ডয়চে ভেলে
একসময় পূর্ব জার্মানিতে তৈরি এমজেড মোটরসাইকেল বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছিল৷ ২০০৮ সালে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়৷ তবে এখনো কিউবার এক শহরে এই মোটরসাইকেলের জনপ্রিয়তা তুঙ্গে৷
কিউবার একেবারে পূর্বের শহর সান্তিয়াগো দে কিউবা৷ এটি পূর্ব জার্মানিতে তৈরি মোটরসাইকেল এমজেডের রাজধানী বলে পরিচিত৷ কারণ শহরে যত মোটরসাইকেল চলে তার অর্ধেকেরই বেশি এমজেড মোটরসাইকেল- সংখ্যায় ১০ হাজারের বেশি৷ শুধুমাত্র ওই শহরেই মোটরসাইকেল চালকদের ট্যাক্সি চালানোর লাইসেন্স দেওয়া হয়৷
কিউবার দ্বিতীয় সবচেয়ে বড় শহর সান্তিয়াগো সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ বাস করেন৷ এর মধ্যে কয়েক হাজার মানুষ আশির দশকে সাবেক পূর্ব জার্মানিতে অতিথি শ্রমিক হিসেবে গিয়েছিলেন৷ সেখান থেকে ফেরার সময় তারা এমজেড মোটরসাইকেল নিয়ে যান৷
তাদেরই একজন উইলমেন্স অবরেগন অর্টিজ৷ তিনি বলেন, ‘খুব তাড়াতাড়িই আমরা মোটরসাইকেলের ফ্যান হয়ে গিয়েছিলাম৷ ভালো টাকা আয় করতাম৷ তাই মনে হয়েছিল এটা কেনা যায়৷ তখন রাষ্ট্রদূত, আমাদের বস আর সরকারের সঙ্গে কথা বলেছিলাম৷ একসময় তারা বাইক আমদানির অনুমতি দেন৷’
পূর্ব জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্য ছিল এমজেড৷ ১০০-র বেশি দেশে এটি রপ্তানি করা হয়েছিল৷
কিউবার প্রায় ৩০ হাজার নাগরিক পড়াশোনা বা ট্রেনিং নিতে পূর্ব জার্মানি গিয়েছিলেন৷ সেই সুযোগে তারা এমজেড কিনে কিউবায় নিয়ে যান৷ এখনো সেই সব এমজেডের প্রায় সবগুলো রাস্তায় চলছে৷ সে কারণে বিশ্বের সবচেয়ে বেশি এমজেড চালক এখন আছেন কিউবায়৷
মোটরসাইকেল ঠিক করার অনেক ওয়ার্কশপও আছে৷ অনেক বাড়িতেও ওয়ার্কশপ আছে৷ অনেকে শক অবজার্ভার, কার্বোরেটর ও ব্যাটারির মতো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন৷
কিউবার বেশির ভাগ রাস্তা পুরোনো, অনেক গর্তও আছে৷ অনেক রাস্তা আবার পাকাও নয়৷ এমন রাস্তার জন্যই এমজেড তৈরি৷ এটি যেমন ঠিক করা সহজ, তেমনি রক্ষণাবেক্ষণও কঠিন নয়৷
একসময় পূর্ব জার্মানিতে তৈরি এমজেড মোটরসাইকেল বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছিল৷ ২০০৮ সালে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়৷ তবে এখনো কিউবার এক শহরে এই মোটরসাইকেলের জনপ্রিয়তা তুঙ্গে৷
কিউবার একেবারে পূর্বের শহর সান্তিয়াগো দে কিউবা৷ এটি পূর্ব জার্মানিতে তৈরি মোটরসাইকেল এমজেডের রাজধানী বলে পরিচিত৷ কারণ শহরে যত মোটরসাইকেল চলে তার অর্ধেকেরই বেশি এমজেড মোটরসাইকেল- সংখ্যায় ১০ হাজারের বেশি৷ শুধুমাত্র ওই শহরেই মোটরসাইকেল চালকদের ট্যাক্সি চালানোর লাইসেন্স দেওয়া হয়৷
কিউবার দ্বিতীয় সবচেয়ে বড় শহর সান্তিয়াগো সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ বাস করেন৷ এর মধ্যে কয়েক হাজার মানুষ আশির দশকে সাবেক পূর্ব জার্মানিতে অতিথি শ্রমিক হিসেবে গিয়েছিলেন৷ সেখান থেকে ফেরার সময় তারা এমজেড মোটরসাইকেল নিয়ে যান৷
তাদেরই একজন উইলমেন্স অবরেগন অর্টিজ৷ তিনি বলেন, ‘খুব তাড়াতাড়িই আমরা মোটরসাইকেলের ফ্যান হয়ে গিয়েছিলাম৷ ভালো টাকা আয় করতাম৷ তাই মনে হয়েছিল এটা কেনা যায়৷ তখন রাষ্ট্রদূত, আমাদের বস আর সরকারের সঙ্গে কথা বলেছিলাম৷ একসময় তারা বাইক আমদানির অনুমতি দেন৷’
পূর্ব জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্য ছিল এমজেড৷ ১০০-র বেশি দেশে এটি রপ্তানি করা হয়েছিল৷
কিউবার প্রায় ৩০ হাজার নাগরিক পড়াশোনা বা ট্রেনিং নিতে পূর্ব জার্মানি গিয়েছিলেন৷ সেই সুযোগে তারা এমজেড কিনে কিউবায় নিয়ে যান৷ এখনো সেই সব এমজেডের প্রায় সবগুলো রাস্তায় চলছে৷ সে কারণে বিশ্বের সবচেয়ে বেশি এমজেড চালক এখন আছেন কিউবায়৷
মোটরসাইকেল ঠিক করার অনেক ওয়ার্কশপও আছে৷ অনেক বাড়িতেও ওয়ার্কশপ আছে৷ অনেকে শক অবজার্ভার, কার্বোরেটর ও ব্যাটারির মতো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন৷
কিউবার বেশির ভাগ রাস্তা পুরোনো, অনেক গর্তও আছে৷ অনেক রাস্তা আবার পাকাও নয়৷ এমন রাস্তার জন্যই এমজেড তৈরি৷ এটি যেমন ঠিক করা সহজ, তেমনি রক্ষণাবেক্ষণও কঠিন নয়৷
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আগামীকাল রোববার। আর ঠিক তার এক দিন আগে নিজ নামে একটি ক্রিপ্টোকারেন্সির মিম কয়েন বাজারে ছেড়েছেন তিনি। ছাড়ার কয়েক ঘণ্টার মাথায় ‘$ (ডলার) ট্রাম্প’ এই মিম কয়েনের সার্বিক বাজারমূল্য ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আর ট্রাম্প এবং ট্রাম্পের...
১৩ মিনিট আগে২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামা হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদেও ২০২৪ সালে নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। গত নভেম্বরে নির্বাচন ও এর আগে নির্বাচনী প্রচারণায়...
১ ঘণ্টা আগেগাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হ্যাগারি জানিয়েছেন, যুদ্ধবিরতি শুরু হয়নি এবং গাজায় এখনো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘অভিযান’ চালিয়ে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার..
২ ঘণ্টা আগেআফ্রিকার ভূমধ্যসাগর উপকূলবর্তী দেশ মরোক্কো ৩০ লাখ বেওয়ারিশ কুকুর নিধনের পরিকল্পনা করেছে। মূলত মরক্কো ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে মিলে ফিফা বিশ্বকাপের আয়োজন করবে। আর এ লক্ষ্যেই সম্প্রতি দেশটি ঘোষণা করেছে, তারা পর্যটন আকর্ষণ বাড়াতে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে ৩০ লাখ পর্যন্ত বেওয়ারিশ কুকুর...
২ ঘণ্টা আগে