গুয়াতেমালায় পরিত্যক্ত কনটেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১১: ৫৪
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৩: ১২

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় একটি পরিত্যক্ত কনটেইনার থেকে ১২৬ অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুয়াতেমালার নুয়েভা কনসেপকিয়ন এবং কোকালেস শহরের মধ্যবর্তী রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যক্ত একটি কনটেইনার থেকে তাঁদের উদ্ধার করা হয়। স্থানীয়রা ওই কনটেইনারের ভেতর থেকে চিৎকার ও কান্নার আওয়াজ শোনার পরই পুলিশ তাঁদের উদ্ধার করে। 

কর্তৃপক্ষের ধারণা, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার জন্য এসব অভিবাসী পাচারকারীদের অর্থ পরিশোধ করেছিলেন। পাচারকারীরা হয়তো কনটেইনারসহ রাস্তায় এসব অভিবাসীকে ফেলে রেখে যায়। । 

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, কনটেইনারের ভেতর থেকে উদ্ধার করা অভিবাসীদের শতাধিক সংকট-পীড়িত হাইতির নাগরিক। এ ছাড়া তাদের মধ্যে নেপাল ও আফ্রিকার দেশ ঘানার নাগরিকও রয়েছেন। 

এ নিয়ে গুয়াতেমালা পুলিশের একজন মুখপাত্র বলেন, `কনটেইনারের ভেতর থেকে কান্না এবং চিৎকার শুনেছি আমরা। কনটেইনার খুলতেই ১২৬ জন অবৈধ অভিবাসীকে পাওয়া যায়। 

উদ্ধার হওয়া অভিবাসীদের গুয়াতেমালার মাইগ্রেশন ইনস্টিটিউট পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে কর্মকর্তারা তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত