বিশেষ প্রতিনিধি, ঢাকা
যুক্তরাষ্ট্রের তৈরি দুটি প্রতিষ্ঠানের তিন ধরনের হার্টের রিংয়ের (স্টেন্ট) দাম ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর মধ্যে দুটি রিংয়ের নতুন দাম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
আজ রোববার বিকেলে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান।
মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের অ্যাবোট ল্যাবরেটরিজ, বোস্টন সায়েন্টিফিক—এই দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৈঠকে হার্টের চিকিৎসায় ব্যবহৃত রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়। আলোচনার পর দুটি প্রতিষ্ঠান তাদের তিনটি রিংয়ের দাম কমানো ঘোষণা দেয়।’
মোহাম্মদ ইউসুফ আরও বলেন, ‘অ্যাবোট ল্যাবরেটরিজের তৈরি রিং জায়েন্স প্রাইমের ভিত্তিমূল্য ৫৬১ ডলার থেকে ৪২৫ ডলার হয়েছে, এক্সপেডিশনের বর্তমান ভিত্তিমূল্য ৮৩০ ডলার থেকে কমিয়ে ৬০০ ডলার হবে। বোস্টন সায়েন্টিফিকের প্রোমাস প্রাইমার নামে একটি রিংয়ের ভিত্তিমূল্য ৫৭০ ডলার থেকে কমে ৪৭০ ডলার হবে। তবে এক্সপেডিশনের দাম সেপ্টেম্বরেই কমবে না। প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে দাম কমিয়ে ৬০০ ডলারে নিয়ে আসবে।’
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘রিংয়ের দাম কমানোর জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে এর আগে কয়েক দফা বৈঠক হয়। সেই সময়ে তাঁদের রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া প্রতিষ্ঠানগুলো এসব রিং ভারতে আরও কম দামে সরবরাহ করার বিষয়টি নজরে আনলে তাঁরা জানান, ভারতে অনেক বড় বাজার, যেখানে খরচ কম। আমাদের এখানে বাজার ছোট বলে তাদের পরিচালনা ব্যয় বেশি হয়ে থাকে।’
যুক্তরাষ্ট্রের তৈরি দুটি প্রতিষ্ঠানের তিন ধরনের হার্টের রিংয়ের (স্টেন্ট) দাম ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর মধ্যে দুটি রিংয়ের নতুন দাম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
আজ রোববার বিকেলে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এ তথ্য জানান।
মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আজ ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের অ্যাবোট ল্যাবরেটরিজ, বোস্টন সায়েন্টিফিক—এই দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৈঠকে হার্টের চিকিৎসায় ব্যবহৃত রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়। আলোচনার পর দুটি প্রতিষ্ঠান তাদের তিনটি রিংয়ের দাম কমানো ঘোষণা দেয়।’
মোহাম্মদ ইউসুফ আরও বলেন, ‘অ্যাবোট ল্যাবরেটরিজের তৈরি রিং জায়েন্স প্রাইমের ভিত্তিমূল্য ৫৬১ ডলার থেকে ৪২৫ ডলার হয়েছে, এক্সপেডিশনের বর্তমান ভিত্তিমূল্য ৮৩০ ডলার থেকে কমিয়ে ৬০০ ডলার হবে। বোস্টন সায়েন্টিফিকের প্রোমাস প্রাইমার নামে একটি রিংয়ের ভিত্তিমূল্য ৫৭০ ডলার থেকে কমে ৪৭০ ডলার হবে। তবে এক্সপেডিশনের দাম সেপ্টেম্বরেই কমবে না। প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে দাম কমিয়ে ৬০০ ডলারে নিয়ে আসবে।’
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘রিংয়ের দাম কমানোর জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে এর আগে কয়েক দফা বৈঠক হয়। সেই সময়ে তাঁদের রিংয়ের দাম কমাতে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া প্রতিষ্ঠানগুলো এসব রিং ভারতে আরও কম দামে সরবরাহ করার বিষয়টি নজরে আনলে তাঁরা জানান, ভারতে অনেক বড় বাজার, যেখানে খরচ কম। আমাদের এখানে বাজার ছোট বলে তাদের পরিচালনা ব্যয় বেশি হয়ে থাকে।’
ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৪ ঘণ্টা আগেএমন সময়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো, যখন ইংল্যান্ডে একটি লক্ষ্যভিত্তিক ফুসফুস স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ সালের মার্চের মধ্যে সম্ভাব্য ৪০ শতাংশ ব্যক্তিকে স্ক্রিনিং করা এবং ২০৩০ সালের মধ্যে সবাইকে এর আওতায় আনা।
১ দিন আগেসারা বিশ্বে হাম ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত বছর বিশ্বে ১০ লাখের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে। এই সংখ্যাটি ২০২২ সালের চেয়ে ২০ শতাংশ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংখ্যা (ডব্লিউএইচও) এবং ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর যৌথ গবেষণায় এই তথ্য জানা গেছে। হামের টিকা প্রদা
২ দিন আগেশীত এসে গেছে। এ ঋতুতে আবহাওয়া দীর্ঘ সময়ের জন্য বদলে যায়। ফলে এর প্রভাব পড়ে শরীরের ওপর। শীতের নেতিবাচক প্রভাব কমাতে শক্তিশালী করে তুলতে হবে রোগ প্রতিরোধক্ষমতা।
২ দিন আগে