অনলাইন ডেস্ক
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের বাইরে রাস্তা তখন কানায় কানায় ভরে উঠেছে। কারণ, কিংবদন্তি পেলে আর নেই! রাতেই ভক্তরা ছুটে এসেছেন আলবার্ট আইনস্টাইন হাসপাতালের সমানে। তাঁদের চোখে জল, গায়ে ১০ নম্বর জার্সি। হাসপাতালের বাইরে টানানো ব্যানার, তাতে লেখা—‘কিংবদন্তি রাজা পেলে’।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ব্রাজিলে এমন মুহূর্ত আর আসেনি। কখনো আসবেও না। পেলে একজনই, তাঁকে হারানোর শোকও একবারই আসে। তবু ভক্তরা আশায় ছিলেন, হয়তো তিনি অসুস্থতাকে লাথি মেরে উড়িয়ে দিয়ে ফিরে আসবেন জীবনের কল্লোলে। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের আশার গুড়ে বালিই পড়ল। পেলে চোখ মুদলেন চিরতরে।
বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন পেলে। তাঁর সর্বশেষ খবর জানার জন্য ভক্তরা নিয়মিতই কেলি নাসিমেন্তোর ইনস্টাগ্রামে ঢুঁ মারছিলেন। কারণ, কেলি নাসিমেন্তো হচ্ছেন পেলের মেয়ে, তিনিই নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করে জানাচ্ছিলেন বাবার সর্বশেষ খবর।
তবে পেলের মৃত্যুর খবরটি এল হাসপাতাল থেকে। একটি বিবৃতির মাধ্যমে আলবার্ট আইনস্টাইন হাসপাতাল জানাল সেই দুঃসহ বেদনার খবর—আমাদের সবার প্রিয় রাজা, কিংবদন্তি পেলে কোলন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মৃত্যুবরণ করেছেন। আমরা তাঁর পরিবারের সঙ্গে এই অপূরণীয় দুঃখ ভাগ করে নিতে চাই।
পেলে ছিলেন বিশ্বজুড়েই একজন ফুটবল কিংবদন্তি। তবে ব্রাজিলের জন্য তিনি ছিলেন ফুটবলারের বাইরে আরও বেশি কিছু। শোকে মুহ্যমান ভক্তদের হাসপাতালে সামনে জড়ো হওয়া সেটিই প্রমাণ করে।
আগামী রোববার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘পেলের খেলা দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সেটি নিছক কোনো খেলা ছিল না, যেন একটি শো। তিনি দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর মতো ‘‘১০ নম্বর’’ ব্রাজিলে কখনো ছিল না।’
শুধু লুলা দ্য সিলভাই নয়, প্রতিটি ব্রাজিলিয়ানের কাছেই পেলে মানে অন্য কিছু। আগের প্রজন্ম তাঁকে মনে রেখেছে একজন খেলোয়াড় হিসেবে। কিন্তু তরুণদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন তাঁর অসাধারণ গুণাবলির জন্য। তিনিই একমাত্র ফুটবলার, যিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
ব্রাজিল এমন একটি দেশ, যারা নিজেদের পরিচয় দেয় ফুটবলের মাধ্যমে। বিশ্বকাপের সময় ব্রাজিলের খেলা দেখার জন্য দেশের নাগরিকদের ছুটি দেওয়া হয়। পৃথিবীর আর কোনো দেশে এমন নজির আছে কি না, সন্দেহ। সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় দল যখন খেলতে গেছে, পেলে তখন হাসপাতালের বিছানায় শুয়ে যমের সঙ্গে লড়াই করছিলেন। তবু সেই অবস্থায়ও তিনি ব্রাজিল দলের জন্য শুভকামনা জানিয়েছেন, খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন। তাই তিন তিনবার ব্রাজিলকে শিরোপা এনে দেওয়া কিংবদন্তির মৃত্যু বড় মর্মান্তিক হয়ে বুকে বিঁধেছে ব্রাজিলবাসীর।
যাঁদের ফুটবলের প্রতি আগ্রহ নেই, তাঁরাও পেলেকে ‘রাজা’ বলে মানেন। তিনি ছিলেন সারা বিশ্বে ফুটবলের রাজা। তবু তিনি ব্রাজিলের বাইরে বিদেশের ক্লাবগুলোতে খুব একটা খেলেননি। সব সময় দেশীয় ফুটবল ক্লাব সান্তোসের হয়েই খেলেছেন। তিনি বুকের মাঝে যে ব্রাজিলকে ধারণ করতেন, সেই ব্রাজিলের প্রতিনিধিত্বই করেছেন সর্বদা। বিদেশের ক্লাবগুলোর বিপুল টাকার হাতছানির কাছে কখনোই পরাজিত হয়নি তাঁর প্রখর জাতীয়তাবোধ।
১৯৬১ সালে ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট জ্যানিও কোয়াড্রোস পেলেকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা করেছিলেন। এর অর্থ হচ্ছে, তিনি আর বিদেশি ক্লাবের হয়ে ‘রপ্তানি’ হতে পারবেন না। কারণ তিনি জাতির গর্ব, জাতির নায়ক। তাঁর গুরুত্ব ও মর্যাদা অপরিসীম।
ব্রাজিল হচ্ছে সেই দেশ, যেখানে বর্ণবৈষম্য ও শ্রেণিবৈষম্য এখনো ভয়ংকরভাবে প্রবল। সেই দেশের একজন কালো ফুটবলার পেলে, দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত অবস্থা থেকে উঠে এসে অবিশ্বাস্য সাফল্যের ফুল ফুটিয়েছেন। হয়ে উঠেছেন সারা ব্রাজিলের সর্বজনের গর্ব।
পেলে তাঁর জীবদ্দশায় বর্ণবাদ নিয়ে খুব কমই কথা বলেছেন। এ জন্য কখনো কখনো তিনি সমালোচিতও হয়েছেন। তবে তিনি ইতিহাসে অমর অক্ষয় হয়ে থাকবেন ফুটবলের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর ব্রাজিলিয়ানদের ফুটবলার হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
পেলে যখন রাজনীতির মাঠে নেমেছিলেন, তখনো ছিলেন অসম্ভব বিনয়ী। তাঁর সেই বিনয়কে অবশ্য অনেকেই দেখেছিলেন ‘দুর্বলতা’ হিসেবে। তিনি বেঁচে ছিলেন ব্রাজিলের অশান্ত রাজনীতির মধ্যে। দেখেছেন স্বৈরাচারের শাসনও। স্বচক্ষে অবলোকন করেছেন ক্রমশ বিভক্ত হয়ে ওঠা দেশের রাজনীতি। তবু সব সময়ই তিনি নীরব থেকেছেন। বিশ্লেষকেরা বলেছেন, তাঁর এই নীরবতাই তাঁকে সর্বজনের কাছে সম্মানিত ও জনপ্রিয় করে তুলেছিল।
অবশেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই ফুটবলার, ব্রাজিলের কালো মানিক, সবার প্রিয় রাজা পৃথিবী থেকে বিদায় নিলেন। গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোয় আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। পেলে এখন চলে গেলেও ব্রাজিল চিরকাল তাঁর স্মৃতি স্মরণ করবে, সন্দেহ নেই।
আরও পড়ুন:
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের বাইরে রাস্তা তখন কানায় কানায় ভরে উঠেছে। কারণ, কিংবদন্তি পেলে আর নেই! রাতেই ভক্তরা ছুটে এসেছেন আলবার্ট আইনস্টাইন হাসপাতালের সমানে। তাঁদের চোখে জল, গায়ে ১০ নম্বর জার্সি। হাসপাতালের বাইরে টানানো ব্যানার, তাতে লেখা—‘কিংবদন্তি রাজা পেলে’।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ব্রাজিলে এমন মুহূর্ত আর আসেনি। কখনো আসবেও না। পেলে একজনই, তাঁকে হারানোর শোকও একবারই আসে। তবু ভক্তরা আশায় ছিলেন, হয়তো তিনি অসুস্থতাকে লাথি মেরে উড়িয়ে দিয়ে ফিরে আসবেন জীবনের কল্লোলে। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের আশার গুড়ে বালিই পড়ল। পেলে চোখ মুদলেন চিরতরে।
বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন পেলে। তাঁর সর্বশেষ খবর জানার জন্য ভক্তরা নিয়মিতই কেলি নাসিমেন্তোর ইনস্টাগ্রামে ঢুঁ মারছিলেন। কারণ, কেলি নাসিমেন্তো হচ্ছেন পেলের মেয়ে, তিনিই নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করে জানাচ্ছিলেন বাবার সর্বশেষ খবর।
তবে পেলের মৃত্যুর খবরটি এল হাসপাতাল থেকে। একটি বিবৃতির মাধ্যমে আলবার্ট আইনস্টাইন হাসপাতাল জানাল সেই দুঃসহ বেদনার খবর—আমাদের সবার প্রিয় রাজা, কিংবদন্তি পেলে কোলন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মৃত্যুবরণ করেছেন। আমরা তাঁর পরিবারের সঙ্গে এই অপূরণীয় দুঃখ ভাগ করে নিতে চাই।
পেলে ছিলেন বিশ্বজুড়েই একজন ফুটবল কিংবদন্তি। তবে ব্রাজিলের জন্য তিনি ছিলেন ফুটবলারের বাইরে আরও বেশি কিছু। শোকে মুহ্যমান ভক্তদের হাসপাতালে সামনে জড়ো হওয়া সেটিই প্রমাণ করে।
আগামী রোববার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘পেলের খেলা দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সেটি নিছক কোনো খেলা ছিল না, যেন একটি শো। তিনি দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর মতো ‘‘১০ নম্বর’’ ব্রাজিলে কখনো ছিল না।’
শুধু লুলা দ্য সিলভাই নয়, প্রতিটি ব্রাজিলিয়ানের কাছেই পেলে মানে অন্য কিছু। আগের প্রজন্ম তাঁকে মনে রেখেছে একজন খেলোয়াড় হিসেবে। কিন্তু তরুণদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন তাঁর অসাধারণ গুণাবলির জন্য। তিনিই একমাত্র ফুটবলার, যিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
ব্রাজিল এমন একটি দেশ, যারা নিজেদের পরিচয় দেয় ফুটবলের মাধ্যমে। বিশ্বকাপের সময় ব্রাজিলের খেলা দেখার জন্য দেশের নাগরিকদের ছুটি দেওয়া হয়। পৃথিবীর আর কোনো দেশে এমন নজির আছে কি না, সন্দেহ। সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় দল যখন খেলতে গেছে, পেলে তখন হাসপাতালের বিছানায় শুয়ে যমের সঙ্গে লড়াই করছিলেন। তবু সেই অবস্থায়ও তিনি ব্রাজিল দলের জন্য শুভকামনা জানিয়েছেন, খেলোয়াড়দের উজ্জীবিত করেছেন। তাই তিন তিনবার ব্রাজিলকে শিরোপা এনে দেওয়া কিংবদন্তির মৃত্যু বড় মর্মান্তিক হয়ে বুকে বিঁধেছে ব্রাজিলবাসীর।
যাঁদের ফুটবলের প্রতি আগ্রহ নেই, তাঁরাও পেলেকে ‘রাজা’ বলে মানেন। তিনি ছিলেন সারা বিশ্বে ফুটবলের রাজা। তবু তিনি ব্রাজিলের বাইরে বিদেশের ক্লাবগুলোতে খুব একটা খেলেননি। সব সময় দেশীয় ফুটবল ক্লাব সান্তোসের হয়েই খেলেছেন। তিনি বুকের মাঝে যে ব্রাজিলকে ধারণ করতেন, সেই ব্রাজিলের প্রতিনিধিত্বই করেছেন সর্বদা। বিদেশের ক্লাবগুলোর বিপুল টাকার হাতছানির কাছে কখনোই পরাজিত হয়নি তাঁর প্রখর জাতীয়তাবোধ।
১৯৬১ সালে ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট জ্যানিও কোয়াড্রোস পেলেকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা করেছিলেন। এর অর্থ হচ্ছে, তিনি আর বিদেশি ক্লাবের হয়ে ‘রপ্তানি’ হতে পারবেন না। কারণ তিনি জাতির গর্ব, জাতির নায়ক। তাঁর গুরুত্ব ও মর্যাদা অপরিসীম।
ব্রাজিল হচ্ছে সেই দেশ, যেখানে বর্ণবৈষম্য ও শ্রেণিবৈষম্য এখনো ভয়ংকরভাবে প্রবল। সেই দেশের একজন কালো ফুটবলার পেলে, দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত অবস্থা থেকে উঠে এসে অবিশ্বাস্য সাফল্যের ফুল ফুটিয়েছেন। হয়ে উঠেছেন সারা ব্রাজিলের সর্বজনের গর্ব।
পেলে তাঁর জীবদ্দশায় বর্ণবাদ নিয়ে খুব কমই কথা বলেছেন। এ জন্য কখনো কখনো তিনি সমালোচিতও হয়েছেন। তবে তিনি ইতিহাসে অমর অক্ষয় হয়ে থাকবেন ফুটবলের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর ব্রাজিলিয়ানদের ফুটবলার হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
পেলে যখন রাজনীতির মাঠে নেমেছিলেন, তখনো ছিলেন অসম্ভব বিনয়ী। তাঁর সেই বিনয়কে অবশ্য অনেকেই দেখেছিলেন ‘দুর্বলতা’ হিসেবে। তিনি বেঁচে ছিলেন ব্রাজিলের অশান্ত রাজনীতির মধ্যে। দেখেছেন স্বৈরাচারের শাসনও। স্বচক্ষে অবলোকন করেছেন ক্রমশ বিভক্ত হয়ে ওঠা দেশের রাজনীতি। তবু সব সময়ই তিনি নীরব থেকেছেন। বিশ্লেষকেরা বলেছেন, তাঁর এই নীরবতাই তাঁকে সর্বজনের কাছে সম্মানিত ও জনপ্রিয় করে তুলেছিল।
অবশেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই ফুটবলার, ব্রাজিলের কালো মানিক, সবার প্রিয় রাজা পৃথিবী থেকে বিদায় নিলেন। গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোয় আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। পেলে এখন চলে গেলেও ব্রাজিল চিরকাল তাঁর স্মৃতি স্মরণ করবে, সন্দেহ নেই।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি ময়লার ট্রাক চালিয়েছেন। স্থানীয় সময় গতকাল যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নির্বাচনী মোটর শোভাযাত্রায় ময়লার ট্রাকে আরোহী হন তিনি
২ ঘণ্টা আগেঘোষিত সময়ের মধ্যেই পূর্ব লাদাখে বিতর্কিত সীমান্ত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের কাজ শেষ করেছে ভারত ও চীন। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিষয়টি এনডিটিভিকে জানিয়েছে। সূত্রটি বলেছে, শিগগির এই অঞ্চলে নিয়মিত টহল শুরু হবে। এ ছাড়া, দীপাবলি উপলক্ষে চীনা পক্ষ থেকে ভারতীয়দের মিষ্টিও উপহার দেওয়া
৩ ঘণ্টা আগেফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জনমত গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
৫ ঘণ্টা আগেলেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি
৬ ঘণ্টা আগে