অনলাইন ডেস্ক
কারাকাস: নতুন নির্বাচন কাউন্সিলে বিরোধী দলের সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে রেখেছে ভেনিজুয়েলা সরকার। গতকাল মঙ্গলবার ভেনিজুয়েলার কংগ্রেস এই দুই জনের নাম প্রকাশ করে। দেশটির সমাজতান্ত্রিক দল নিয়ন্ত্রিত আইনসভা পাঁচ পরিচালক নিয়ে গঠিত নতুন বোর্ডটি অনুমোদন দিয়েছে। কাউন্সিলে বিরোধী দল ঘনিষ্ঠ সাবেক সংসদ সদস্য এনরিক মার্কেস এবং উপদেষ্টা রবার্তো পিকনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে পিকন বলেন, নতুন বোর্ডটি গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, আমরা বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো। যাতে জনগণ আবারো পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে ভোটের ওপর আস্থা রাখতে পারে।
এদিকে বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াদো নতুন নির্বাচন কাউন্সিলকে প্রত্যাখ্যান করেছেন। সরকার এটি চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। হুয়ান গুইদোকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পশ্চিমাদের অভিযোগ, বহু বছর ধরে তিনি জাতীয় ও রাজ্য নির্বাচনের তদারককারী কাউন্সিলকে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির পক্ষে ব্যবহার করে আসছেন। মাদুরোর ২০১৮ সালের পুনঃনির্বাচনকে প্রহসনের নির্বাচ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল।
কূটনীতি বিশেষজ্ঞদের প্রত্যাশা, নতুন নির্বাচন কাউন্সিল বাইডেন প্রশাসনকে ভেনিজুয়েলার উপর নিষেধাজ্ঞাগুলোর ব্যাপারে নমনীয় করবে। যেখানে ট্রাম্প প্রশাসন মাদুরোকে প্রায় কোণঠাসা করে ফেলেছিলেন।
কারাকাস: নতুন নির্বাচন কাউন্সিলে বিরোধী দলের সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে রেখেছে ভেনিজুয়েলা সরকার। গতকাল মঙ্গলবার ভেনিজুয়েলার কংগ্রেস এই দুই জনের নাম প্রকাশ করে। দেশটির সমাজতান্ত্রিক দল নিয়ন্ত্রিত আইনসভা পাঁচ পরিচালক নিয়ে গঠিত নতুন বোর্ডটি অনুমোদন দিয়েছে। কাউন্সিলে বিরোধী দল ঘনিষ্ঠ সাবেক সংসদ সদস্য এনরিক মার্কেস এবং উপদেষ্টা রবার্তো পিকনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে পিকন বলেন, নতুন বোর্ডটি গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, আমরা বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো। যাতে জনগণ আবারো পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে ভোটের ওপর আস্থা রাখতে পারে।
এদিকে বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াদো নতুন নির্বাচন কাউন্সিলকে প্রত্যাখ্যান করেছেন। সরকার এটি চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। হুয়ান গুইদোকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পশ্চিমাদের অভিযোগ, বহু বছর ধরে তিনি জাতীয় ও রাজ্য নির্বাচনের তদারককারী কাউন্সিলকে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির পক্ষে ব্যবহার করে আসছেন। মাদুরোর ২০১৮ সালের পুনঃনির্বাচনকে প্রহসনের নির্বাচ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল।
কূটনীতি বিশেষজ্ঞদের প্রত্যাশা, নতুন নির্বাচন কাউন্সিল বাইডেন প্রশাসনকে ভেনিজুয়েলার উপর নিষেধাজ্ঞাগুলোর ব্যাপারে নমনীয় করবে। যেখানে ট্রাম্প প্রশাসন মাদুরোকে প্রায় কোণঠাসা করে ফেলেছিলেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৪ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে