ডা. নূরজাহান বেগম
পুরো দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। প্রতিবছরের মতো এবারও শিশুদের আক্রান্তের হার এবং জটিলতা বেশি। জিনগত পরিবর্তনের ফলে এডিস মশা এখন রাতেও কামড়ায় এবং ময়লা পানিতে বংশবিস্তার করছে। ঢাকায় ডেঙ্গু রোগীদের রক্তে ভাইরাসটির নতুন নতুন সেরোটাইপ শনাক্ত হচ্ছে। এবার সেরোটাইপ ১-এর আধিক্য বেশি।
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও পরীক্ষা
ডেঙ্গু রোগীরা পর্যায়ক্রমে তিনটি অবস্থার মধ্য দিয়ে যায়:
১. ফেব্রাইল ফেজ: প্রথম তিন থেকে চার দিন; তীব্র জ্বর এবং অন্যান্য উপসর্গ থাকে।
২. ক্রিটিক্যাল ফেজ বা এফেব্রাইল ফেজ: এর সময়কাল জ্বর ভালো হয়ে যাওয়ার পরের ৪৮ থেকে ৭২ ঘণ্টা। যেসব রোগী মারাত্মক ডেঙ্গুতে ভোগে, এ সময় তাদের রক্তচাপ কমে যাওয়া, ফুসফুস ও পেটে পানি জমা ইত্যাদির মতো উপসর্গ দেখা যায়। তখন হাসপাতালে ভর্তি জরুরি হয়ে পড়ে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই ক্রিটিক্যাল ফেজটি দীর্ঘায়িত হতে পারে।
৩. কনভালেসেন্ট ফেজ: এর সময়কাল দুই থেকে তিন দিন। এ সময় শিশু ধীরে ধীরে সুস্থ হতে থাকে, খাবারের রুচি ফেরত আসে। এ সময় আবারও র্যাশ দেখা দিতে পারে, শরীর চুলকাতে পারে এবং শিশু বেশ দুর্বল থাকতে পারে। অনেক সময় হার্টের গতি কমে যায়, অতিরিক্ত প্রস্রাব হয় এবং অতিরিক্ত ঘাম হতে থাকে।
ডেঙ্গু জ্বরে করণীয়
যেসব লক্ষণে শিশুকে হাসপাতালে নিতে হবে
লেখক: স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
পুরো দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। প্রতিবছরের মতো এবারও শিশুদের আক্রান্তের হার এবং জটিলতা বেশি। জিনগত পরিবর্তনের ফলে এডিস মশা এখন রাতেও কামড়ায় এবং ময়লা পানিতে বংশবিস্তার করছে। ঢাকায় ডেঙ্গু রোগীদের রক্তে ভাইরাসটির নতুন নতুন সেরোটাইপ শনাক্ত হচ্ছে। এবার সেরোটাইপ ১-এর আধিক্য বেশি।
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও পরীক্ষা
ডেঙ্গু রোগীরা পর্যায়ক্রমে তিনটি অবস্থার মধ্য দিয়ে যায়:
১. ফেব্রাইল ফেজ: প্রথম তিন থেকে চার দিন; তীব্র জ্বর এবং অন্যান্য উপসর্গ থাকে।
২. ক্রিটিক্যাল ফেজ বা এফেব্রাইল ফেজ: এর সময়কাল জ্বর ভালো হয়ে যাওয়ার পরের ৪৮ থেকে ৭২ ঘণ্টা। যেসব রোগী মারাত্মক ডেঙ্গুতে ভোগে, এ সময় তাদের রক্তচাপ কমে যাওয়া, ফুসফুস ও পেটে পানি জমা ইত্যাদির মতো উপসর্গ দেখা যায়। তখন হাসপাতালে ভর্তি জরুরি হয়ে পড়ে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই ক্রিটিক্যাল ফেজটি দীর্ঘায়িত হতে পারে।
৩. কনভালেসেন্ট ফেজ: এর সময়কাল দুই থেকে তিন দিন। এ সময় শিশু ধীরে ধীরে সুস্থ হতে থাকে, খাবারের রুচি ফেরত আসে। এ সময় আবারও র্যাশ দেখা দিতে পারে, শরীর চুলকাতে পারে এবং শিশু বেশ দুর্বল থাকতে পারে। অনেক সময় হার্টের গতি কমে যায়, অতিরিক্ত প্রস্রাব হয় এবং অতিরিক্ত ঘাম হতে থাকে।
ডেঙ্গু জ্বরে করণীয়
যেসব লক্ষণে শিশুকে হাসপাতালে নিতে হবে
লেখক: স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং করার এই অভ্যাসটিকে বলা হয় ‘ডুমস্ক্রলিং’। এটি দিয়ে মূলত মানুষের নেতিবাচক খবর খোঁজা এবং পড়ে দেখার একটি প্রবণতাকে বোঝানো হয়। ফলে ডুমস্ক্রলিং মানুষের মন খারাপের কারণ হতে পারে। কিন্তু ঠিক কীভাবে এটি মানুষের মন খারাপের কারণ হয়, সেই বিষয়টি উদ্ঘাটন করেছেন বিজ
২ ঘণ্টা আগেসুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
৩ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৪ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৫ দিন আগে