মরক্কোতে তিন দিনের শোক ঘোষণা, ৫৬ উদ্ধারকারী পাঠাল স্পেন

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৩৯

ভূমিকম্পের ঘটনায় মরক্কোর প্রাচীন শহর মারাকেশ যেন মৃত্যুপুরী। এখন পর্যন্ত ২ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত প্রায় ১ হাজার ৪০০ জন। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। 

এদিকে এজ রোববার স্পেন মরক্কোতে ৫৬ জন উদ্ধারকারী এবং চারটি অনুসন্ধানী কুকুর পাঠিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি এ-৪০০ সামরিক বিমান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর জারাগোজার একটি ঘাঁটি থেকে প্রতিবেশী দেশ মরক্কোর মারাকেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সন্ধান ও উদ্ধারে সহায়তার উদ্দেশ্যে রওনা হয়েছে। 

এদিকে ফ্রান্স যেকোনো মুহূর্তে মরক্কোতে সাহায্য পাঠাতে প্রস্তুত জানিয়ে ইমানুয়েল মাখোঁ বলেছেন, ‘আমরা সব প্রযুক্তি এবং নিরাপত্তা দলকে প্রস্তুত রেখেছি। মরক্কোর কর্তৃপক্ষ প্রয়োজন জানানো মাত্রই আমরা এসব বাহিনী পাঠাব।’ 

দেশটির গত ছয় দশকের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ১২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২ হাজার ৫৯ জন। আহতদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক। 

মার্কিন ভূ-জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শুক্রবার গভীর রাতে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর কেন্দ্র ছিল দেশটির ঐতিহাসিক মারাকেশ শহর থেকে দক্ষিণ-পশ্চিমে ৭২ কিলোমিটার দূরে। 

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে আমিজমিজ গ্রামের বাসিন্দা মোহামেদ আজাও বার্তা সংস্থাটিকে বলেন, ‘যখন বুঝতে পারলাম, পায়ের তলায় মাটি কাঁপছে এবং বাড়িটা হেলে পড়েছে তখন বাচ্চাদের নিয়ে বাইরে বের হই। আমার প্রতিবেশী তা পারেননি। দুর্ভাগ্যবশত প্রতিবেশীর পরিবারে কেউ বেঁচে নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত