অনলাইন ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারিই যথেষ্ট নয়। তাঁর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র বিরোধিতাকারী ও হামাস-হিজবুল্লাহকে সমর্থনকারী ইরানের এই সর্বোচ্চ নেতা গতকাল সোমবার বলেন, ‘ইসরায়েলি নেতাদের জন্য গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়, বরং তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া উচিত।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি নেতাদের নির্দেশ করে বলেন, ‘তাঁরা (আন্তর্জাতিক অপরাধ আদালত) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এটা যথেষ্ট নয়...এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ডের আদেশ বা পরোয়ানা জারি করা উচিত।’
আইসিসির বিচারকেরা তাদের রায়ে বলেন, গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘ব্যাপক ও পরিকল্পিত আক্রমণের’ অংশ হিসেবে হত্যাকাণ্ড, নিপীড়ন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের অপরাধমূলকভাবে দায়ী বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে।
এই সিদ্ধান্তে বিপরীতে ইসরায়েলে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। দেশটির কর্তৃপক্ষ এই রায়কে লজ্জাজনক এবং অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। গাজার বাসিন্দারা আশা করেছেন যে, এটি সহিংসতার অবসান ঘটাতে এবং যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে সহায়তা করবে। ইসরায়েল হেগভিত্তিক আদালতের এখতিয়ার অস্বীকার করেছে এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারিই যথেষ্ট নয়। তাঁর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র বিরোধিতাকারী ও হামাস-হিজবুল্লাহকে সমর্থনকারী ইরানের এই সর্বোচ্চ নেতা গতকাল সোমবার বলেন, ‘ইসরায়েলি নেতাদের জন্য গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়, বরং তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া উচিত।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ আলী খামেনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি নেতাদের নির্দেশ করে বলেন, ‘তাঁরা (আন্তর্জাতিক অপরাধ আদালত) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এটা যথেষ্ট নয়...এই অপরাধী নেতাদের জন্য মৃত্যুদণ্ডের আদেশ বা পরোয়ানা জারি করা উচিত।’
আইসিসির বিচারকেরা তাদের রায়ে বলেন, গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘ব্যাপক ও পরিকল্পিত আক্রমণের’ অংশ হিসেবে হত্যাকাণ্ড, নিপীড়ন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের অপরাধমূলকভাবে দায়ী বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে।
এই সিদ্ধান্তে বিপরীতে ইসরায়েলে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। দেশটির কর্তৃপক্ষ এই রায়কে লজ্জাজনক এবং অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। গাজার বাসিন্দারা আশা করেছেন যে, এটি সহিংসতার অবসান ঘটাতে এবং যুদ্ধাপরাধের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে সহায়তা করবে। ইসরায়েল হেগভিত্তিক আদালতের এখতিয়ার অস্বীকার করেছে এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে।
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
১২ মিনিট আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
১ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
২ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগে