অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো বাৎসরিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মেটা এই প্রতিবেদন প্রকাশ করে বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
চলতি বছর ভারত এবং মিয়ানমারের বিভিন্ন ইস্যুতে মেটার একচোখা নীতির কারণে দেশ দুটোতে দাঙ্গার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ মাথায় নিয়ে মেটার এই মানবাধিকার প্রতিবেদন বেশ গুরুত্ব বহন করছে বিশ্লেষকদের কাছে।
এই প্রতিবেদন প্রকাশের জন্য মেটা আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ফোলি হোগানকে নিয়োগ দিয়েছিল। প্রতিষ্ঠানটি ২০২০ এবং ২০২১ সালে ঘটনার ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানানো হয়েছে মেটার পক্ষ থেকে।
এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, ভারতের বিষয়ে মেটার মূল্যায়ন কি তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করুক।
এই প্রতিবেদনের সার সংক্ষেপ হিসেবে মেটা জানিয়েছে, তাঁরা যে সংস্থাকে নিয়োগ দিয়েছিল তাদের মূল্যায়ন করতে বলা হয়েছিল যে, তৃতীয় পক্ষের কারণে মেটা প্ল্যাটফর্মে মানবাধিকার কতটা ঝুঁকির মুখে পড়েছিল। এ ছাড়া, ঘৃণা, বৈষম্য এবং সহিংসতাকে কতটা উসকে দিয়েছে সেই বিষয়টিও দেখতে বলা হয়েছিল। তবে এই মূল্যায়নে মেটার প্রতি কনটেন্ট মডারেশনের ক্ষেত্রে পক্ষপাতিত্বের যে অভিযোগ আনা হয়েছিল সেই বিষয়ে কোনো মূল্যায়ন করা হয়নি।
প্রথমবারের মতো বাৎসরিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মেটা এই প্রতিবেদন প্রকাশ করে বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
চলতি বছর ভারত এবং মিয়ানমারের বিভিন্ন ইস্যুতে মেটার একচোখা নীতির কারণে দেশ দুটোতে দাঙ্গার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ মাথায় নিয়ে মেটার এই মানবাধিকার প্রতিবেদন বেশ গুরুত্ব বহন করছে বিশ্লেষকদের কাছে।
এই প্রতিবেদন প্রকাশের জন্য মেটা আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ফোলি হোগানকে নিয়োগ দিয়েছিল। প্রতিষ্ঠানটি ২০২০ এবং ২০২১ সালে ঘটনার ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানানো হয়েছে মেটার পক্ষ থেকে।
এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, ভারতের বিষয়ে মেটার মূল্যায়ন কি তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করুক।
এই প্রতিবেদনের সার সংক্ষেপ হিসেবে মেটা জানিয়েছে, তাঁরা যে সংস্থাকে নিয়োগ দিয়েছিল তাদের মূল্যায়ন করতে বলা হয়েছিল যে, তৃতীয় পক্ষের কারণে মেটা প্ল্যাটফর্মে মানবাধিকার কতটা ঝুঁকির মুখে পড়েছিল। এ ছাড়া, ঘৃণা, বৈষম্য এবং সহিংসতাকে কতটা উসকে দিয়েছে সেই বিষয়টিও দেখতে বলা হয়েছিল। তবে এই মূল্যায়নে মেটার প্রতি কনটেন্ট মডারেশনের ক্ষেত্রে পক্ষপাতিত্বের যে অভিযোগ আনা হয়েছিল সেই বিষয়ে কোনো মূল্যায়ন করা হয়নি।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
১৩ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
৪০ মিনিট আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
১ ঘণ্টা আগে