সড়কবাতির দিন শেষ, আলো দেবে উদ্ভিদ

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১৮
Thumbnail image

সড়কের দুপাশের উদ্ভিদের পাতা থেকে বিচ্ছুরিত হবে আলো। সেই আলোয় আলোকিত হবে সড়ক। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা এমন আলোর উৎস তৈরির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। 

এই কার্যক্রম সফল হলে সড়কবাতির প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে আসবে। নবায়নযোগ্য শক্তি হিসেবে কাজে লাগবে সূর্যের আলো। কমে আসবে বিদ্যুতের ব্যবহার। 

মার্কিন সংবাদমাধ্যম অপটিমিস্ট ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, 'উদ্ভিদ ন্যানোবায়োনিকস' প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা কাজটি করবেন। এই প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা জলকামান, তামাক, তুলসী, ডেইজি এবং হাতির কান পাতার মধ্যে লুসিফেরেজ ও লুসিফেরিন থেকে জ্বলজ্বলে উপাদান প্রবেশ করাবেন। এতে ওই উদ্ভিদগুলো সূর্য বা এলইডি লাইটের মতো দৃশ্যমান বা অতিবেগুনি আলো শোষণ এবং সঞ্চয় করে অন্ধকারে ফসফোরসেন্স হিসেবে ছেড়ে দিতে পারবে। 

এই গবেষণার অন্যতম গবেষক শিলা কেনেডি বলেন, 'জীবন্ত উদ্ভিদের নবায়নযোগ্য রাসায়নিক শক্তির সঙ্গে অন্তর্নিহিত আলো তৈরির পদক্ষেপটি একটি সাহসী উদ্যোগ। এতে আলোর জন্য বৈদ্যুতিক শক্তির ব্যবহারেও মৌলিক পরিবর্তন আসবে।' মাত্র ১০ সেকেন্ড এলইডি আলোর উপস্থিতি গাছগুলোকে আগের তুলনায় ১০ গুণ উজ্জ্বল এবং এক ঘণ্টা পর্যন্ত জ্বলতে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।

এই ন্যানো পার্টিক্যাল ইমপ্লান্ট উদ্ভিদের সালোকসংশ্লেষণসহ স্বাভাবিক ক্রিয়াকলাপে কোনো প্রতিকূল প্রভাব ফেলবে না। বিদ্যুতের ব্যবহার কমাতে সহায়তার পাশাপাশি মানুষসহ সব উদ্ভিদনির্ভর প্রজাতির জন্যও উপকারী হবে।

বিষয়:

সুখবর
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত