অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে সৈকতে আটকে পড়া প্রায় ২০০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সেখানকার উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান বন্যপ্রাণী সেবা সংস্থার বরাতে এনডিটিভি জানায়, ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি বেঁচে আছে। তাদের উদ্ধার করে সমুদ্রে ফেরত পাঠাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
বন্যপ্রাণী সেবা সংস্থার ব্যবস্থাপক ব্রেন্ডন ক্লার্ক জানান, ‘আগের দিন সৈকতে খোঁজ পাওয়া ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি এখনো জীবিত। আজ সকালে আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্ধার অভিযান চালানো এবং উদ্ধার হওয়া তিমিদের সমুদ্রে ছেড়ে দেওয়া।’
ওপর থেকে তোলা ছবিতে দেখা যায়, বেশ কিছু চকচকে, কালো স্তন্যপায়ী প্রাণী সৈকতজুড়ে ছড়িয়ে রয়েছে। প্রাণীগুলো জলসীমার যেখানে আটকে আছে, সেখানে দক্ষিণ মহাসাগরের হিমশীতল স্রোত বালুর সঙ্গে মিশেছে।
সমুদ্রতীরে আটকে থাকতে দেখার পর স্থানীয় লোকজন তিমিগুলো জীবিত রাখতে কম্বল দিয়ে ঢেকে দেন এবং বালতি ভরে সমুদ্রের পানি এনে তিমিদের গায়ে ঢেলে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিবেশবিদরা বলছেন, জোয়ারের পানিতে পথ হারিয়ে সৈকতে আসার পর পানি নামলে তিমিগুলো সৈকতে আটক পড়ে। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তাসমানিয়ার উপকূলে তিমি আটকে পড়ার ঘটনা নতুন নয়। দুই বছর আগেও তাসমানিয়া উপকূলে এমন তিমি ভেসে আসার ঘটনা ঘটে। ম্যাককুয়েরি হারবারের কাছেই সেবার ৫০০ পাইলট তিমি আটকা পড়ে। স্বেচ্ছাসেবকদের কয়েক দিনের পরিশ্রম সত্ত্বেও তিন শতাধিক তিমি মারা যায়।
অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে সৈকতে আটকে পড়া প্রায় ২০০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সেখানকার উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
অস্ট্রেলিয়ান বন্যপ্রাণী সেবা সংস্থার বরাতে এনডিটিভি জানায়, ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি বেঁচে আছে। তাদের উদ্ধার করে সমুদ্রে ফেরত পাঠাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
বন্যপ্রাণী সেবা সংস্থার ব্যবস্থাপক ব্রেন্ডন ক্লার্ক জানান, ‘আগের দিন সৈকতে খোঁজ পাওয়া ২৩০টি তিমির মধ্যে মাত্র ৩৫টি এখনো জীবিত। আজ সকালে আমাদের প্রথম কাজ হচ্ছে উদ্ধার অভিযান চালানো এবং উদ্ধার হওয়া তিমিদের সমুদ্রে ছেড়ে দেওয়া।’
ওপর থেকে তোলা ছবিতে দেখা যায়, বেশ কিছু চকচকে, কালো স্তন্যপায়ী প্রাণী সৈকতজুড়ে ছড়িয়ে রয়েছে। প্রাণীগুলো জলসীমার যেখানে আটকে আছে, সেখানে দক্ষিণ মহাসাগরের হিমশীতল স্রোত বালুর সঙ্গে মিশেছে।
সমুদ্রতীরে আটকে থাকতে দেখার পর স্থানীয় লোকজন তিমিগুলো জীবিত রাখতে কম্বল দিয়ে ঢেকে দেন এবং বালতি ভরে সমুদ্রের পানি এনে তিমিদের গায়ে ঢেলে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিবেশবিদরা বলছেন, জোয়ারের পানিতে পথ হারিয়ে সৈকতে আসার পর পানি নামলে তিমিগুলো সৈকতে আটক পড়ে। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তাসমানিয়ার উপকূলে তিমি আটকে পড়ার ঘটনা নতুন নয়। দুই বছর আগেও তাসমানিয়া উপকূলে এমন তিমি ভেসে আসার ঘটনা ঘটে। ম্যাককুয়েরি হারবারের কাছেই সেবার ৫০০ পাইলট তিমি আটকা পড়ে। স্বেচ্ছাসেবকদের কয়েক দিনের পরিশ্রম সত্ত্বেও তিন শতাধিক তিমি মারা যায়।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
৭ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
৭ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
৭ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
৮ ঘণ্টা আগে