ফোর্বসের তালিকায় গত বছরের চেয়ে কমেছে বিলিয়নিয়ারের সংখ্যা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ মে ২০২২, ১৬: ২৭
Thumbnail image

প্রতিবছরের মতো এবারও ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। ফোর্বসের ৩৬তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী করোনাভাইরাস, যুদ্ধ ও শেয়ারমার্কেট ধসের কারণে গত বছরের চেয়ে এ বছর কমেছে বিলিয়নিয়ারের সংখ্যা। 

ফোর্বসের হিসাব অনুযায়ী ২০২২ সালে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ৬৬৮। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৭৫৫। সমষ্টিগতভাবে বর্তমানে বিলিয়নিয়ারদের মোট সম্পদের মূল্য ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার, যা গত বছর ছিল ১৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।

গত বছরের চেয়ে এ বছর বিশ্বে বিলিয়নিয়ার কমেছে ৩২৯ জন, যা ২০০৯ সালে বিশ্বের অর্থনৈতিক মন্দার পর সর্বোচ্চ। গত বছরের ফোর্বসের বিলিয়নিয়ারদের তালিকায় নতুনভাবে প্রবেশ করা ১৬৯ জনই এবার বাদ পড়েছে। যদিও এ বছর বিলিয়নিয়ারদের তালিকায় নতুনভাবে প্রবেশ করেছে ২৩৬ জন। প্রথমবারের মতো বিলিয়নিয়ার পেয়েছে বার্বাডোজ, বুলগেরিয়া, এস্তোনিয়া ও উরুগুয়ে। এবার ১০৫০ জন বিলিয়নিয়ারের সম্পদ গত বছরের চেয়ে বেড়েছে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে অবস্থান করছেন টেসলারের প্রধান নির্বাহী এলন মাস্ক। গত ১১ মার্চ পর্যন্ত মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। গত এক বছরে ৬৮ বিলিয়ন সম্পদ বেড়েছে। এরপরই অবস্থান করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। চার বছর পর তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষ পদ হারালেন।

বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৭৩৫ জন। গত বছরের চেয়ে যুক্তরাষ্ট্র বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ১১ জন। এরপরই সবচেয়ে বেশি ধনী রয়েছে চীনে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৬০৭। চীনের পর সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে ভারতে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ১৬৬। গত বছরের চেয়ে এবার বিলিয়নিয়ার কমেছে রাশিয়া ও চীনের। ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বিলিয়নিয়ারের সংখ্যা কমেছে ৩৪। বর্তমানে দেশটিতে বিলিয়নিয়ার রয়েছেন ৮৩ জন। গত বছর রুশ বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ৫৮৪ বিলিয়ন ডলার। চলতি বছর তা এসে দাঁড়িয়েছে ৩২০ বিলিয়ন ডলারে। 

কারিগরি সংস্থাগুলোর ওপর সরকারি হস্তক্ষেপ, শেয়ারবাজার এবং রিয়েল এস্টেট সেক্টরে ঝামেলার মধ্যে চীনে বিলিয়নিয়ারদের সম্পদ কমেছে প্রায় ৫০০ বিলিয়ন ডলার। ২০২২ সালে চীনের বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ৯৬ ট্রিলিয়ন ডলার। গত বছর চীনের বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। 

চলতি বছর বিশ্বে নারী বিলিয়নিয়ারের সংখ্যা ৩২৭। এদের মধ্যে ১০১ জনই নিজেদের প্রচেষ্টায় বিলিয়নিয়ার হয়েছেন।

বিলিয়নিয়ার সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত