অনলাইন ডেস্ক
ইউক্রেনের নীতিনির্ধারকেরা যেসব স্থাপনা বা অবকাঠামোতে বসে সিদ্ধান্ত গ্রহণ করেন, এবার সেসব স্থানে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সমষ্টিগত নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও) সম্মেলনে উপস্থিত হয়ে এই হুমকি দেন রাশিয়ার প্রেসিডেন্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রাশিয়া ন্যাটোভুক্ত সব দেশের সম্মিলিত ক্ষেপণাস্ত্র উৎপাদনের চেয়ে দশগুণ বেশি ক্ষেপণাস্ত্র উৎপাদন করে। প্রয়োজন হলে, রাশিয়া কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলোতে তাদের নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলা করার হুমকি দিয়েছেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘রাশিয়া শত্রুর কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এই নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে বাধ্য হয়েছে।’ রাশিয়ার এই ব্যবস্থা গ্রহণ মূলত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর ঘটনার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। পুতিন আরও দাবি করেন, ‘বিশ্বে রুশ (ক্ষেপণাস্ত্র) ওরেশনিকের কোনো তুলনা নেই এবং পশ্চিমা দেশগুলো এর সমতুল্য কোনো ক্ষেপণাস্ত্র শিগগিরই তৈরি করতে পারবে না।’
ভ্লাদিমির পুতিন আরও বলেন, ‘ওরেশনিকের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে এর আঘাতের শক্তি পারমাণবিক অস্ত্রের সমান হতে পারে।’ তিনি উল্লেখ করেন, কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলো ওরেশনিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে পারে। রাশিয়ার নেতা জানান, ইউক্রেন এরই মধ্যে মস্কো ও সেন্ট পিটার্সবার্গে একাধিক হামলা চালিয়েছে। এ মাসের শুরুতে ইউক্রেন মস্কোর ওপর সবচেয়ে বড় ড্রোন হামলাটি চালিয়েছিল।
মার্কিন ও ব্রিটিশ নিরাপত্তা সূত্রগুলো গত সপ্তাহে দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাত্ত্বিকভাবে এর পাল্লা সাড়ে ৫ হাজার কিলোমিটারের নিচে। অর্থাৎ, এই ক্ষেপণাস্ত্র রাশিয়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছোড়া হলে তা ইউরোপের অধিকাংশ এলাকায়ই আঘাত হানতে পারবে, তবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা নেই।
রুশ রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, কাজাখস্তানে পুতিন আরও বলেছেন যে, অন্যান্য নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শিগগিরই আসতে পারে এবং রাশিয়া ইউক্রেনের রণক্ষেত্রে ওরেশনিকের ব্যবহার চালিয়ে যাবে।
ইউক্রেনের নীতিনির্ধারকেরা যেসব স্থাপনা বা অবকাঠামোতে বসে সিদ্ধান্ত গ্রহণ করেন, এবার সেসব স্থানে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সমষ্টিগত নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও) সম্মেলনে উপস্থিত হয়ে এই হুমকি দেন রাশিয়ার প্রেসিডেন্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রাশিয়া ন্যাটোভুক্ত সব দেশের সম্মিলিত ক্ষেপণাস্ত্র উৎপাদনের চেয়ে দশগুণ বেশি ক্ষেপণাস্ত্র উৎপাদন করে। প্রয়োজন হলে, রাশিয়া কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলোতে তাদের নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলা করার হুমকি দিয়েছেন তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘রাশিয়া শত্রুর কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এই নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে বাধ্য হয়েছে।’ রাশিয়ার এই ব্যবস্থা গ্রহণ মূলত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর ঘটনার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। পুতিন আরও দাবি করেন, ‘বিশ্বে রুশ (ক্ষেপণাস্ত্র) ওরেশনিকের কোনো তুলনা নেই এবং পশ্চিমা দেশগুলো এর সমতুল্য কোনো ক্ষেপণাস্ত্র শিগগিরই তৈরি করতে পারবে না।’
ভ্লাদিমির পুতিন আরও বলেন, ‘ওরেশনিকের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে এর আঘাতের শক্তি পারমাণবিক অস্ত্রের সমান হতে পারে।’ তিনি উল্লেখ করেন, কিয়েভের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলো ওরেশনিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে পারে। রাশিয়ার নেতা জানান, ইউক্রেন এরই মধ্যে মস্কো ও সেন্ট পিটার্সবার্গে একাধিক হামলা চালিয়েছে। এ মাসের শুরুতে ইউক্রেন মস্কোর ওপর সবচেয়ে বড় ড্রোন হামলাটি চালিয়েছিল।
মার্কিন ও ব্রিটিশ নিরাপত্তা সূত্রগুলো গত সপ্তাহে দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাত্ত্বিকভাবে এর পাল্লা সাড়ে ৫ হাজার কিলোমিটারের নিচে। অর্থাৎ, এই ক্ষেপণাস্ত্র রাশিয়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছোড়া হলে তা ইউরোপের অধিকাংশ এলাকায়ই আঘাত হানতে পারবে, তবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা নেই।
রুশ রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, কাজাখস্তানে পুতিন আরও বলেছেন যে, অন্যান্য নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শিগগিরই আসতে পারে এবং রাশিয়া ইউক্রেনের রণক্ষেত্রে ওরেশনিকের ব্যবহার চালিয়ে যাবে।
গত ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় ইমরান খান, বুশরা বিবি ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির শত শত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পাকিস্তান সরকার। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানসহ ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। কাত
১ মিনিট আগেযুক্তরাজ্যের সাতটি রাজনৈতিক দলের ৬০ জনেরও বেশি এমপি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে চিঠি লিখে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তারা ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানান। আজ বৃহস্পতিব
৭ মিনিট আগেড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যত দিন না সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিচ্ছে, তত দিন ভারতের উচিত বাংলাদেশিদের ভিসা বন্ধ রাখা। পাশাপাশি বাংলাদেশে আমদানি-রপ্তানিও বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের সাবেক সভাপতি শুভেন্দু অধিকারী। বাংলাদেশ
৩১ মিনিট আগেরয়টার্স জানিয়েছে, সন্ন্যাসী সিরিপান্নোর বিলিয়নিয়ার সেই বাবা মালয়েশিয়ার বিশিষ্ট টেলিকম এবং মিডিয়া টাইকুন আনন্দ কৃষ্ণণ ৮৬ বছর বয়সে মারা গেছেন। আনন্দ কৃষ্ণণের ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠান উসাহা তেগাস সডিএন বিহাদ এই খবরটি নিশ্চিত করেছে। তাঁর পরিবার এই বিষয়ে গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছে।
৪৪ মিনিট আগে