অনলাইন ডেস্ক
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক দাবি করেছেন, তাঁর মালিকানাধীন কোম্পানি টেসলা ধ্বংস করতে এবং সরকারি দুর্নীতি উন্মোচন ঠেকাতে বামপন্থী কর্মীরা তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানি সহ বিভিন্ন দেশে টেসলার গাড়ি ও ডিলারশিপের ওপর ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগের ধারাবাহিকতায় মাস্কের কাছ থেকে এমন মন্তব্য এসেছে।
বর্তমানে ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং যুক্তরাষ্ট্রের সরকারি বাজেট সংকোচন ও কর্মীসংখ্যা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে, হোয়াইট হাউসে একটি সরকারি দক্ষতা বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে ইতিমধ্যেই তিনি ব্যাপক পরিবর্তন এনেছেন।
তবে সমালোচকদের মতে, মাস্ক অতি-সংকোচনমূলক নীতি চাপিয়ে দিচ্ছেন এবং এই কারণে তিনি বিভিন্ন মহলের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন।
সম্প্রতি মাস্কের মালিকানাধীন টেসলার বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি টেসলা সার্ভিস সেন্টারে পেট্রল বোমার হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচটি গাড়ি পুড়ে গেছে।
গত সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক এই হামলাগুলোকে ‘উন্মাদনা’ বলে অভিহিত করেন এবং এগুলোর পেছনে একটি সমন্বিত ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন।
তিনি বলেন, ‘তারা মূলত আমাকে হত্যা করতে চায়। কারণ আমি তাদের জালিয়াতি বন্ধ করছি। তারা টেসলাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। কারণ আমরা সরকারি দুর্নীতি ও অপচয় রোধ করছি।’
তিনি প্রশ্ন তোলে বলেন, ‘কে এই হামলাগুলোকে অর্থের জোগান দিচ্ছে এবং কে এগুলো সমন্বয় করছে? এটি অস্বাভাবিক, কারণ আমি আগে কখনো এমন কিছু দেখিনি।’
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মাস্কের বিরুদ্ধে বিক্ষোভও অনুষ্ঠিত হচ্ছে। কিছু মানুষ আবার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। তারা টেসলা গাড়ির গ্রাহকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এমনকি একটি অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে টেসলার গাড়ি আছে এমন মালিকদের ঠিকানা প্রকাশ করে তাঁদের গাড়িতে রং স্প্রে করে দেওয়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এগুলোকে ‘গৃহস্থালির সন্ত্রাস’ বলে আখ্যায়িত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দোষীদের বিরুদ্ধে ফেডারেল অপরাধের মামলা দায়ের করা হতে পারে এবং আরও হামলার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসব হামলা ও প্রতিবাদের মধ্যেও মাস্ক দাবি করেছেন, তাদের নীতিগুলোই সঠিক পথেই এগোচ্ছে। এই বিরোধিতার তীব্রতা প্রমাণ করে, তারা শক্তিশালী স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছেন।
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক দাবি করেছেন, তাঁর মালিকানাধীন কোম্পানি টেসলা ধ্বংস করতে এবং সরকারি দুর্নীতি উন্মোচন ঠেকাতে বামপন্থী কর্মীরা তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানি সহ বিভিন্ন দেশে টেসলার গাড়ি ও ডিলারশিপের ওপর ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগের ধারাবাহিকতায় মাস্কের কাছ থেকে এমন মন্তব্য এসেছে।
বর্তমানে ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং যুক্তরাষ্ট্রের সরকারি বাজেট সংকোচন ও কর্মীসংখ্যা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে, হোয়াইট হাউসে একটি সরকারি দক্ষতা বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে ইতিমধ্যেই তিনি ব্যাপক পরিবর্তন এনেছেন।
তবে সমালোচকদের মতে, মাস্ক অতি-সংকোচনমূলক নীতি চাপিয়ে দিচ্ছেন এবং এই কারণে তিনি বিভিন্ন মহলের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন।
সম্প্রতি মাস্কের মালিকানাধীন টেসলার বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি টেসলা সার্ভিস সেন্টারে পেট্রল বোমার হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচটি গাড়ি পুড়ে গেছে।
গত সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক এই হামলাগুলোকে ‘উন্মাদনা’ বলে অভিহিত করেন এবং এগুলোর পেছনে একটি সমন্বিত ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন।
তিনি বলেন, ‘তারা মূলত আমাকে হত্যা করতে চায়। কারণ আমি তাদের জালিয়াতি বন্ধ করছি। তারা টেসলাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। কারণ আমরা সরকারি দুর্নীতি ও অপচয় রোধ করছি।’
তিনি প্রশ্ন তোলে বলেন, ‘কে এই হামলাগুলোকে অর্থের জোগান দিচ্ছে এবং কে এগুলো সমন্বয় করছে? এটি অস্বাভাবিক, কারণ আমি আগে কখনো এমন কিছু দেখিনি।’
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মাস্কের বিরুদ্ধে বিক্ষোভও অনুষ্ঠিত হচ্ছে। কিছু মানুষ আবার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। তারা টেসলা গাড়ির গ্রাহকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এমনকি একটি অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে টেসলার গাড়ি আছে এমন মালিকদের ঠিকানা প্রকাশ করে তাঁদের গাড়িতে রং স্প্রে করে দেওয়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এগুলোকে ‘গৃহস্থালির সন্ত্রাস’ বলে আখ্যায়িত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দোষীদের বিরুদ্ধে ফেডারেল অপরাধের মামলা দায়ের করা হতে পারে এবং আরও হামলার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসব হামলা ও প্রতিবাদের মধ্যেও মাস্ক দাবি করেছেন, তাদের নীতিগুলোই সঠিক পথেই এগোচ্ছে। এই বিরোধিতার তীব্রতা প্রমাণ করে, তারা শক্তিশালী স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছেন।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংঘটিত এই হামলায় নিহতদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার। নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই হামলাকে...
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের এল সালভাদরের জেলে পাঠানোর প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালের...
৪ ঘণ্টা আগেসাধারণত সৌজন্যস্বরূপ সাবেক প্রেসিডেন্ট এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা তাঁদের নিরাপত্তা ছাড়পত্র রাখার অগ্রাধিকার পান। তাই ট্রাম্পের এমন সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। তবে এই বিষয়টি ২০২১ সালে প্রথম শুরু করেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ট্রাম্পকে
৬ ঘণ্টা আগেগত নভেম্বরে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালান হয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলার পাল্টা জবাব হিসেবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার ও একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইসরায়েলি
৭ ঘণ্টা আগে