অনলাইন ডেস্ক
বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে জরাজীর্ণ কাঁটাতারের বেড়ার ফায়দা তুলতে পারে স্বার্থান্বেষী মহল। এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভার সদস্য বিপ্লব কুমার দেব। তাঁর মতে, বাংলাদেশে আইনশৃঙ্খলার ‘অস্থির’ পরিস্থিতির কারণে বিষয়টি থেকে ফায়দা লুটতে পারে স্বার্থান্বেষী মহল।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্ত আছে। সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের ফলে নিরাপত্তা উদ্বেগের কারণে ত্রিপুরা আবারাও আলোচনায় এসেছে।
সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দপ্তর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটি চিঠি পাঠানো হয়। বিপ্লব কুমারের দপ্তর গতকাল বুধবার এই চিঠি প্রকাশ করেছে। এতে অমিত শাহর প্রতি অনুরোধ জানানো হয়েছে, ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের যে অংশে এখনো বেড়া দেওয়া হয়নি, তা দ্রুত শেষ করা হোক। চিঠিতে সাবেক এই মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, সীমান্তে বেড়ার কাজ সম্পূর্ণ করতে ভূমি অধিগ্রহণের কোনো সমস্যা নেই।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিপ্লব কুমার দেব জানিয়েছেন, এখনো ২৬ দশমিক ৬৪ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণকাজ সম্পন্ন হয়নি। এই অংশে নির্মাণকাজের গতি খুবই ধীর। তিনি দ্রুত এ কাজ সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি পুরোনো সীমান্ত বেড়া সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সদস্য নিযুক্ত হয়েছেন বিপ্লব কুমার দেব। চিঠিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমান্তের ফাঁকা অংশগুলোর সুযোগ স্বার্থান্বেষীরা গ্রহণ করতে পারে। তিনি সীমান্ত সুরক্ষায় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের সদস্যসংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন, যাতে বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে ত্রিপুরার ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।
বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে জরাজীর্ণ কাঁটাতারের বেড়ার ফায়দা তুলতে পারে স্বার্থান্বেষী মহল। এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভার সদস্য বিপ্লব কুমার দেব। তাঁর মতে, বাংলাদেশে আইনশৃঙ্খলার ‘অস্থির’ পরিস্থিতির কারণে বিষয়টি থেকে ফায়দা লুটতে পারে স্বার্থান্বেষী মহল।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্ত আছে। সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের ফলে নিরাপত্তা উদ্বেগের কারণে ত্রিপুরা আবারাও আলোচনায় এসেছে।
সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দপ্তর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটি চিঠি পাঠানো হয়। বিপ্লব কুমারের দপ্তর গতকাল বুধবার এই চিঠি প্রকাশ করেছে। এতে অমিত শাহর প্রতি অনুরোধ জানানো হয়েছে, ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের যে অংশে এখনো বেড়া দেওয়া হয়নি, তা দ্রুত শেষ করা হোক। চিঠিতে সাবেক এই মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, সীমান্তে বেড়ার কাজ সম্পূর্ণ করতে ভূমি অধিগ্রহণের কোনো সমস্যা নেই।
স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিপ্লব কুমার দেব জানিয়েছেন, এখনো ২৬ দশমিক ৬৪ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণকাজ সম্পন্ন হয়নি। এই অংশে নির্মাণকাজের গতি খুবই ধীর। তিনি দ্রুত এ কাজ সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি পুরোনো সীমান্ত বেড়া সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সদস্য নিযুক্ত হয়েছেন বিপ্লব কুমার দেব। চিঠিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সীমান্তের ফাঁকা অংশগুলোর সুযোগ স্বার্থান্বেষীরা গ্রহণ করতে পারে। তিনি সীমান্ত সুরক্ষায় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের সদস্যসংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন, যাতে বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে ত্রিপুরার ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে এবার মারা গেলেন অস্ট্রেলিয়ার এক কিশোরী। সম্প্রতি কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে দেশটিতে ঘুরতে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, সন্দেহজনক অ্যালকোহল পান করার পর ১৯ বছর বয়সী বিয়াঙ্কা জোনসের মৃত্যু ঘটে। বিগত কিছুদিনের মধ্যে বিয়াঙ্কার মৃত্যু ছিল এ ধরনের চতুর্থ ঘটনা।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে আদানি গ্রুপের প্রধান গৌতম আদানিকে ঘুষ ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করার পর আন্তর্জাতিক বাজারে ভারতীয় শিল্প গোষ্ঠীটির শেয়ারদরে ধস নেমেছে। আদানির বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আসার পর আজ বৃহস্পতিবার নাগাদ গোষ্ঠীটি ২৭ বিলিয়ন ডলার বা ২ লাখ ২৮ হাজার কোটি
১ ঘণ্টা আগেপাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এ ছাড়া, এই ঘটনায় আহত হয়েছে আরও ২৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য
২ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজা কেন্দ্রিক স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা কাতার ত্যাগ করেছেন। তবে দেশটির রাজধানী দোহায় অবস্থিত হামাসের রাজনৈতিক কার্যালয় এখনো বন্ধ হয়নি। গোষ্ঠীটির শীর্ষ নেতারা কাতার ত্যাগ করে তুরস্কে গিয়েছেন এমন গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তাই, এই অবস্থায় প্রশ্ন উঠে
২ ঘণ্টা আগে