অনলাইন ডেস্ক
থ্রিডি প্রিন্টার দিয়ে তৈরি করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। প্রিন্টারের মাধ্যমে আগ্নেয়াস্ত্র তৈরির বিষয়টি ‘বৈশ্বিক নিরাপত্তার’ ক্ষেত্রে ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল–আরাবিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইন্টারপোল জানিয়েছে, থ্রিডি প্রিন্টিং শিল্প যে গতিতে বিকশিত হচ্ছে তা বজায় থাকলে সম্ভবত তা আগ্নেয়াস্ত্রের ‘অত্যাধুনিকতা এবং উৎপাদন’ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে ইন্টারপোল সতর্ক করেছে। ইন্টারপোলের এক মুখপাত্র আল–আরাবিয়াকে বলেছেন, ‘এরই মধ্যে সামরিক কাজে ব্যবহৃত বেশ কিছু আগ্নেয়াস্ত্র তৈরির সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি। মুদ্রণ শিল্পের এই বিবর্তন অস্ত্রগুলোকে আরও বেশি নিখুঁত করে তুলবে এবং উৎপাদনের গতি বৃদ্ধি করে নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে।’
বিশেষজ্ঞরা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির দ্রুত বিকাশ নিয়ে উদ্বিগ্ন। কারণ বিশ্বের বেশ কয়েকটি দেশে এখনো এমন প্রিন্টার ব্যবহার করে ‘অস্ত্র তৈরি নিষিদ্ধ বা সীমাবদ্ধ’ করার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো নেই। এই বিষয়ে ইন্টারপোলের ওই মুখপাত্র আরও বলেন, ‘প্রিন্টার, প্রিন্টার তৈরির উপাদান এবং সেসব প্রিন্টারে ব্যবহৃত উপাদানগুলোর উৎস নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা না নিলে আমরা গুরুতর হুমকির সম্মুখীন হব।’
বিশেষজ্ঞরা বলছেন, একটি মাত্র থ্রিডি প্রিন্টারে পূর্ণাঙ্গ একটি অস্ত্র তৈরি সম্ভব নয়। একটি নির্দিষ্ট প্রিন্টারে একটি অস্ত্রের একটি নির্দিষ্ট অংশ উচ্চারণ করা যায়। তবে ইন্টারপোলের মতে, অনেক ক্ষেত্রেই থ্রিডি প্রিন্টার থেকে কেবল আগ্নেয়াস্ত্রের মূল কাঠামো বের করা যায়।
থ্রিডি প্রিন্টার দিয়ে তৈরি করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। প্রিন্টারের মাধ্যমে আগ্নেয়াস্ত্র তৈরির বিষয়টি ‘বৈশ্বিক নিরাপত্তার’ ক্ষেত্রে ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল–আরাবিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইন্টারপোল জানিয়েছে, থ্রিডি প্রিন্টিং শিল্প যে গতিতে বিকশিত হচ্ছে তা বজায় থাকলে সম্ভবত তা আগ্নেয়াস্ত্রের ‘অত্যাধুনিকতা এবং উৎপাদন’ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে ইন্টারপোল সতর্ক করেছে। ইন্টারপোলের এক মুখপাত্র আল–আরাবিয়াকে বলেছেন, ‘এরই মধ্যে সামরিক কাজে ব্যবহৃত বেশ কিছু আগ্নেয়াস্ত্র তৈরির সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি। মুদ্রণ শিল্পের এই বিবর্তন অস্ত্রগুলোকে আরও বেশি নিখুঁত করে তুলবে এবং উৎপাদনের গতি বৃদ্ধি করে নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে।’
বিশেষজ্ঞরা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির দ্রুত বিকাশ নিয়ে উদ্বিগ্ন। কারণ বিশ্বের বেশ কয়েকটি দেশে এখনো এমন প্রিন্টার ব্যবহার করে ‘অস্ত্র তৈরি নিষিদ্ধ বা সীমাবদ্ধ’ করার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো নেই। এই বিষয়ে ইন্টারপোলের ওই মুখপাত্র আরও বলেন, ‘প্রিন্টার, প্রিন্টার তৈরির উপাদান এবং সেসব প্রিন্টারে ব্যবহৃত উপাদানগুলোর উৎস নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা না নিলে আমরা গুরুতর হুমকির সম্মুখীন হব।’
বিশেষজ্ঞরা বলছেন, একটি মাত্র থ্রিডি প্রিন্টারে পূর্ণাঙ্গ একটি অস্ত্র তৈরি সম্ভব নয়। একটি নির্দিষ্ট প্রিন্টারে একটি অস্ত্রের একটি নির্দিষ্ট অংশ উচ্চারণ করা যায়। তবে ইন্টারপোলের মতে, অনেক ক্ষেত্রেই থ্রিডি প্রিন্টার থেকে কেবল আগ্নেয়াস্ত্রের মূল কাঠামো বের করা যায়।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৫ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৫ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৬ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৭ ঘণ্টা আগে