অনলাইন ডেস্ক
মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানায় দুই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা শত শত ইউক্রেনীয় সেনাকে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেন। দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, মারাত্মক আহত ৫৩ সেনাকে রুশ নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ২১১ সেনাকে মানবিক করিডর ব্যবহার করে আরেক রুশ নিয়ন্ত্রিত শহর ওলেনিভকায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে রাশিয়া জানিয়েছে, আহত সেনাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে একটি চুক্তি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অবরুদ্ধ স্টিল কারখানার নিচে লুকিয়ে থাকা সৈন্যদের উদ্ধার করে প্রায় এক ডজন বাসে করে তাদের অন্যত্র সরিয়ে হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম অনলাইনে কিছু ভিডিও ফুটেজ পোস্ট করেছে, যেখানে আজভস্তাল থেকে ইউক্রেনের সৈন্যদের সরিয়ে নিতে দেখা গেছে।
আজ মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বক্তৃতায় বলেছেন, ‘ইউক্রেনের সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী, মধ্যস্থতাকারী দল এবং রেডক্রস ও জাতিসংঘের প্রতিনিধিরা এ উদ্ধার অভিযানের সঙ্গে জড়িত ছিলেন।’ ইউক্রেন তাদের বীরদের জীবিত উদ্ধার করেছে বলেও মন্তব্য করেন তিনি।
গত মার্চের শুরুতে দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোল ঘিরে ফেলে রুশ সেনারা। তখন আজভ রেজিমেন্ট, ন্যাশনাল গার্ড, পুলিশ ও আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটের শত শত সৈন্য এবং বেশ কিছু বেসামরিক মানুষ এ শহরে আটকা পড়ে। এখনো কতজন মানুষ ওই কারখানার ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে আছেন তা স্পষ্ট জানা যায়নি।
উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, আটকে থাকা মানুষদের জীবিত অবস্থায় সরিয়ে নিতে সেনাবাহিনী, গোয়েন্দা, ন্যাশনাল গার্ড ও সীমান্তরক্ষী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানায় দুই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা শত শত ইউক্রেনীয় সেনাকে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেন। দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, মারাত্মক আহত ৫৩ সেনাকে রুশ নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ২১১ সেনাকে মানবিক করিডর ব্যবহার করে আরেক রুশ নিয়ন্ত্রিত শহর ওলেনিভকায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে রাশিয়া জানিয়েছে, আহত সেনাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে একটি চুক্তি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অবরুদ্ধ স্টিল কারখানার নিচে লুকিয়ে থাকা সৈন্যদের উদ্ধার করে প্রায় এক ডজন বাসে করে তাদের অন্যত্র সরিয়ে হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম অনলাইনে কিছু ভিডিও ফুটেজ পোস্ট করেছে, যেখানে আজভস্তাল থেকে ইউক্রেনের সৈন্যদের সরিয়ে নিতে দেখা গেছে।
আজ মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বক্তৃতায় বলেছেন, ‘ইউক্রেনের সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী, মধ্যস্থতাকারী দল এবং রেডক্রস ও জাতিসংঘের প্রতিনিধিরা এ উদ্ধার অভিযানের সঙ্গে জড়িত ছিলেন।’ ইউক্রেন তাদের বীরদের জীবিত উদ্ধার করেছে বলেও মন্তব্য করেন তিনি।
গত মার্চের শুরুতে দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোল ঘিরে ফেলে রুশ সেনারা। তখন আজভ রেজিমেন্ট, ন্যাশনাল গার্ড, পুলিশ ও আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটের শত শত সৈন্য এবং বেশ কিছু বেসামরিক মানুষ এ শহরে আটকা পড়ে। এখনো কতজন মানুষ ওই কারখানার ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে আছেন তা স্পষ্ট জানা যায়নি।
উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, আটকে থাকা মানুষদের জীবিত অবস্থায় সরিয়ে নিতে সেনাবাহিনী, গোয়েন্দা, ন্যাশনাল গার্ড ও সীমান্তরক্ষী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, হুতিদের কার্যক্রম মার্কিন নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি...
১ ঘণ্টা আগেট্রাম্পের দ্বিতীয় মেয়াদের চার বছরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ অন্তত ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি সরকার। গতকাল বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই পরিকল্পনার কথা জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান...
২ ঘণ্টা আগেট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
১৩ ঘণ্টা আগেভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান
১৪ ঘণ্টা আগে