অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের আকাশে গত সোমবার এক বিশাল ঝলমলে আলোর কুণ্ডলী দেখা যায়। সেটি দেখার পরপরই স্থানীয়দের অনেকের মধ্যে অ্যালিয়েন তথা ভিনগ্রহের প্রাণীদের আগমনের জল্পনা তৈরি হয়। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি সে রকম কিছু নয়। গবেষকেরা মনে করছেন, এটি স্পেসএক্স রকেটের কারণে ঘটেছে।
ব্রিটেনের আকাশে কয়েক মিনিট ধরে দৃশ্যমান এই ঘূর্ণমান কুণ্ডলীকে প্রথমে অনেকে বিমান, এমনকি ভিনগ্রহের কোনো যানের কার্যকলাপ বলেও মনে করেছিলেন। তবে এখন মনে করা হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপিত একটি রকেটের কারণে হয়েছে।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স স্থানীয় সময় সোমবার বেলা ১টা ৫০ মিনিটের কিছু আগে মার্কিন সরকারের একটি প্রকল্পের জন্য একটি রকেট উৎক্ষেপণ করে। রকেটটি ছিল ফ্যালকন-৯। ধারণা করা হচ্ছে, রকেটের হিমায়িত ধোঁয়ার কারণে এই দৃশ্যের অবতারণা হয়েছিল।
ব্রিটিশ আবহাওয়া বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, ‘রকেটের হিমায়িত ধোঁয়া বায়ুমণ্ডলে ঘুরতে ঘুরতে সূর্যের আলো প্রতিফলিত করছে, ফলে আকাশে এটিকে একটি ঘূর্ণমান কুণ্ডলীর মতো দেখাচ্ছিল।’
হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের বেফোর্ডবারি অবজারভেটরির জ্যেষ্ঠ টেকনিক্যাল অফিসার লর্ড ডোভার জানান, সন্ধ্যা ৭টা ৫২ মিনিট থেকে প্রায় ১০ মিনিট ধরে কুণ্ডলীটি দৃশ্যমান ছিল। অদৃশ্য হওয়ার আগে এটি আকাশজুড়ে বিস্তৃতি লাভ করেছিল। তিনি বলেন, ‘ (স্পেসএক্স) রকেটটি পৃথিবীতে ফিরে আসার আগে ওজন কমানোর জন্য ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জ্বালানি ফেলেছিল।’
লর্ড ডোভার আরও বলেন, ‘এই জ্বালানি একটি বিস্তৃত ও ঘূর্ণমান মেঘ তৈরি করে, যা আটলান্টিক মহাসাগর পেরিয়ে আসার সময় এক বিশাল কুণ্ডলীতে পরিণত হয়। বিশ্বের কিছু অংশে এমন দৃশ্য সাধারণ হলেও যুক্তরাজ্য থেকে রকেট উৎক্ষেপণের পর এমন দৃশ্য দেখতে পাওয়া এখনো অস্বাভাবিক।’
এই মহাজাগতিক দৃশ্য ইউরোপের বেশির ভাগ অংশে দেখা গেছে এবং শত শত মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এর ফুটেজ ও ছবি শেয়ার করেছেন। সাফোকের বাসিন্দা স্টিভেন হল বিবিসিকে জানান, তিনি যখন আবর্জনার পাত্র বের করছিলেন, তখন তিনি একটি ‘বিশাল আতশবাজির মতো কিছু একটা’ দেখতে পান। তিনি আরও বলেন, ‘আমার মনে একবারের জন্য হলেও প্রশ্ন জেগেছিল, এটা কি কোনো ব্যাখ্যাতীত, অজানা উড়ন্ত বস্তু?’
ব্রিস্টলের ডেভ জানান, প্রথমে তিনি নীল কুণ্ডলীটিকে ‘হেডলাইট জ্বালানো একটি বিমান’ বলে মনে করেছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ করে এটি ঝাপসা হয়ে যায় এবং আমি ভেবেছিলাম, ওহ্, এটা মেঘে ঢুকে গেছে। কিন্তু পরে বুঝতে পারি, সেখানে কোনো মেঘ ছিল না।’
ডেভ আরও বলেন, ‘আমি প্রায় এক মিনিট ধরে এই অস্পষ্ট আলো দেখেছিলাম। একপর্যায়ে এটি থেকে একধরনের বাহু বের হতে শুরু করে এবং ঘুরতে থাকে। আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম, এটা স্পেসএক্স। কারণ, আমি ইউটিউবে এটা অনেক দেখেছি, কিন্তু পুরোপুরি বুঝতে পারছি, কেন অন্যরা এতে হতবাক হয়ে গিয়েছিল—সত্যিই এটিকে ভিনগ্রহের কিছু বলে মনে হচ্ছিল।’
যুক্তরাজ্যের আকাশে গত সোমবার এক বিশাল ঝলমলে আলোর কুণ্ডলী দেখা যায়। সেটি দেখার পরপরই স্থানীয়দের অনেকের মধ্যে অ্যালিয়েন তথা ভিনগ্রহের প্রাণীদের আগমনের জল্পনা তৈরি হয়। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি সে রকম কিছু নয়। গবেষকেরা মনে করছেন, এটি স্পেসএক্স রকেটের কারণে ঘটেছে।
ব্রিটেনের আকাশে কয়েক মিনিট ধরে দৃশ্যমান এই ঘূর্ণমান কুণ্ডলীকে প্রথমে অনেকে বিমান, এমনকি ভিনগ্রহের কোনো যানের কার্যকলাপ বলেও মনে করেছিলেন। তবে এখন মনে করা হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপিত একটি রকেটের কারণে হয়েছে।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স স্থানীয় সময় সোমবার বেলা ১টা ৫০ মিনিটের কিছু আগে মার্কিন সরকারের একটি প্রকল্পের জন্য একটি রকেট উৎক্ষেপণ করে। রকেটটি ছিল ফ্যালকন-৯। ধারণা করা হচ্ছে, রকেটের হিমায়িত ধোঁয়ার কারণে এই দৃশ্যের অবতারণা হয়েছিল।
ব্রিটিশ আবহাওয়া বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, ‘রকেটের হিমায়িত ধোঁয়া বায়ুমণ্ডলে ঘুরতে ঘুরতে সূর্যের আলো প্রতিফলিত করছে, ফলে আকাশে এটিকে একটি ঘূর্ণমান কুণ্ডলীর মতো দেখাচ্ছিল।’
হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের বেফোর্ডবারি অবজারভেটরির জ্যেষ্ঠ টেকনিক্যাল অফিসার লর্ড ডোভার জানান, সন্ধ্যা ৭টা ৫২ মিনিট থেকে প্রায় ১০ মিনিট ধরে কুণ্ডলীটি দৃশ্যমান ছিল। অদৃশ্য হওয়ার আগে এটি আকাশজুড়ে বিস্তৃতি লাভ করেছিল। তিনি বলেন, ‘ (স্পেসএক্স) রকেটটি পৃথিবীতে ফিরে আসার আগে ওজন কমানোর জন্য ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জ্বালানি ফেলেছিল।’
লর্ড ডোভার আরও বলেন, ‘এই জ্বালানি একটি বিস্তৃত ও ঘূর্ণমান মেঘ তৈরি করে, যা আটলান্টিক মহাসাগর পেরিয়ে আসার সময় এক বিশাল কুণ্ডলীতে পরিণত হয়। বিশ্বের কিছু অংশে এমন দৃশ্য সাধারণ হলেও যুক্তরাজ্য থেকে রকেট উৎক্ষেপণের পর এমন দৃশ্য দেখতে পাওয়া এখনো অস্বাভাবিক।’
এই মহাজাগতিক দৃশ্য ইউরোপের বেশির ভাগ অংশে দেখা গেছে এবং শত শত মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এর ফুটেজ ও ছবি শেয়ার করেছেন। সাফোকের বাসিন্দা স্টিভেন হল বিবিসিকে জানান, তিনি যখন আবর্জনার পাত্র বের করছিলেন, তখন তিনি একটি ‘বিশাল আতশবাজির মতো কিছু একটা’ দেখতে পান। তিনি আরও বলেন, ‘আমার মনে একবারের জন্য হলেও প্রশ্ন জেগেছিল, এটা কি কোনো ব্যাখ্যাতীত, অজানা উড়ন্ত বস্তু?’
ব্রিস্টলের ডেভ জানান, প্রথমে তিনি নীল কুণ্ডলীটিকে ‘হেডলাইট জ্বালানো একটি বিমান’ বলে মনে করেছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ করে এটি ঝাপসা হয়ে যায় এবং আমি ভেবেছিলাম, ওহ্, এটা মেঘে ঢুকে গেছে। কিন্তু পরে বুঝতে পারি, সেখানে কোনো মেঘ ছিল না।’
ডেভ আরও বলেন, ‘আমি প্রায় এক মিনিট ধরে এই অস্পষ্ট আলো দেখেছিলাম। একপর্যায়ে এটি থেকে একধরনের বাহু বের হতে শুরু করে এবং ঘুরতে থাকে। আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম, এটা স্পেসএক্স। কারণ, আমি ইউটিউবে এটা অনেক দেখেছি, কিন্তু পুরোপুরি বুঝতে পারছি, কেন অন্যরা এতে হতবাক হয়ে গিয়েছিল—সত্যিই এটিকে ভিনগ্রহের কিছু বলে মনে হচ্ছিল।’
গত শুক্রবার ভয়াবহ ভূমিকম্পের সময় ব্যাংককের উঁচু ভবনগুলো বিপজ্জনকভাবে দুলতে দেখা গেছে, এমনকি ছাদের সুইমিং পুল থেকে পানি ছিটকে পড়তে দেখা গেছে। তবে চাটুহাক জেলার অডিটর–জেনারেলের অফিসের নির্মাণাধীন সদর দপ্তরটিই একমাত্র বহুতল ভবন যা ধসে পড়েছে। প্রশ্ন উঠেছে, কেন শুধু এই ভবনটিই ধসে পড়ল? বাকিগুলো কেন অক্ষত?
১ ঘণ্টা আগেব্রিটিশদের হতাশ করে ইউরোপের জনপ্রিয় লটারি প্রতিযোগিতা ‘ইউরোমিলিয়নস’ জিতে নিয়েছেন এক অস্ট্রিয়ান। ব্রিটিশ টিকিটধারীদের হতাশ হওয়ার কারণ হলো, এবারে যিনি এই জ্যাকপট জিতেছেন, তার পরিমাণ এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি, ২৭ কোটি ডলারেও বেশি।
১ ঘণ্টা আগেঅবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হামাস। গতকাল শনিবার ঈদু ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে গাজায় হামাসের প্রধান খলিল আল-হাইয়া এ কথা জানান। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, হামাস অস্ত্র ছাড়বে না। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে। অর্থাৎ, প্রায় দেড় বছর সময় ধরে ইসরায়েলিরা গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে গাজাবাসী দুটি ঈদ পালন করেছেন। ঈদের দিনগুলোতেও ইসরায়েলিরা গাজায় তাণ্ডব চালিয়েছে। এবারও সে রকমটাই হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে