অনলাইন ডেস্ক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে অবরুদ্ধ আজভস্তাল ইস্পাত কারখানায় আবার হামলা শুরু করেছে রাশিয়া। শহরটির এই একটিমাত্র কারখানাই ইউক্রেনের দখলে রয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করছে বার্তা সংস্থা রয়টার্স।
আজভ রেজিমেন্টের কমান্ডার দেনিস প্রোকোপেঙ্কো জানিয়েছেন, কারখানা এলাকার ভেতরে ‘রক্তক্ষয়ী লড়াই’ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। তিনি টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ইউক্রেনের সেনারা রুশদের বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের জন্য আমি গর্বিত...পরিস্থিতি খুবই ভয়াবহ।’
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কয়েক দিন ধরে টানা হামলার পর রুশ বাহিনী ইস্পাত কারখানার ভেতরে প্রবেশ করেছে বলে জানা গেছে। কারখানাটির ভেতরে এখনো অন্তত ২০০ জন নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে। তবে কারখানায় রুশ হামলার বিষয়টি বিবিসি আলাদাভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
অবরুদ্ধ নাগরিকদের জীবন বাঁচাতে জাতিসংঘের সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে টেলিফোনে বলেছেন, ‘প্রতিটি জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের প্রাণ বাঁচানোর জন্য আমরা আপনার সাহায্য কামনা করছি।’
এর আগে গত রোববার জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) মধ্যস্থতায় মারিউপোল থেকে অবরুদ্ধ নাগরিকদের অপসারণের কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় ১০০ জনকে সরিয়ে নেওয়ার পর গতকাল বুধবার আরও ৩৪৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গতকাল বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া তাঁর নিয়মিত বক্তৃতায় তিনি বলেন, ‘আজভস্তাল ইস্পাত কারখানায় আটকে থাকাদের উদ্ধার করতে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রয়োজন। কারণ আজভস্তালের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র থেকে মানুষদের সরিয়ে নিতে সময় লাগবে। এখন যে পরিস্থিতি, তাতে আমরা আজভস্তালের ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারছি না। সবকিছু ম্যানুয়ালি করতে হচ্ছে বলে অনেক সময় লাগছে।’
এদিকে আজভস্তাল কারখানা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে আজ বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ৫, ৬ ও ৭ মে মস্কোর স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারখানা থেকে বের হওয়ার পথ খোলা থাকবে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে অবরুদ্ধ আজভস্তাল ইস্পাত কারখানায় আবার হামলা শুরু করেছে রাশিয়া। শহরটির এই একটিমাত্র কারখানাই ইউক্রেনের দখলে রয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করছে বার্তা সংস্থা রয়টার্স।
আজভ রেজিমেন্টের কমান্ডার দেনিস প্রোকোপেঙ্কো জানিয়েছেন, কারখানা এলাকার ভেতরে ‘রক্তক্ষয়ী লড়াই’ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। তিনি টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ইউক্রেনের সেনারা রুশদের বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের জন্য আমি গর্বিত...পরিস্থিতি খুবই ভয়াবহ।’
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কয়েক দিন ধরে টানা হামলার পর রুশ বাহিনী ইস্পাত কারখানার ভেতরে প্রবেশ করেছে বলে জানা গেছে। কারখানাটির ভেতরে এখনো অন্তত ২০০ জন নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে। তবে কারখানায় রুশ হামলার বিষয়টি বিবিসি আলাদাভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
অবরুদ্ধ নাগরিকদের জীবন বাঁচাতে জাতিসংঘের সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে টেলিফোনে বলেছেন, ‘প্রতিটি জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের প্রাণ বাঁচানোর জন্য আমরা আপনার সাহায্য কামনা করছি।’
এর আগে গত রোববার জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) মধ্যস্থতায় মারিউপোল থেকে অবরুদ্ধ নাগরিকদের অপসারণের কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় ১০০ জনকে সরিয়ে নেওয়ার পর গতকাল বুধবার আরও ৩৪৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গতকাল বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া তাঁর নিয়মিত বক্তৃতায় তিনি বলেন, ‘আজভস্তাল ইস্পাত কারখানায় আটকে থাকাদের উদ্ধার করতে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রয়োজন। কারণ আজভস্তালের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র থেকে মানুষদের সরিয়ে নিতে সময় লাগবে। এখন যে পরিস্থিতি, তাতে আমরা আজভস্তালের ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারছি না। সবকিছু ম্যানুয়ালি করতে হচ্ছে বলে অনেক সময় লাগছে।’
এদিকে আজভস্তাল কারখানা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে আজ বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ৫, ৬ ও ৭ মে মস্কোর স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারখানা থেকে বের হওয়ার পথ খোলা থাকবে।
ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, হুতিদের কার্যক্রম মার্কিন নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি...
১ ঘণ্টা আগেট্রাম্পের দ্বিতীয় মেয়াদের চার বছরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ অন্তত ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি সরকার। গতকাল বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই পরিকল্পনার কথা জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান...
২ ঘণ্টা আগেট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
১৩ ঘণ্টা আগেভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান
১৪ ঘণ্টা আগে