কয়লাভিত্তিক প্রকল্পে আর অর্থায়ন করবে না চীন

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ২৬
Thumbnail image

দেশের বাইরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আর অর্থায়ন করবে না বলে ঘোষণা দিয়েছে চীন। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে রেকর্ডকৃত এক ভাষণে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এই ঘোষণা দেন। 

চীনের প্রেসিডেন্ট বলেন, কার্বন নিঃসারণ কমাতে চীনের বাইরে বিভিন্ন দেশে নতুন কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আর কোনো অর্থায়ন করবে না চীন সরকার। এ ছাড়া সবুজের উন্নয়ন এবং কার্বন নিঃসারণ কমাতে চীন অন্যান্য উন্নয়নশীল দেশের প্রতি সমর্থন বাড়াবে। 

চলতি বছর কার্বন নিঃসারণ কমাতে এর আগে দক্ষিণ কোরিয়া ও জাপান একই ঘোষণা দেয়। 

এক সমীক্ষায় দেখা গেছে, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বের ৯৫ শতাংশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অর্থায়ন করে থাকে। এই তিন দেশ যদি এখন থেকে কয়লাভিত্তিক প্রকল্পে অর্থায়ন না করে, তাহলে কার্বন নিঃসারণ অনেকটাই কমে যাবে। 

তবে এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে অর্থায়ন কখন শেষ হবে, এরই মধ্যে অনুমোদিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রযোজ্য হবে কি না এবং চীন তাঁর নিজস্ব কয়লানির্ভরতা সম্পর্কে কী করতে যাচ্ছে, সে বিষয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। এসব বিষয়ে চীনা প্রেসিডেন্ট বিস্তারিত কিছু জানাননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত