চাদে বিরোধী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ৪২ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ২০: ০১

মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে বিরোধী দুই সম্প্রদায়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ৪২ জন নিহত হয়েছেন। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাতে আজ বৃহস্পতিবার খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিশাল সাহেল অঞ্চলের মরুদেশটিতে জমি নিয়ে প্রায়ই বিরোধ হয়।
 
কাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল বা কত সময় ধরে চলেছিল সেসব কিছুই জানায়নি চাদের জননিরাপত্তা মন্ত্রণালয়। তবে এলাকাটিতে নিয়মিতই জমি নিয়ে কৃষক এবং যাযাবর সম্প্রদায় বা অন্যান্য গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, সংঘর্ষের পর ঘটনাস্থল ওউদ্দাই প্রদেশের তিলেগুই গ্রাম থেকে ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামটির বড় অংশ সশস্ত্র লোকজন আগুনে পুড়িয়ে দিয়েছে।

চাদের জননিরাপত্তা মন্ত্রী জেনারেল মাহামত চরফাদিন মারগুই এক টেলিফোন বার্তায় এএফপিকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমি বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় করার চেষ্টা করছি।’

সরকার ও সেনা সদস্যদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে সংঘর্ষস্থলে ছিলেন জেনারেল মাহামত চরফাদিন মারগুই। প্রতিনিধি দলের লক্ষ্য ছিল এই ঘটনার ওপর সম্পূর্ণরূপে আলোকপাত করা।

পূর্ব এবং দক্ষিণ চাদের অনেক বাসিন্দাই সশস্ত্র। সেখানে কৃষকেরা প্রায়ই পশুপালকদের বিরুদ্ধে অভিযোগ করে যে, পশুরা কৃষকদের ফসলি জমিতে চরে বেড়ায়। এসব ঘটনা থেকেও উৎপত্তি হয় অনেক সংঘর্ষের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত