অনলাইন ডেস্ক
ঢাকা: দক্ষিণ চীন সাগরে অবৈধভাবে মার্কিন যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ আনে চীনা সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটিকে পরে সীমানা থেকে বের করে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। তবে চীনের দাবি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে চীনা সেনাবাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ চীনের প্যারাকেল দ্বীপপুঞ্জের আশপাশে ইউএসএস কার্টিস উইলবার যুদ্ধজাহাজকে টহল দিতে দেখা যায়। যে এলাকায় ওই যুদ্ধজাহাজটি টহল দিয়েছে সেটি চীনের সমুদ্রসীমার মধ্যে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, চীনা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দিয়ে তাড়া করে ওই মার্কিন যুদ্ধজাহাজকে সীমানার বাইরে পাঠাতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্রের এ ধরনের তৎপরতা চীনের সার্বভৌমত্ব, দক্ষিণ চীন সাগর এলাকার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে পাল্টা বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক নৌচালনা নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল; আর চীন সেনাবাহিনী সমুদ্রসীমার যে অংশটিকে নিজেদের বলে দাবি করছে, সেটি এখনও মীমাংসিত নয়। কারণ তাইওয়ান ও ভিয়েতনামও প্যারাকেল দ্বীপপুঞ্জ ও তার আশপাশের সমুদ্র এলাকাকে নিজেদের বলে দাবি করে।
চীনা সেনাবাহিনী মিথ্যাচার করছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আরও বলা হয়, কার্টিস উইলবার নামের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ কোনো দেশের সীমানা থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, এশিয়া–ভূমধ্যসাগরে চীন-যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দক্ষিণ চীন সাগর একটি গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেছে। চীন বরাবরই দক্ষিণ চীন সাগরে নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করতে চাইলেও যুক্তরাষ্ট্রের দাবি, নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করার নামে সাগরের তীরবর্তী অন্য দেশগুলোর সমুদ্রসীমা দখল করার পাঁয়তারা করছে চীন।
ঢাকা: দক্ষিণ চীন সাগরে অবৈধভাবে মার্কিন যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ আনে চীনা সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটিকে পরে সীমানা থেকে বের করে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। তবে চীনের দাবি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে চীনা সেনাবাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ চীনের প্যারাকেল দ্বীপপুঞ্জের আশপাশে ইউএসএস কার্টিস উইলবার যুদ্ধজাহাজকে টহল দিতে দেখা যায়। যে এলাকায় ওই যুদ্ধজাহাজটি টহল দিয়েছে সেটি চীনের সমুদ্রসীমার মধ্যে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, চীনা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দিয়ে তাড়া করে ওই মার্কিন যুদ্ধজাহাজকে সীমানার বাইরে পাঠাতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্রের এ ধরনের তৎপরতা চীনের সার্বভৌমত্ব, দক্ষিণ চীন সাগর এলাকার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে পাল্টা বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক নৌচালনা নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল; আর চীন সেনাবাহিনী সমুদ্রসীমার যে অংশটিকে নিজেদের বলে দাবি করছে, সেটি এখনও মীমাংসিত নয়। কারণ তাইওয়ান ও ভিয়েতনামও প্যারাকেল দ্বীপপুঞ্জ ও তার আশপাশের সমুদ্র এলাকাকে নিজেদের বলে দাবি করে।
চীনা সেনাবাহিনী মিথ্যাচার করছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আরও বলা হয়, কার্টিস উইলবার নামের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ কোনো দেশের সীমানা থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, এশিয়া–ভূমধ্যসাগরে চীন-যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দক্ষিণ চীন সাগর একটি গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেছে। চীন বরাবরই দক্ষিণ চীন সাগরে নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করতে চাইলেও যুক্তরাষ্ট্রের দাবি, নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করার নামে সাগরের তীরবর্তী অন্য দেশগুলোর সমুদ্রসীমা দখল করার পাঁয়তারা করছে চীন।
কংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৪ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১৪ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১৪ ঘণ্টা আগে