্জি হতে পারে। পারিবারিক ইতিহাসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রোগটি ছোঁয়াচেও নয়। যাঁদের ত্বক বেশি সংবেদনশীল, তাঁরাই এতে আক্রান্ত হন।
এখনো ‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’র স্থায়ী চিকিৎসা পদ্ধতি বের হয়নি। উপশমের জন্যই চিকিৎসা দেওয়া হয়। পানি এড়িয়ে চলা ছাড়া এর প্রতিরোধ সম্ভব নয়।
পানির সংস্পর্শ এড়াতে যা করতে পারেন
অনেক সময় শীতকালে পানির তাপমাত্রা কম হলেও হাতে লাল লাল দানা ওঠে। সকালে ও রাতে পানি ধরলেই চুলকানি শুরু হয়। এর সঙ্গে ‘অ্যাকুয়াজেনিক আর্টিক্যারিয়া’র সম্পর্ক নেই। এটা একধরনের ঠান্ডাজনিত অ্যালার্জি। এর কোনো স্থায়ী সমাধান নেই। পুরুষের তুলনায় নারীদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। এটা যেকোনো বয়সের মানুষের হতে পারে। তবে বয়সের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যায়। এ ধরনের অ্যালার্জিতে যতটা সম্ভব শরীর গরম রাখার চেষ্টা করতে হবে।
লেখক: চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ইউএস-বাংলা মেডিকেল কলেজ
দেশে মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ ডিমেনশিয়ায় আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশ নারী। এই রোগটি ধারাবাহিকভাবে বেড়েই চলছে। অথচ তা নিয়ে তেমন উদ্যোগ চোখে পড়ছে না। সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে না পারলে রোগটির বিস্তার আরও ভয়াবহ হতে পারে।
২ ঘণ্টা আগেরোগে-শোকে মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু ওষুধ খেতে হয়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যেখানে সাধারণ মানুষের তিনবেলা আহারের জোগান দেওয়াই কষ্টকর, সেখানে জীবন রক্ষার জন্য দ্বিগুণ-তিনগুণ দামে ওধুষ কিনতে গিয়ে জীবন আরও ওষ্ঠাগত। দেশে এখন নিম্নআয়ের ৪০ শতাংশ মানুষের মোট আয়ের ২০ শতাংশ খরচ হচ্ছে ওষুধ কিনতেই।
২ দিন আগেদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা না থাকায় ও ডাক্তারের ওপর আস্থা না থাকায় বিদেশে চিকিৎসা নিতে প্রতিবছর দেশের মানুষ ৪ বিলিয়ন ডলার খরচ করছে। স্বাস্থ্যেসেবার উন্নয়ন না হলে এর পরিমাণ দিন দিন আরও বাড়বে।
২ দিন আগেআমাদের দেশে শীত উপভোগ্য মৌসুম। কিন্তু অনেকের ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা, অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আবার শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে, তাদের এই মৌসুমে কষ্ট বেড়ে যায়।
২ দিন আগে