অনলাইন ডেস্ক
লুক্সেমবার্গ লিকস, সুইস লিকস হয়ে পানামা পেপারস বা প্যারাডাইস পেপারস বিশ্বের বহু কিছুই ওলটপালট করে দিয়েছে। আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করে দেওয়া এই গোপন নথিগুলো প্রকাশের পর বহু দেশের রাজনৈতিক পরিমণ্ডলেও এসেছে বড় পরিবর্তন। এবার সেই একই পথ দিয়ে এল প্যানডোরা পেপারস, যেখানে বিশ্বের বর্তমান ও সাবেক অন্তত ৩৫ নেতার নাম রয়েছে। এ ছাড়া রয়েছে কমপক্ষে ৩০০ সরকারি কর্মকর্তার নাম, যাদের গোপন আর্থিক লেনদেনের তথ্য রয়েছে সদ্য প্রকাশ হওয়া এই গোপন নথিতে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বনেতা, রাজনীতি ও শতকোটিপতিদের নানা গোপন সম্পদ ও লেনদেনের তথ্য সংবলিত নতুন এই গোপন নথি প্রকাশের মধ্য দিয়ে আবারও একটা বড়সড় ঝাঁকুনি লাগল সারা বিশ্বে। সত্যিকার অর্থেই যেন গ্রিক মিথের সেই প্যানডোরার বাক্স খুলে গেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। প্যানডোরা পেপারসকে বলা হচ্ছে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির নথি। এতে অন্তত ৩৫ বিশ্বনেতার নাম উঠে এসেছে। রয়েছে বিভিন্ন দেশের তিন শতাধিক সরকারি কর্মকর্তার নামও।
কী আছে এই নতুন নথিতে? জর্ডানের রাজা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে গোপনে ৭০ মিলিয়ন পাউন্ডের (৮ কোটি ডলারের বেশি) সম্পদ কিনে রেখেছেন। যুক্তরাজ্যে যেমন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী লন্ডন অফিস কেনার সময় ৩ লাখ ১২ হাজার পাউন্ড স্ট্যাম্প শুল্ক দেননি। আর ভবনটি কিনেছিলেন তাঁরা বিদেশে নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে।
তালিকায় রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোনাকোতে তাঁর গোপনে কেনা সম্পদ রয়েছে। রয়েছেন আগামী সপ্তাহে নির্বাচনের মুখে দাঁড়ানো চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস, যিনি গোপনে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ১২ মিলিয়ন পাউন্ড ব্যয়ে একটি বিদেশি কোম্পানি মারফত দুটি বাড়ি কিনেছিলেন।
গত সাত বছরে বিশ্বের বড় বড় নেতাদের নানা আর্থিক কেলেঙ্কারি বিভিন্ন সময়ে ফাঁস হয়েছে। এর কোনোটি ফিনসেন ফাইলস, কোনোটি পানামা পেপারস, কোনোটি প্যারাডাইস পেপারস আবার কোনোটি লুক্সেমবার্গ লিকস নামে পরিচিতি। এই প্রতিটি নথি ফাঁসের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গনে হয়েছে নানা ওলটপালট। পাকিস্তানের নওয়াজ শরীফের কথাই ধরা যাক। পানামা পেপারসের কারণে তিনি পুরো পরিবার নিয়েই বিপাকে পড়েছিলেন। পাকিস্তানে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পেছনে এই আর্থিক কেলেঙ্কারির রয়েছে বড় ভূমিকা।
বরাবরের মতোই এবারও এই আর্থিক কেলেঙ্কারির গোপন নথি ফাঁস করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট আইসিআইজে, যেখানে রয়েছেন ৬৫০ জনের বেশি সাংবাদিক।
ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, বেলিজ, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ইত্যাদি দেশের ১৪টি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের ফাঁস হওয়া ১ কোটি ২০ লাখ নথি হাতে পেয়েছে বিবিসি প্যানারোমা, গার্ডিয়ানসহ বেশ কিছু সংবাদমাধ্যম। এই নথি বিশ্লেষণ করে বিবিসি জানায়, এগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি, অর্থপাচার, বৈশ্বিক কর ফাঁকির মতো আর্থিক অপরাধ। সবচেয়ে বড় যে বিষয় এই নথির মাধ্যমে সামনে এসেছে, তা হলো এই বিশ্বনেতা ও শতকোটিপতিরা কীভাবে অন্য দেশে গোপন সম্পদ কেনার জন্য বৈধভাবে বিভিন্ন কোম্পানি খুলে বসেছেন। নানা গোপন সম্পত্তি কেনার সঙ্গে বিদেশে খোলা এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯৫ হাজারের কম নয়।
এ বিষয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নতুন এই আর্থিক কেলেঙ্কারিতে নাম উঠে এসেছে বিভিন্ন দেশের সরকারের মন্ত্রী, মেয়র, সামরিক বাহিনীর জেনারেল, এমনকি বিচারকের। বিশ্বের ৯০টি দেশের রাজনৈতিক নেতা, সরকারপ্রধান কিংবা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার নাম রয়েছে এই প্যানডোরা পেপারসে। ব্রিটিশ কনজারভেটিভ পার্টির বড় বড় দাতাদের নাম উঠে এসেছে এই নতুন নথিতে। ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এখন সত্যিকার অর্থেই বিপাকে পড়েছেন। রয়েছেন বিশ্বের শতাধিক বিলিয়নিয়ার, তারকা, রক তারকা ও ব্যবসায়ী নেতারা। গোপন সম্পদের তালিকায় গোপন ব্যাংক অ্যাকাউন্ট যেমন রয়েছে, তেমনি রয়েছে বিলাসবহুল ইয়ট, বাড়ি, ম্যানসন, কম্বোডিয়া থেকে লুট করা অ্যান্টিক, পাবলো পিকাসোর চিত্রকর্ম, ম্যুরাল কিংবা বাঙ্কসির গ্রাফিতি।
লুক্সেমবার্গ লিকস, সুইস লিকস হয়ে পানামা পেপারস বা প্যারাডাইস পেপারস বিশ্বের বহু কিছুই ওলটপালট করে দিয়েছে। আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করে দেওয়া এই গোপন নথিগুলো প্রকাশের পর বহু দেশের রাজনৈতিক পরিমণ্ডলেও এসেছে বড় পরিবর্তন। এবার সেই একই পথ দিয়ে এল প্যানডোরা পেপারস, যেখানে বিশ্বের বর্তমান ও সাবেক অন্তত ৩৫ নেতার নাম রয়েছে। এ ছাড়া রয়েছে কমপক্ষে ৩০০ সরকারি কর্মকর্তার নাম, যাদের গোপন আর্থিক লেনদেনের তথ্য রয়েছে সদ্য প্রকাশ হওয়া এই গোপন নথিতে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বনেতা, রাজনীতি ও শতকোটিপতিদের নানা গোপন সম্পদ ও লেনদেনের তথ্য সংবলিত নতুন এই গোপন নথি প্রকাশের মধ্য দিয়ে আবারও একটা বড়সড় ঝাঁকুনি লাগল সারা বিশ্বে। সত্যিকার অর্থেই যেন গ্রিক মিথের সেই প্যানডোরার বাক্স খুলে গেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। প্যানডোরা পেপারসকে বলা হচ্ছে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির নথি। এতে অন্তত ৩৫ বিশ্বনেতার নাম উঠে এসেছে। রয়েছে বিভিন্ন দেশের তিন শতাধিক সরকারি কর্মকর্তার নামও।
কী আছে এই নতুন নথিতে? জর্ডানের রাজা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে গোপনে ৭০ মিলিয়ন পাউন্ডের (৮ কোটি ডলারের বেশি) সম্পদ কিনে রেখেছেন। যুক্তরাজ্যে যেমন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী লন্ডন অফিস কেনার সময় ৩ লাখ ১২ হাজার পাউন্ড স্ট্যাম্প শুল্ক দেননি। আর ভবনটি কিনেছিলেন তাঁরা বিদেশে নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে।
তালিকায় রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোনাকোতে তাঁর গোপনে কেনা সম্পদ রয়েছে। রয়েছেন আগামী সপ্তাহে নির্বাচনের মুখে দাঁড়ানো চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস, যিনি গোপনে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ১২ মিলিয়ন পাউন্ড ব্যয়ে একটি বিদেশি কোম্পানি মারফত দুটি বাড়ি কিনেছিলেন।
গত সাত বছরে বিশ্বের বড় বড় নেতাদের নানা আর্থিক কেলেঙ্কারি বিভিন্ন সময়ে ফাঁস হয়েছে। এর কোনোটি ফিনসেন ফাইলস, কোনোটি পানামা পেপারস, কোনোটি প্যারাডাইস পেপারস আবার কোনোটি লুক্সেমবার্গ লিকস নামে পরিচিতি। এই প্রতিটি নথি ফাঁসের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক অঙ্গনে হয়েছে নানা ওলটপালট। পাকিস্তানের নওয়াজ শরীফের কথাই ধরা যাক। পানামা পেপারসের কারণে তিনি পুরো পরিবার নিয়েই বিপাকে পড়েছিলেন। পাকিস্তানে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পেছনে এই আর্থিক কেলেঙ্কারির রয়েছে বড় ভূমিকা।
বরাবরের মতোই এবারও এই আর্থিক কেলেঙ্কারির গোপন নথি ফাঁস করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট আইসিআইজে, যেখানে রয়েছেন ৬৫০ জনের বেশি সাংবাদিক।
ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, বেলিজ, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ইত্যাদি দেশের ১৪টি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের ফাঁস হওয়া ১ কোটি ২০ লাখ নথি হাতে পেয়েছে বিবিসি প্যানারোমা, গার্ডিয়ানসহ বেশ কিছু সংবাদমাধ্যম। এই নথি বিশ্লেষণ করে বিবিসি জানায়, এগুলোর মধ্যে রয়েছে দুর্নীতি, অর্থপাচার, বৈশ্বিক কর ফাঁকির মতো আর্থিক অপরাধ। সবচেয়ে বড় যে বিষয় এই নথির মাধ্যমে সামনে এসেছে, তা হলো এই বিশ্বনেতা ও শতকোটিপতিরা কীভাবে অন্য দেশে গোপন সম্পদ কেনার জন্য বৈধভাবে বিভিন্ন কোম্পানি খুলে বসেছেন। নানা গোপন সম্পত্তি কেনার সঙ্গে বিদেশে খোলা এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯৫ হাজারের কম নয়।
এ বিষয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নতুন এই আর্থিক কেলেঙ্কারিতে নাম উঠে এসেছে বিভিন্ন দেশের সরকারের মন্ত্রী, মেয়র, সামরিক বাহিনীর জেনারেল, এমনকি বিচারকের। বিশ্বের ৯০টি দেশের রাজনৈতিক নেতা, সরকারপ্রধান কিংবা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার নাম রয়েছে এই প্যানডোরা পেপারসে। ব্রিটিশ কনজারভেটিভ পার্টির বড় বড় দাতাদের নাম উঠে এসেছে এই নতুন নথিতে। ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এখন সত্যিকার অর্থেই বিপাকে পড়েছেন। রয়েছেন বিশ্বের শতাধিক বিলিয়নিয়ার, তারকা, রক তারকা ও ব্যবসায়ী নেতারা। গোপন সম্পদের তালিকায় গোপন ব্যাংক অ্যাকাউন্ট যেমন রয়েছে, তেমনি রয়েছে বিলাসবহুল ইয়ট, বাড়ি, ম্যানসন, কম্বোডিয়া থেকে লুট করা অ্যান্টিক, পাবলো পিকাসোর চিত্রকর্ম, ম্যুরাল কিংবা বাঙ্কসির গ্রাফিতি।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, আগামী ৫ নভেম্বরের আগেই ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হচস্টেইন টেলিফোনে আলাপকালে তাঁকে এই ইঙ্গিত দিয়েছেন বলেও জানিয়েছেন মিকাতি
১৪ মিনিট আগেবাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে জরাজীর্ণ কাঁটাতারের বেড়ার ফায়দা তুলতে পারে স্বার্থান্বেষী মহল। এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভা সদস্য বিপ্লব কুমার দেব। তাঁর মতে, বাংলাদেশে আইনশৃঙ্খলার ‘অস্থির’ পরিস্থিতির কারণে এই বিষয়টি থেকে ফায়দা লুটতে পারে স্বার্থান্বেষী মহল
১ ঘণ্টা আগেকুয়েতে ঘরের ভেতরে চোখ ও হাত বেঁধে এক পুরুষকে লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে বাংলাদেশি এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
১ ঘণ্টা আগেআসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা হ্যারিস। গত মঙ্গলবার রয়টার্স-ইপসোস প্রকাশিত জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ কমলা হ্যারিস এবং ৪৩ শতাংশ ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। বাকি ১৩ শতাংশ লিবার্টেরিয়ান পার্টি, গ্রিন পার্টিসহ অন্যদের
২ ঘণ্টা আগে