ডা. তাওহীদা রহমান ইরিন
চুলে এ সময় বাড়তি শুষ্কতা ও রুক্ষতা আসে। এ সময় চুলের আগা ফেটে যাওয়া অথবা চুল ভেঙে যাওয়ার সমস্যা বেশি হয়। এ সমস্যা থেকে মুক্ত থাকতে জাঁকিয়ে শীত পড়ার আগে চুল ট্রিম করুন। এতে শীতে একটা নতুন লুক আসবে। আর সঙ্গে থাকবে স্বাস্থ্যকর চুল। বাইরে বের হলে পাতলা কাপড় দিয়ে চুল ঢেকে রাখতে পারেন। তাতেও নতুন লুক আসতে পারে। ছেলেরাও চুল রক্ষায় পাতলা কাপড়ের হুডি ব্যবহার করতে পারেন।
শীতে গোসল করার প্রতি একধরনের ভীতি থাকে। নিয়মিত গোসল না করলে চুলে খুশকি ও উকুন হওয়ার আশঙ্কা থাকে। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করুন চুলের ধরন অনুযায়ী। ত্বকের মতো চুলেরও ময়েশ্চারাইজার প্রয়োজন। চুলের বেলা সেটা কন্ডিশনার। চুল ধোয়ার ২০ মিনিট আগে কোনো প্রাকৃতিক তেল দিয়ে তারপর শ্যাম্পু করুন। এতে মাথার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। তবে সময় না থাকলে অন্য ব্যবস্থাও নিতে পারেন। চুল ধোয়ার পর কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করুন। তবে সেটি চুলের গোড়ায় না দিয়ে এক সেন্টিমিটার দূরে ব্যবহার করে ৩-৪ মিনিট পরে ধুয়ে ফেলুন। চুলের যত্নে এটি ভালো কাজ করে।
খুশকি যাঁদের আগে থেকেই আছে, তাঁদের শীতে এ সমস্যা আরও বেড়ে যায়। শীতের সময় অনেকে আলসেমি করে চুল ধুতে চান না। এতে খুশকি বেড়ে যাওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষতি হয়। অনেক সময় কন্ডিশনার ভালোভাবে পরিষ্কার না হলেও খুশকি হয়। কিছু রোগের ক্ষেত্রেও খুশকি বেড়ে যেতে পারে। আর যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের ক্ষেত্রে খুশকি স্বাভাবিকভাবেই বেড়ে যায়।
খুশকির ক্ষেত্রে সপ্তাহে তিন দিন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিটোকোনাজল বা জিংক অথবা স্যালেনিয়াম সালফাইডযুক্ত কোনো শ্যাম্পু ব্যবহার করলে ভালো ফল পাবেন। আর যদি খুশকির প্রবণতা আগে থেকেই থাকে, কিন্তু খুশকির পরিমাণ বেশি না হয়, সে ক্ষেত্রে প্রতি সপ্তাহে এক দিন করে অ্যান্টিডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
লেখক: ডার্মাটোলজিস্ট, শিওর সেল মেডিকেল বাংলাদেশ
চুলে এ সময় বাড়তি শুষ্কতা ও রুক্ষতা আসে। এ সময় চুলের আগা ফেটে যাওয়া অথবা চুল ভেঙে যাওয়ার সমস্যা বেশি হয়। এ সমস্যা থেকে মুক্ত থাকতে জাঁকিয়ে শীত পড়ার আগে চুল ট্রিম করুন। এতে শীতে একটা নতুন লুক আসবে। আর সঙ্গে থাকবে স্বাস্থ্যকর চুল। বাইরে বের হলে পাতলা কাপড় দিয়ে চুল ঢেকে রাখতে পারেন। তাতেও নতুন লুক আসতে পারে। ছেলেরাও চুল রক্ষায় পাতলা কাপড়ের হুডি ব্যবহার করতে পারেন।
শীতে গোসল করার প্রতি একধরনের ভীতি থাকে। নিয়মিত গোসল না করলে চুলে খুশকি ও উকুন হওয়ার আশঙ্কা থাকে। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করুন চুলের ধরন অনুযায়ী। ত্বকের মতো চুলেরও ময়েশ্চারাইজার প্রয়োজন। চুলের বেলা সেটা কন্ডিশনার। চুল ধোয়ার ২০ মিনিট আগে কোনো প্রাকৃতিক তেল দিয়ে তারপর শ্যাম্পু করুন। এতে মাথার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। তবে সময় না থাকলে অন্য ব্যবস্থাও নিতে পারেন। চুল ধোয়ার পর কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করুন। তবে সেটি চুলের গোড়ায় না দিয়ে এক সেন্টিমিটার দূরে ব্যবহার করে ৩-৪ মিনিট পরে ধুয়ে ফেলুন। চুলের যত্নে এটি ভালো কাজ করে।
খুশকি যাঁদের আগে থেকেই আছে, তাঁদের শীতে এ সমস্যা আরও বেড়ে যায়। শীতের সময় অনেকে আলসেমি করে চুল ধুতে চান না। এতে খুশকি বেড়ে যাওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষতি হয়। অনেক সময় কন্ডিশনার ভালোভাবে পরিষ্কার না হলেও খুশকি হয়। কিছু রোগের ক্ষেত্রেও খুশকি বেড়ে যেতে পারে। আর যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের ক্ষেত্রে খুশকি স্বাভাবিকভাবেই বেড়ে যায়।
খুশকির ক্ষেত্রে সপ্তাহে তিন দিন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিটোকোনাজল বা জিংক অথবা স্যালেনিয়াম সালফাইডযুক্ত কোনো শ্যাম্পু ব্যবহার করলে ভালো ফল পাবেন। আর যদি খুশকির প্রবণতা আগে থেকেই থাকে, কিন্তু খুশকির পরিমাণ বেশি না হয়, সে ক্ষেত্রে প্রতি সপ্তাহে এক দিন করে অ্যান্টিডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
লেখক: ডার্মাটোলজিস্ট, শিওর সেল মেডিকেল বাংলাদেশ
দেশে মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ ডিমেনশিয়ায় আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশ নারী। এই রোগটি ধারাবাহিকভাবে বেড়েই চলছে। অথচ তা নিয়ে তেমন উদ্যোগ চোখে পড়ছে না। সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে না পারলে রোগটির বিস্তার আরও ভয়াবহ হতে পারে।
৭ ঘণ্টা আগেরোগে-শোকে মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু ওষুধ খেতে হয়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যেখানে সাধারণ মানুষের তিনবেলা আহারের জোগান দেওয়াই কষ্টকর, সেখানে জীবন রক্ষার জন্য দ্বিগুণ-তিনগুণ দামে ওধুষ কিনতে গিয়ে জীবন আরও ওষ্ঠাগত। দেশে এখন নিম্নআয়ের ৪০ শতাংশ মানুষের মোট আয়ের ২০ শতাংশ খরচ হচ্ছে ওষুধ কিনতেই।
২ দিন আগেদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা না থাকায় ও ডাক্তারের ওপর আস্থা না থাকায় বিদেশে চিকিৎসা নিতে প্রতিবছর দেশের মানুষ ৪ বিলিয়ন ডলার খরচ করছে। স্বাস্থ্যেসেবার উন্নয়ন না হলে এর পরিমাণ দিন দিন আরও বাড়বে।
২ দিন আগেআমাদের দেশে শীত উপভোগ্য মৌসুম। কিন্তু অনেকের ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা, অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আবার শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে, তাদের এই মৌসুমে কষ্ট বেড়ে যায়।
৩ দিন আগে