Ajker Patrika

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

অনলাইন ডেস্ক
বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর নতুন করে জেগেছে শঙ্কা। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ২৯৮ জন, যা আগের দিনের তুলনায় ৮ হাজার ৯২৭ জন বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৪৬ জনের, যা আগের দিনের তুলনায় ৭৩৬ জন বেশি। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২৬ কোটি ২৪ লাখ ২৯ হাজার ২৮৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২ লাখ ২৪ হাজার ৮০৮ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৩ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ৫৮৫ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৫৬ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ৩১৭ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট শনাক্ত হয়েছেন ৪ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৮৭৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ১ হাজার ৪৯ জনের। 

বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৮৬০ জন। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৬ লাখ ৪ হাজার ২৩৩ জনের এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৯৬৪ জনের। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।          

   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত