বাহামা উপকূলে নৌকাডুবিতে ১৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

অনলাইন ডেস্ক
Thumbnail image

বাহামা উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ১৭ জন হাইতিয়ানের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেছেন, ধারণা করা হচ্ছে নৌকায় থাকা ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছিলেন। 

বাহামার পুলিশ বলেছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) দূরে নৌকাটি ডুবে গেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার শিকার নৌকা থেকে এক নারীসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। মানবপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তারা দুজনই বাহামার নাগরিক। 

প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় সময় রোববার রাত ১টার দিকে ৬০ জন যাত্রী নিয়ে নৌকাটি হাইতি থেকে যাত্রা শুরু করে। 

উল্লেখ্য, চরম দারিদ্র্য, সহিংসতা বৃদ্ধির কারণে হাইতি থেকে পালাতে চায় মানুষ। বেশির ভাগই যুক্তরাষ্ট্রের যেতে বিপজ্জনক যাত্রাকে বেছে নেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত