অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এরই মধ্যে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সতর্কতা বিবেচনায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘সময় যত এগোচ্ছে, বন্যা পরিস্থিতি তত প্রতিকূল হতে শুরু করেছে। একাধিক প্রদেশে বিপর্যয়কর ঘটতে পারে।’
দক্ষিণ আফ্রিকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র-এনডিএমসি জানিয়েছে, ইস্টার্ন কেপ প্রদেশ ও এমপুমালাঙ্গাসহ বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির বিপর্যয় মোকাবিলা আইনের ২৩ নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এদিকে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সরকারি বিদ্যুৎ সরবরাহ সংস্থা-এসকম বিদ্যুতের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। বেশ কয়েকটি প্রদেশ ভারী বৃষ্টির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে সেখানকার পুলিশ ও সেনাবাহিনীকে এই পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
বন্যার পানিতে প্রচুর পরিমাণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদিপশু মারা গেছে। রাস্তা, সেতু, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও এগিয়ে এসেছে। এ সপ্তাহের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণ আফ্রিকায় গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এরই মধ্যে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সতর্কতা বিবেচনায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘সময় যত এগোচ্ছে, বন্যা পরিস্থিতি তত প্রতিকূল হতে শুরু করেছে। একাধিক প্রদেশে বিপর্যয়কর ঘটতে পারে।’
দক্ষিণ আফ্রিকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র-এনডিএমসি জানিয়েছে, ইস্টার্ন কেপ প্রদেশ ও এমপুমালাঙ্গাসহ বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির বিপর্যয় মোকাবিলা আইনের ২৩ নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এদিকে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সরকারি বিদ্যুৎ সরবরাহ সংস্থা-এসকম বিদ্যুতের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। বেশ কয়েকটি প্রদেশ ভারী বৃষ্টির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে সেখানকার পুলিশ ও সেনাবাহিনীকে এই পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
বন্যার পানিতে প্রচুর পরিমাণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদিপশু মারা গেছে। রাস্তা, সেতু, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও এগিয়ে এসেছে। এ সপ্তাহের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মধুপাটনা..
১ ঘণ্টা আগেসারা দুতার্তের হুমকির প্রতিক্রিয়ায় মারকোসের প্রেসিডেনশিয়াল সিকিউরিটি কমান্ড জানিয়েছে, তারা ফিলিপাইনের নেতাকে রক্ষায় তাদের নিরাপত্তা প্রটোকল আরও শক্তিশালী করেছে এবং জাতীয় পুলিশ প্রধান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেগাজায় যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে আলোচনার নেতৃত্ব দিতে পারেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বোঝাতে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ব্যর্থ হওয়ার পর...
১ ঘণ্টা আগেবিচ্ছিন্ন একটি ঘোড়ার মাথা এবং পেটের বাচ্চাসহ কেটে ফেলা একটি মৃত গরু খুঁজে পাওয়া গেছে ইতালির সিসিলির এক শহরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে। এদিকে কর্তৃপক্ষ একে দেখছে মাফিয়ার পাঠানো এক হুমকি বা সতর্ক সংকেত হিসেবে।
১ ঘণ্টা আগে