অনলাইন ডেস্ক
করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁরা। বিজয়ী হিসেবে কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যানের নাম আজ সোমবার বিকেলে ঘোষণা করে নোবেল কমিটি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যে প্রযুক্তির জন্য তাঁরা পুরস্কার পেলেন, সেটি মহামারির আগে পরীক্ষাধীন ছিল। ওই প্রযুক্তির তৈরি টিকা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে দেওয়া হয়েছে।
এখন ক্যানসারসহ অন্য রোগের চিকিৎসায় ওই এমআরএনএ প্রযুক্তি ব্যবহারের জন্য গবেষণা হচ্ছে।
নোবেল পুরস্কার কমিটি বলেছে, ‘আধুনিক কালে মানব স্বাস্থ্য যখন মারাত্মক হুমকির মুখে ছিল, তখন এই দুই নোবেলজয়ী টিকা তৈরির ক্ষেত্রে নজিরবিহীন অবদান রেখেছেন।’
ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো হুমকি চিহ্নিত করে তা প্রতিরোধের জন্য রোগপ্রতিরোধ ব্যবস্থাকে টিকা সক্ষম করে তোলে।
মূল ভাইরাস বা ব্যাকটেরিয়ামের মৃত বা দুর্বল সংস্করণ বা সংক্রমিত এজেন্টের অংশবিশেষ ব্যবহার করে গতানুগতিক টিকাপ্রযুক্তি কাজ করে।
এমআরএনএ প্রযুক্তি এর পুরো বিপরীত প্রক্রিয়া কাজ করে। মহামারির সময় বহুল ব্যবহৃত মর্ডার্না ও ফাইজার/বায়োএনটেকের টিকা এই প্রযুক্তি ব্যবহার করেই তৈরি হয়।
১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে একসঙ্গে কাজ করতেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান।
১৯৫৫ সালে হাঙ্গেরিতে জন্ম গ্রহণ করেন কাতালিন। ২০২১ সাল থেকে তিনি সিজড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পেনসিলভানিয়ার সঙ্গেও যুক্ত আছেন।
আর ওয়েইসম্যান ১৯৫৯ সালে আমেরিকার ম্যাসাচুয়েটসে জন্ম নেন। তিনি আমেরিকার পেন ইনস্টিটিউট ফর আরএনএ ইনোভেশন কাজ করেন।
আরও পড়ুন:
করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁরা। বিজয়ী হিসেবে কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যানের নাম আজ সোমবার বিকেলে ঘোষণা করে নোবেল কমিটি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যে প্রযুক্তির জন্য তাঁরা পুরস্কার পেলেন, সেটি মহামারির আগে পরীক্ষাধীন ছিল। ওই প্রযুক্তির তৈরি টিকা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে দেওয়া হয়েছে।
এখন ক্যানসারসহ অন্য রোগের চিকিৎসায় ওই এমআরএনএ প্রযুক্তি ব্যবহারের জন্য গবেষণা হচ্ছে।
নোবেল পুরস্কার কমিটি বলেছে, ‘আধুনিক কালে মানব স্বাস্থ্য যখন মারাত্মক হুমকির মুখে ছিল, তখন এই দুই নোবেলজয়ী টিকা তৈরির ক্ষেত্রে নজিরবিহীন অবদান রেখেছেন।’
ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো হুমকি চিহ্নিত করে তা প্রতিরোধের জন্য রোগপ্রতিরোধ ব্যবস্থাকে টিকা সক্ষম করে তোলে।
মূল ভাইরাস বা ব্যাকটেরিয়ামের মৃত বা দুর্বল সংস্করণ বা সংক্রমিত এজেন্টের অংশবিশেষ ব্যবহার করে গতানুগতিক টিকাপ্রযুক্তি কাজ করে।
এমআরএনএ প্রযুক্তি এর পুরো বিপরীত প্রক্রিয়া কাজ করে। মহামারির সময় বহুল ব্যবহৃত মর্ডার্না ও ফাইজার/বায়োএনটেকের টিকা এই প্রযুক্তি ব্যবহার করেই তৈরি হয়।
১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে একসঙ্গে কাজ করতেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান।
১৯৫৫ সালে হাঙ্গেরিতে জন্ম গ্রহণ করেন কাতালিন। ২০২১ সাল থেকে তিনি সিজড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পেনসিলভানিয়ার সঙ্গেও যুক্ত আছেন।
আর ওয়েইসম্যান ১৯৫৯ সালে আমেরিকার ম্যাসাচুয়েটসে জন্ম নেন। তিনি আমেরিকার পেন ইনস্টিটিউট ফর আরএনএ ইনোভেশন কাজ করেন।
আরও পড়ুন:
ব্যথা উপশম এবং প্রদাহ কমানোর জন্য প্রাকৃতিক প্রতিকারের কথা বলতে গেলে অ্যাসপিরিনের মতো ওভার-দ্য-কাউন্টার ওষুধের তুলনায় লবঙ্গ কম নয়। এটি কার্যকর বিকল্প হতে পারে বলে অনেকে মত দিচ্ছেন এখন। লবঙ্গ একটি ছোট্ট, কিন্তু শক্তিশালী মসলা। এটি শত শত বছর ধরে বিশ্বব্যাপী রান্নার কাজে...
১৭ ঘণ্টা আগে৩-৪ মাস আগে থেকে আমার মাসিক চলাকালীন স্তনের পাশে প্রচণ্ড ব্যথা হয়। আমার বয়স ৩৩ বছর। এর আগে কখনো এমন সমস্যা হয়নি। আমার একটি সন্তান আছে। তার বয়স ৭ বছর। অর্থাৎ আমার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের বিষয় নেই এখন। হঠাৎ করে ব্যথা হওয়ায় কী করব বুঝতে পারছি না...
১৭ ঘণ্টা আগেকাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার...
১৭ ঘণ্টা আগেঅনেকের ধারণা, শুধু গরমকালে পানিশূন্যতা হয়। কিন্তু বাস্তবতা হলো, শীতকালেও ডিহাইড্রেশন বা শরীরে পানির অভাব হতে পারে। শীতের শুরুতে আমরা নানা শারীরিক সমস্যার মুখোমুখি হই, যেমন ত্বক বা চুলের সমস্যা এবং বিভিন্ন স্বাস্থ্যজনিত জটিলতা। এর মধ্যে অন্যতম পানিশূন্যতা, যা শীতকালে কম গুরুত্ব দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে