ডা. মো. মাজহারুল হক তানিম
থাইরয়েড হরমোন হচ্ছে আমাদের গলার সামনে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের হরমোন। এটি পুরো শরীরে কাজ করে।
কাজ
⊲ শিশুর মস্তিষ্ক ও স্নায়ু গঠনে এবং মেধা বিকাশে ভূমিকা রাখে।
⊲ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
⊲ হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করে।
⊲ অন্ত্রের নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
⊲ খাদ্য বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
⊲ গর্ভধারণ ও প্রজননে ভূমিকা রাখে।
শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হাইপোথাইরডিজম এবং হরমোনের আধিক্য হাইপারথাইরডিজম নামে পরিচিত।
হাইপোথাইরডিজমের লক্ষণ
⊲ শরীর ফুলে যাওয়া।
⊲ ওজন বেড়ে যাওয়া।
⊲ শরীরে ব্যথা-বেদনা।
⊲ শীত শীত ভাব অনুভব হওয়া।
⊲ নারীদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক।
⊲ চুল পড়ে যাওয়া।
⊲ ত্বক শুষ্ক হয়ে যাওয়া।
⊲ গর্ভধারণে সমস্যা এবং বারবার গর্ভপাত হওয়া।
⊲ কোষ্ঠকাঠিন্য।
⊲ শিশুদের উচ্চতা কম হওয়া।
⊲ ভুলে যাওয়া বা স্মৃতিশক্তি হ্রাস।
হাইপারথাইরডিজমের লক্ষণ
⊲ বুক ধড়ফড় করা।
⊲ ওজন কমে যাওয়া।
⊲ ঘাম হওয়া ও গরম লাগা।
⊲ শরীর কাঁপা।
⊲ পাতলা পায়খানা।
⊲ অনিয়মিত মাসিক বা সন্তানধারণে সমস্যা হওয়া।
⊲ ঘুম কম হওয়া।
যাঁরা গর্ভধারণ করতে চাচ্ছেন
তাঁদের থাইরয়েড হরমোনের মাত্রা বা সেরাম টিএসএইচ ২.৫-এর কম রাখতে হবে। না হলে গর্ভধারণে সমস্যা হতে পারে।
গর্ভাবস্থার থাইরয়েড হরমোনের মাত্রা নিরীক্ষণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভকালে টিএসএইচ-এর মাত্রা হতে হবে—
১ম-৩য় মাস: ০.১ থেকে ২.০
৪র্থ থেকে ৬ষ্ঠ মাস: ০.২ থেকে ২.৫
৭ম থেকে ৯ম মাস: ০.৩ থেকে ৩.০-এর মধ্যে।
থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক না রাখলে যেসব সমস্যা হতে পারে-
নারী
⊲ গর্ভপাত বা মিসক্যারেজ
⊲ সময়ের আগেই প্রসব
⊲ মৃত সন্তান প্রসব
⊲ গর্ভকালীন খিঁচুনি
⊲ হার্টফেইল
⊲ প্রসবের পর সংক্রমণ
⊲ রক্তশূন্যতা
শিশু
⊲ শিশুর বৃদ্ধি কম হওয়া ও মেধার বিকাশ কম
⊲ জন্মগত শারীরিক ও মানসিক ত্রুটি
⊲ বুদ্ধিপ্রতিবন্ধী হওয়াগর্ভধারণকালে যাদের থাইরয়েড হরমোন পরীক্ষা করা জরুরি
⊲ যাদের বয়স ৩০ বছরের বেশি
⊲ যাদের পরিবারে থাইরয়েডের সমস্যা আছে
⊲ থাইরয়েড হরমোনের ঘাটতি বা বেশি থাকার লক্ষণ থাকলে
⊲ গর্ভধারণ করতে সমস্যা হলে
⊲ বারবার গর্ভপাত বা মিসক্যারেজ হলে।
পরামর্শ দিয়েছেন, ডা. মো. মাজহারুল হক তানিম, এন্ডোক্রাইনোলজিস্ট (হরমোন ও ডায়বেটিস বিশেষজ্ঞ) ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, ঢাকা
থাইরয়েড হরমোন হচ্ছে আমাদের গলার সামনে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের হরমোন। এটি পুরো শরীরে কাজ করে।
কাজ
⊲ শিশুর মস্তিষ্ক ও স্নায়ু গঠনে এবং মেধা বিকাশে ভূমিকা রাখে।
⊲ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
⊲ হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করে।
⊲ অন্ত্রের নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
⊲ খাদ্য বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
⊲ গর্ভধারণ ও প্রজননে ভূমিকা রাখে।
শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হাইপোথাইরডিজম এবং হরমোনের আধিক্য হাইপারথাইরডিজম নামে পরিচিত।
হাইপোথাইরডিজমের লক্ষণ
⊲ শরীর ফুলে যাওয়া।
⊲ ওজন বেড়ে যাওয়া।
⊲ শরীরে ব্যথা-বেদনা।
⊲ শীত শীত ভাব অনুভব হওয়া।
⊲ নারীদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক।
⊲ চুল পড়ে যাওয়া।
⊲ ত্বক শুষ্ক হয়ে যাওয়া।
⊲ গর্ভধারণে সমস্যা এবং বারবার গর্ভপাত হওয়া।
⊲ কোষ্ঠকাঠিন্য।
⊲ শিশুদের উচ্চতা কম হওয়া।
⊲ ভুলে যাওয়া বা স্মৃতিশক্তি হ্রাস।
হাইপারথাইরডিজমের লক্ষণ
⊲ বুক ধড়ফড় করা।
⊲ ওজন কমে যাওয়া।
⊲ ঘাম হওয়া ও গরম লাগা।
⊲ শরীর কাঁপা।
⊲ পাতলা পায়খানা।
⊲ অনিয়মিত মাসিক বা সন্তানধারণে সমস্যা হওয়া।
⊲ ঘুম কম হওয়া।
যাঁরা গর্ভধারণ করতে চাচ্ছেন
তাঁদের থাইরয়েড হরমোনের মাত্রা বা সেরাম টিএসএইচ ২.৫-এর কম রাখতে হবে। না হলে গর্ভধারণে সমস্যা হতে পারে।
গর্ভাবস্থার থাইরয়েড হরমোনের মাত্রা নিরীক্ষণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভকালে টিএসএইচ-এর মাত্রা হতে হবে—
১ম-৩য় মাস: ০.১ থেকে ২.০
৪র্থ থেকে ৬ষ্ঠ মাস: ০.২ থেকে ২.৫
৭ম থেকে ৯ম মাস: ০.৩ থেকে ৩.০-এর মধ্যে।
থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক না রাখলে যেসব সমস্যা হতে পারে-
নারী
⊲ গর্ভপাত বা মিসক্যারেজ
⊲ সময়ের আগেই প্রসব
⊲ মৃত সন্তান প্রসব
⊲ গর্ভকালীন খিঁচুনি
⊲ হার্টফেইল
⊲ প্রসবের পর সংক্রমণ
⊲ রক্তশূন্যতা
শিশু
⊲ শিশুর বৃদ্ধি কম হওয়া ও মেধার বিকাশ কম
⊲ জন্মগত শারীরিক ও মানসিক ত্রুটি
⊲ বুদ্ধিপ্রতিবন্ধী হওয়াগর্ভধারণকালে যাদের থাইরয়েড হরমোন পরীক্ষা করা জরুরি
⊲ যাদের বয়স ৩০ বছরের বেশি
⊲ যাদের পরিবারে থাইরয়েডের সমস্যা আছে
⊲ থাইরয়েড হরমোনের ঘাটতি বা বেশি থাকার লক্ষণ থাকলে
⊲ গর্ভধারণ করতে সমস্যা হলে
⊲ বারবার গর্ভপাত বা মিসক্যারেজ হলে।
পরামর্শ দিয়েছেন, ডা. মো. মাজহারুল হক তানিম, এন্ডোক্রাইনোলজিস্ট (হরমোন ও ডায়বেটিস বিশেষজ্ঞ) ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, ঢাকা
ব্যথা উপশম এবং প্রদাহ কমানোর জন্য প্রাকৃতিক প্রতিকারের কথা বলতে গেলে অ্যাসপিরিনের মতো ওভার-দ্য-কাউন্টার ওষুধের তুলনায় লবঙ্গ কম নয়। এটি কার্যকর বিকল্প হতে পারে বলে অনেকে মত দিচ্ছেন এখন। লবঙ্গ একটি ছোট্ট, কিন্তু শক্তিশালী মসলা। এটি শত শত বছর ধরে বিশ্বব্যাপী রান্নার কাজে...
১৬ ঘণ্টা আগে৩-৪ মাস আগে থেকে আমার মাসিক চলাকালীন স্তনের পাশে প্রচণ্ড ব্যথা হয়। আমার বয়স ৩৩ বছর। এর আগে কখনো এমন সমস্যা হয়নি। আমার একটি সন্তান আছে। তার বয়স ৭ বছর। অর্থাৎ আমার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের বিষয় নেই এখন। হঠাৎ করে ব্যথা হওয়ায় কী করব বুঝতে পারছি না...
১৬ ঘণ্টা আগেকাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার...
১৬ ঘণ্টা আগেঅনেকের ধারণা, শুধু গরমকালে পানিশূন্যতা হয়। কিন্তু বাস্তবতা হলো, শীতকালেও ডিহাইড্রেশন বা শরীরে পানির অভাব হতে পারে। শীতের শুরুতে আমরা নানা শারীরিক সমস্যার মুখোমুখি হই, যেমন ত্বক বা চুলের সমস্যা এবং বিভিন্ন স্বাস্থ্যজনিত জটিলতা। এর মধ্যে অন্যতম পানিশূন্যতা, যা শীতকালে কম গুরুত্ব দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে