ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ১১৬ কয়েদি নিহত, আহত ৮০

অনলাইন ডেস্ক
Thumbnail image

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় নিহত বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮০ জন। এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কারাগারে দাঙ্গার ঘটনা। গতকাল মঙ্গলবার ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে ঘটনাটি ঘটে। 

আজ বুধবার দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো ওই কারাগারে নিরাপত্তা বাহিনীর আরও বেশি সংখ্যক সদস্য পাঠনোর ঘোষণা দিয়েছেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কারাগারে দাঙ্গার ঘটনায় পাঁচজনকে শিরশ্ছেদ ও বাকিদের গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ কমান্ডার ফাউস্তো বুয়োনানো বলেন, কয়েদিরা গ্রেনেডও ছুড়েছে। 

কারাগারের বাইরে বন্দীদের আত্মীয়দের অপেক্ষাইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসসো বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক। ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের কারণে সন্ত্রাসী গ্রুপগুলো কারাগারগুলোকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। মহান সৃষ্টিকর্তা ইকুয়েডরের ভালো করুন যেন আমরা প্রাণহানির সংখ্যা এড়াতে পারি। এটিই আমার প্রার্থনা।’ 

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও জুলাইয়ে ইকুয়েডরে দাঙ্গার ঘটনা ঘটে। ফেব্রুয়ারির দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ৭৯ জন। আর জুলাই মাসের দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ২২ জন। 

হিউম্যান রাইটস ওয়াচ ইকুয়েডরের সরকারকে কারাগারের সহিংসতা পুরোপুরি তদন্ত করতে এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত