ইরাক থেকে সব সৈন্য সরিয়ে নিতে রাজি যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইরাকে অবস্থানরত সব মার্কিন সৈন্য ফিরিয়ে নিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে দেশ দু’টির স্বরাষ্ট্রমন্ত্রীদের সংলাপে বুধবার এ সিদ্ধান্ত হয়। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আইএসআইএস দমনের কথা বলে যুক্তরাষ্ট্র ইরাকে যে সৈন্য পাঠিয়েছিল তা প্রত্যাহারের ঘোষণা দিলেও কবে থেকে এ প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে কোন ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে বুধবার অনুষ্ঠিত ইউএস-ইরাক কৌশলগত সংলাপে সভাপতিত্ব করেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন। উপস্থিত ছিলেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন।

২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণের উদ্দেশ্যে সেনাবাহিনী পাঠিয়েছিল। এ যুদ্ধেই সাদ্দাম হুসেইন সরকার উৎখাত হয়েছিল। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্র কিছু সৈন্য প্রত্যাহার করে। তবে এখনো ইরাকে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর প্রায় প্রতিদিনই হামলা চালায় ইরানের সাথে যুক্ত শিয়া আধা সামরিক দলগুলি। এমন পরিস্থিতিতে সৈন্য প্রত্যাহারের ঘোষণাটি এলো।

আরব নিউজ জানিয়েছে, সংলাপে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে কথা হয়েছে। সুরক্ষা, সন্ত্রাস দমন, অর্থনৈতিক কর্মকাণ্ড, শক্তি খাত ও পরিবেশ রক্ষায়ও তাঁরা পারস্পরিকে সহায়তা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত