অনলাইন ডেস্ক
স্পেনের পুলিশ এক ব্যক্তির নিখোঁজ হওয়ার মামলায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। ওই মামলাটিতে গুগল ম্যাপসের একটি ছবি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে আবির্ভূত হয়েছে।
স্প্যানিশ পুলিশ ধারণা করছে, নিখোঁজ হওয়া ব্যক্তিকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে। দুজনকে গ্রেপ্তারের পর একটি মরদেহও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, গত বছরের নভেম্বরে একজন আত্মীয় ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন। কারণ সে সময় নিখোঁজ ব্যক্তির ফোন থেকে সেই আত্মীয় সন্দেহজনক বার্তা পেয়েছিলেন।
স্প্যানিশ পুলিশের বিবৃতি অনুযায়ী—নিখোঁজ হওয়ার আগে ওই ব্যক্তি তাঁর আত্মীয়কে বার্তা দিয়ে জানান, তিনি নতুন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। দেশের অন্য একটি অঞ্চলে চলে যাচ্ছেন এবং তাঁর ফোনটি ফেলে দিচ্ছেন।
নিখোঁজ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ গুগল ম্যাপসের একটি ছবি আবিষ্কার করেছে। ছবিতে দেখা যায়, এক ব্যক্তি বড় একটি বস্তু গাড়ির পেছনের অংশে তোলার চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে সন্দেহের উদ্রেক হয় তদন্তকারীদের।
জানা যায়, গুগল স্ট্রিট ভিউয়ের ওই ছবিটি স্পেনের উত্তরাঞ্চলের কাস্তিল ও লেওন অঞ্চলের সোরিয়া প্রদেশের ছোট গ্রাম তাজুয়েকোর রাস্তায় তোলা। এতে দেখা যায়, একটি লাল গাড়ির পেছনের অংশে এক ব্যক্তি একটি হালকা রঙের কাপড়ে মোড়ানো বড় কোনো বস্তুকে তুলছেন।
গুগল ম্যাপসের তথ্য অনুযায়ী, গুগলের চিত্র ধারণ করার জন্য বিশেষায়িত একটি গাড়ি ব্যক্তির নিখোঁজ হওয়ার কাছাকাছি সময়ই ওই রাস্তা দিয়ে গিয়েছিল।
গুগলের ছবির সূত্র ধরেই গত ১২ নভেম্বর নিখোঁজ ব্যক্তির প্রাক্তন প্রেমিকা এবং ওই নারীর সঙ্গে আগে সম্পর্ক থাকা আরেকজন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে নিখোঁজ ব্যক্তির মৃত্যু এবং অন্তর্ধানে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
গত ১১ ডিসেম্বর ওই এলাকার কাছাকাছি একটি গ্রামের কবরস্থানে একটি মরদেহের খোঁজ পায় পুলিশ। তবে ওই মরদেহটি গুরুতরভাবে পচে গেছে। পুলিশ ধারণা করছে, এটি ওই নিখোঁজ ব্যক্তিরই দেহ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা শনাক্ত করা হয়নি।
মামলাটির তদন্ত এখনো চলছে এবং পুলিশ এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।
স্পেনের পুলিশ এক ব্যক্তির নিখোঁজ হওয়ার মামলায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। ওই মামলাটিতে গুগল ম্যাপসের একটি ছবি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে আবির্ভূত হয়েছে।
স্প্যানিশ পুলিশ ধারণা করছে, নিখোঁজ হওয়া ব্যক্তিকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে। দুজনকে গ্রেপ্তারের পর একটি মরদেহও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, গত বছরের নভেম্বরে একজন আত্মীয় ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন। কারণ সে সময় নিখোঁজ ব্যক্তির ফোন থেকে সেই আত্মীয় সন্দেহজনক বার্তা পেয়েছিলেন।
স্প্যানিশ পুলিশের বিবৃতি অনুযায়ী—নিখোঁজ হওয়ার আগে ওই ব্যক্তি তাঁর আত্মীয়কে বার্তা দিয়ে জানান, তিনি নতুন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। দেশের অন্য একটি অঞ্চলে চলে যাচ্ছেন এবং তাঁর ফোনটি ফেলে দিচ্ছেন।
নিখোঁজ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ গুগল ম্যাপসের একটি ছবি আবিষ্কার করেছে। ছবিতে দেখা যায়, এক ব্যক্তি বড় একটি বস্তু গাড়ির পেছনের অংশে তোলার চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে সন্দেহের উদ্রেক হয় তদন্তকারীদের।
জানা যায়, গুগল স্ট্রিট ভিউয়ের ওই ছবিটি স্পেনের উত্তরাঞ্চলের কাস্তিল ও লেওন অঞ্চলের সোরিয়া প্রদেশের ছোট গ্রাম তাজুয়েকোর রাস্তায় তোলা। এতে দেখা যায়, একটি লাল গাড়ির পেছনের অংশে এক ব্যক্তি একটি হালকা রঙের কাপড়ে মোড়ানো বড় কোনো বস্তুকে তুলছেন।
গুগল ম্যাপসের তথ্য অনুযায়ী, গুগলের চিত্র ধারণ করার জন্য বিশেষায়িত একটি গাড়ি ব্যক্তির নিখোঁজ হওয়ার কাছাকাছি সময়ই ওই রাস্তা দিয়ে গিয়েছিল।
গুগলের ছবির সূত্র ধরেই গত ১২ নভেম্বর নিখোঁজ ব্যক্তির প্রাক্তন প্রেমিকা এবং ওই নারীর সঙ্গে আগে সম্পর্ক থাকা আরেকজন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে নিখোঁজ ব্যক্তির মৃত্যু এবং অন্তর্ধানে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
গত ১১ ডিসেম্বর ওই এলাকার কাছাকাছি একটি গ্রামের কবরস্থানে একটি মরদেহের খোঁজ পায় পুলিশ। তবে ওই মরদেহটি গুরুতরভাবে পচে গেছে। পুলিশ ধারণা করছে, এটি ওই নিখোঁজ ব্যক্তিরই দেহ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা শনাক্ত করা হয়নি।
মামলাটির তদন্ত এখনো চলছে এবং পুলিশ এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি আদালত বৃহস্পতিবার বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী আরনিমা হায়াতকে হত্যার দায়ে তাঁর স্বামী মিরাজ জাফরকে ২১ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে ন্যূনতম ১৬ বছর কারাভোগের পর তিনি প্যারোলে মুক্তির আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগেবাংলাদেশে সরকারিভাবে মৌলবাদকে মাথাচাড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোতেও। এটি এখনই বন্ধ না করা গেলে আগামী দিনে পশ্চিমবঙ্গ নিয়েও টানাটানি শুরু হয়ে যেতে পারে।
৭ ঘণ্টা আগেহংকংয়ের ক্যাথে ড্রাগন এয়ারলাইনসে ১৪ বছর ধরে পাইলট হিসেবে কাজ করছিলেন লিসা রোজারিওর স্বামী জেরোন। ২০২০ সালের অক্টোবরে জেরোন চাকরি হারান। এই ঘটনাটি তাঁদের জীবনে একটি বড় ধাক্কা হয়ে এসেছিল।
৭ ঘণ্টা আগেভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ১৫৯ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বিগত ১৮ মাস সময়সীমার মধ্যে তাদের আটক করা হয়েছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বর গতকাল বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় এই তথ্য জানিয়েছেন। এ সময় তিনি আরও জানান, আরও অন্তত ১১৫ জন বাংলাদেশি এখনো কর্ণাটকে
৭ ঘণ্টা আগে