মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম

ডা. মো. মাজহারুল হক তানিম
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ১২: ৫৯

আয়নার সামনে দাঁড়িয়ে মন খারাপ? মুখে দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোম? এটি হতে পারে আপনার শরীরের কিছু হরমোন পরিবর্তনের জন্য। মুখে বা শরীরে ছেলেদের মতো লোম গজালে ও প্রাত্যহিক জীবনে প্রভাব ফেললে এবং ডাক্তারের শরণাপন্ন হওয়ার মতো অবস্থায় পৌঁছালে চিকিৎসার পরিভাষায় তাকে হারসুটিজম বা অবাঞ্ছিত লোম বলা হয়।

রোগের কারণ 

  • বেশ কিছু কারণ থাকতে পারে এই রোগের পেছনে।
  • এটি হতে পারে বংশগত অথবা মারাত্মক কোনো হরমোনের রোগের পূর্বাভাস হিসেবে। 
  • এটি শরীরের পুরুষ হরমোন নিঃসরণকারী কোনো টিউমারের জন্য হতে পারে।
  • পিসিওএস নামের কোনো রোগের জন্যও হতে পারে, যেখানে মেয়েদের অনিয়মিত মাসিক, অতিরিক্ত ওজন ও মুখে অতিরিক্ত লোমের সমস্যা থাকে।
  • কোনো কোনো ওষুধ অনেক দিন ধরে খাওয়ার জন্য মুখে অতিরিক্ত লোম হতে পারে। যেমন, স্টেরয়েডজাতীয় ওষুধ।
  • শরীরে থাইরয়েড হরমোনের কমবেশি, প্রোল্যাকটিন নামের হরমোনের আধিক্য ও আরও কিছু জটিল রোগের লক্ষণ হতে পারে এই অতিরিক্ত লোম।

লক্ষণীয় বিষয়

  • লোমগুলো ধীরে নাকি দ্রুত বড় হচ্ছে।
  • পুরুষ হরমোনের আধিক্যের অন্য কোনো লক্ষণ আছে কি না, যেমন: যাঁদের ব্রণ, তৈলাক্ত ত্বক তাঁদের মাসিক নিয়মিত কি না, ওজন বাড়ছে কি না।
  • ঘাড় ও বগল কালো হয়ে যাচ্ছে কি না। এটি নির্দেশ করে ইনসুলিন শরীরে ভালোভাবে কাজ করছে না।
  • শরীরে ফাটা ফাটা দাগ দেখা যাচ্ছে কি না।
     
    পরীক্ষা-নিরীক্ষা 
    হরমোন আধিক্যের কারণ নিশ্চিত হওয়ার জন্য হরমোন টেস্ট, আলট্রাসনোগ্রাম। 

চিকিৎসা 
লাইফস্টাইলে পরিবর্তন করতে হবে। প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট জোরে জোরে হাঁটা এবং ফাস্ট ফুড, চর্বিজাতীয় খাবার খাওয়া বন্ধ করতে হবে। পুরুষ হরমোনের আধিক্য নিশ্চিত হলে তা কমানোর জন্য মুখে খাওয়ার ওষুধ ও মুখে লাগানোর ক্রিম ব্যবহার করতে হবে। এই ওষুধগুলো ভেতর থেকে লোম গজানো বন্ধ করবে। এর সঙ্গে থাইরয়েড হরমোনের কারণ পাওয়া গেলে, সেগুলোরও চিকিৎসা করাতে হবে।

লেখক: হরমোন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত