দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে সৌদি আরবের সম্মেলন, উপস্থিত ৯০ দেশ

অনলাইন ডেস্ক
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১২: ৩৬
Thumbnail image
রিয়াদে সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বৈশ্বিক সম্মেলন। যেখানে ৯০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। ছবি: এএফপি

ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জনমত গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সৌদি আরবের উদ্যোগে এই প্রথম কোনো বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যার লক্ষ্য ফিলিস্তিনি অঞ্চলে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার রিয়াদে অনুষ্ঠিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে পেছনে ফেলে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে বৈশ্বিক জোট গঠন করা সম্ভব হয়।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ৯০টি দেশের অংশগ্রহণে হওয়া এই বৈঠককে এ বিষয়ে ‘বহু পদক্ষেপের মধ্যে অন্যতম প্রথম পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘সৌদি আরব ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন করবে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য সৌদি আরবের শর্ত।’

এর আগে, গত সেপ্টেম্বরে সৌদি আরব এই বৈশ্বিক জোটের সূচনা করে, যাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে এই দীর্ঘমেয়াদি সংঘাতের সমাধান করা যায়। গত সোমবার এই সম্মেলনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, এই বৈশ্বিক জোটের বৈঠক ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটাতে এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রচেষ্টাকে আরও জোরদার করবে।

এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি।

লেবাননের সম্প্রচারমাধ্যম আল-জাদিদকে দেওয়া সাক্ষাৎকারে নাজিব মিকাতি গতকাল বুধবার বলেন, ‘আজ (বুধবার) হচস্টেইনের সঙ্গে কথোপকথনে মনে হলো, সম্ভবত আমরা আগামী কয়েক দিনের মধ্যে—৫ নভেম্বরের আগে একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারি।’ হচস্টেইন আজ বৃহস্পতিবার এই ইস্যুতে আলোচনা করতে ইসরায়েল সফর করবেন।

এদিকে, হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেম গতকাল বুধবার বলেছেন, গ্রহণযোগ্য শর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে তাঁর দল রাজি। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো প্রস্তাব পাননি তাঁরা। এ বিষয়ে নাজিব মিকাতি বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি...আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে যুদ্ধবিরতি অর্জন করতে।’

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল, লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লেবাননে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি সম্পন্ন হতে পারে।

প্রতিবেদন অনুসারে, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে এরই মধ্যে ইসরায়েলি মন্ত্রিসভা, সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে সীমিত পরিসরে আক্রমণ চালানো শুরু করে। শুরুতেই হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল, গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হলে তারা ইসরায়েলে আক্রমণ বন্ধ করবে না। জবাবে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। সর্বশেষ, গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত